![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাসে ঢুকেই শিক্ষক বললেন, ‘আচ্ছা, বলো তো বিদ্যুৎ কোথা থেকে আসে ?
প্রশ্ন শুনে সবাই চুপ।
কিছুক্ষণ ভেবে আব্দুলের ছেলের জবাব,
‘স্যার, বিদ্যুৎ আসে আমার মামার বাসা থেকে।’
শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমার মামার বাসা থেকে! তা কীভাবে আসে বলো তো শুনি?’
আব্দুলের ছেলের জবাব—‘স্যার, যখন বিদ্যুৎ চলে যায়, তখন বাবা রাগ হয়ে বলেন, “ ধুর, শালা আবারও বিদ্যুত্ বন্ধ করে দিল!”
আমার বাবার শালা তো আমার মামাই হয়, স্যার।’..
২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২২
গোবর গণেশ বলেছেন:
৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২৯
মাক্স বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১১
সুলাইমান হাসান বলেছেন: