![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লম্বা হওয়া না হওয়া জন্মগত, জেনেটিক্যাল ব্যাপার। সাধারণত ২১ থেকে ২৩ বছর বয়স পর্যন্ত মানুষ লম্বা হতে পারে। এর পর কোন ভাবেই শরীর উচ্চতার দিক দিয়ে আর লম্বা হয় না।
উঠতি বয়সে নিয়মিত খেলাধূলা করতে হবে, সুষম খাবার খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। দৈহিক বৃদ্ধিতে বিশেষ করে লম্বা হওয়ার জন্য সাঁতার খুব ভালো একটা ব্যায়াম, কেননা এতে একই সময়ে শরীরের সমস্ত অঙ্গ-প্রতঙ্গের ব্যায়াম হয়।
বাড়ন্ত বয়সে আজে-বাজে দিকে মন দিয়ে দৈহিক বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি করবেন না। ধূমপান, নেশা, মেয়েদের দিকে কুনজর দেয়া, পর্ণ মুভি, চটি গল্প, খুব বেশী হস্তমৈথুন ও সেক্স- এসব ব্যাপার খুব সচেতন ভাবে এড়িয়ে চলবেন।
যারা বড় ভাই আছেন, তারা ছোট ভাইদের এসব ব্যাপার বুঝিয়ে দেবেন। পিতামাতারও উচিত সন্তানদের ছোটবেলা থেকেই এসব ব্যাপারে সতর্ক করে দেয়া। এসব ব্যাপার বলার সময় বকাঝকা বা আজুগুবি গল্প ফাঁদবেন না। সত্য কথাগুলো সোজাসুজি সহজ ভাবে বুঝিয়ে বলবেন।
২| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
আমি শুধুই পাঠক বলেছেন: কুনজর সুনজরের সাথে লম্বা হওয়ার কি সম্পর্ক???
৩| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
চুক্কা বাঙ্গী বলেছেন: আমি শুধুই পাঠক বলেছেন: কুনজর সুনজরের সাথে লম্বা হওয়ার কি সম্পর্ক??? .......
..........
৪| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পোস্টে আরো ভালমত বুঝাইতে পারতেন আপনি কি বলতে চাচ্ছেন
৫| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩০
ভণ্ড বাবা বলেছেন: :-& :-& :-&
৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১০
খাটাস বলেছেন: ভাই জানের হাইট কত?
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৩
সিস্টেম অ্যাডমিন বলেছেন: "লম্বা হওয়া না হওয়া জন্মগত, জেনেটিক্যাল ব্যাপার।"
আপনার সঙ্গে একমত।
কিন্তু
"বাড়ন্ত বয়সে আজে-বাজে দিকে মন দিয়ে দৈহিক বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি করবেন না। "
একমত নই। আর আপনি যদি নিতিশিক্ষা দেবার একটা নতুন উপায় বার করে থাকেন তাহলে আলাদা কথা। তবে নতুন প্রজন্ম কে ঠিক ভয় দেখিয়ে বাগে আনা কঠিন , একমাত্র উপায় তাদের অভিভাবক দের তাদের সমস্য নিয়ে বন্ধুদের মত মিশে সমাধান দেওয়া, ভয় বা ভান্তি দ্বারা দমন করে নয়। আর পোস্ট টিতে ১৮ + কেন।
ধন্যবাদ ।