নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ মানুষ। পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। একটা অন্তর ছিল তা\'ও পুড়া!

অতৃপ্তচোখ

স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।

অতৃপ্তচোখ › বিস্তারিত পোস্টঃ

সুখেই থেকো তুমি

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৬


কষ্ট যতো আমারই থাক
সুখেই থেকো তুমি,
হারিয়েছি তাই হই হতবাক
তোমায় স্বর্গ জানি!
শান্ত নীরব ভোরের আাকাশ
জেগে ওঠে সব পাখি,
স্বপ্ন ভাঙা হৃদয় আমার
দুচোখ জুড়ে বারি।

সূর্যি মামা ঘুচায় আঁধার
বিলায় আলোর রশ্মি,
মনে আমার ঘোর অন্ধকার
দুই চক্ষে না দেখি।
অবুঝ মনে বোবা ভাষার
বুক ভরা মিনতি,
স্বপ্ন ভাঙা অলস নয়ন
খোঁজছে কোথায় তুমি।

কষ্টে ভরা বুকটা আমার
চোখের পানি মুছি,
আমার দিকেই দৃষ্টি সবার
দেখাই হাসি খুশি।
কেউ বুঝে না ব্যথার পাহাড়
এই হৃদয়ে জমি,
ঝর্ণা হয়ে ঝরছে আবার
একলা যখন থাকি।

হিমেল হাওয়া গাছের ছায়ার
মূল্য কি আর বুঝি,
অলস দুপুর রুদ্র খঁড়ার
পথিক না হই যদি।
আভিজাত্যের মোহ তোমার
বিত্তবান স্বামী,
কেমন করে জানবে আমার
বুকে ব্যথার খনি।

চোখের জলে ভাসিয়ে দিলাম
স্বপ্ন ব্যথার ঝুলি,
মেঘের সাথেই সব মিশে যাক
নীল আকাশে উঁড়ি।
নিত্যদিনের যন্ত্রণা আর
কষ্ট যতোই ভোগী,
একটি আশাই ভালোবাসার
সুখেই থেকো তুমি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৯

অরুনি মায়া অনু বলেছেন: কষ্ট মাখা মনের কিছু কথা।

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:১১

অতৃপ্তচোখ বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন, শুভকামনা রইল

২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: মনের কিছু লুকানো কথা.............

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:১৪

অতৃপ্তচোখ বলেছেন: অনেক অনেক ভালোবাসা রইল।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:২৮

সিগনেচার নসিব বলেছেন: বেশ চমৎকার কবি !

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫০

অতৃপ্তচোখ বলেছেন: অনুপ্রাণিত করলেন বস
ভালোবাসা জানবেন

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৯

অতৃপ্তচোখ বলেছেন: আপনার মতো গুণি লেখকের প্রশংসা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। প্রেরণা হয়ে থাকুক আমার হৃদয়ে।

শ্রদ্ধা ও অভিনন্দন জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.