![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন শাকিল। গিয়ে দেখেন বন্ধুর স্ত্রী কাঁদছেন।
শাকিল: কিরে, তোর বউ কাঁদছে কেন?
বন্ধু: জানি না। জিজ্ঞেস করিনি।
শাকিল: ওমা! জিজ্ঞেস করিসনি কেন?
বন্ধু: আগে যতবার জিজ্ঞেস করিছি, প্রতিবারই আমাকে ফতুর হতে হয়েছে!
আপনাদের সেবায় আরও দেখুন।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: দারুণ বুদ্ধি
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
চ।ন্দু বলেছেন: সুন্দরীর চোখের জল, এ দৃশ্য বড়ই মনোহর। দেখে দেখে বড়ই রূপবতী এক কন্যাকে বিবাহ করেছিলাম, সবকিছু নিজে উপভোগ করব বলে। তারপর কি হল?
সবই ভাল ছিল, কেবল সুন্দর মুখ থেকে বেরিয়ে আসা কুৎসিৎ গালিগুলো ছাড়া। বন্ধুকে ব্যাপারটা বললাম । সে বলল, বড়ই ভুল করেছিস এগুলো দেখতে হয় দূর থেকে। কাছ থেকে খুবই কুৎসিৎ। বিষয়টা ব্যাখ্যা করি, ধর শ্রীদেবীর ডায়রিয়া হয়েছে, হলুদ তরল গড়িয়ে নামছে দু'পা বেয়ে, যতই গায়ে কাপড় না থাক, তারপরেও কি তা দেখতে ভাল লাগবে?
সুতরাং সুন্দরীকে বিদায় করে দিলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
খেয়া ঘাট বলেছেন: দারুন একটা ছবি।