নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ মানুষ। পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। একটা অন্তর ছিল তা\'ও পুড়া!

অতৃপ্তচোখ

স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।

অতৃপ্তচোখ › বিস্তারিত পোস্টঃ

সেদিন কাঁদবি বসে

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৬


আগে যদি জানতাম বন্ধু
তোমার মনের খবর-
একা একাই রইতাম আমি
বাঁচতাম হাজার বছর।
নিঃস্ব হৃদয় অনেক কষ্ট
আমার বুকের ভিতর-
ভালোবাসি তাই বলে কি
পাই না তোর নজর!

কত আশা স্বপ্ন ছিলো
বাঁধবো সুখের ঘর,
কাঙ্ক্ষিত সেই সুখ অামারে
করলো চির পর।
তোর মনেতে নাইরে মায়া
তুই যে স্বার্থপর-
আমার কষ্টে কাঁদে না তাই
তোর পাষাণ অন্তর।

স্বপ্ন ভাঙা বুকটা জুড়ে
কষ্ট নিরন্তর-
আলোয় ভরা জীবনে আজ
আঁধার সহচর!
হৃদয় পুড়ার গন্ধ শুকি
দিবানিশি ভর-
বুঝবি 'সেদিন কাঁদবি বসে'
হইলে মোর কবর!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতাটি ।মনে হয় খুব দু:খের কবিতা ।
শুভেচ্ছা রইল ।

১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২

অতৃপ্তচোখ বলেছেন: হ্যা ভাই, খুব দুঃখে বেরিয়েছে কথা গুলো।
শুভেচ্ছা নিবেন, শুভকামনা রইল

২| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

সিগনেচার নসিব বলেছেন: জীবন কবিতা ! কবিতায় জীবন
সুন্দর হয়েছে বস ।





ভাল লাগা ও একরাশ শুভেচ্ছা রেখে গেলাম।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৭

অতৃপ্তচোখ বলেছেন: ভালোবাসা জানবেন নসিব ভাই।

অনেকদিন পর ঢুকেছি। তাই দেরি হলো। শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.