![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর রাস্তাঘাটে সাপ হাতে বাঈদানীদের অত্যাচারে অতিষ্ঠ পথচারিরা। বিশেষ করে নগরীতে বিনোদনমুলক কোন অনুষ্ঠানে আসা দর্শক-শ্রোতাদের এমন বিড়ম্বনায় বেশি পড়তে হচ্ছে। যান্ত্রিক নগরীর ঘর ফেরা অথবা অফিস যাওয়া কোন মানুষ গাড়ী না পেয়ে দ্রুত পায়ে গন্তব্যের উদ্যেশে হাঁটছেন, অথবা পরিবার পরিজন নিয়ে কোথাও যাচ্ছেন—এমন সময়ে দুই তিনজন যুবতী মেয়ের একটি দল সাপ হাতে গায়ের উপর লাফিয়ে পড়ে। আর পথচারিদের পথ আগলে ধরে বাক্য ছুড়ে দেয় ‘ট্যাকা দে, নয় সাপ লাগাইয়া দিমু’। যেভাবে শরীরের উপর এসে এই মহিলারা পড়ে তখন সাপের ভয় তো দুরের কথা ইজ্জত রক্ষাই ফরজ হয়ে পড়ে। তাদের কাপড় চোপড়, অঙ্গ-ভঙ্গি দেখে ইজ্জত রক্ষা করতে বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে দিব্যি পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সাপুড়েরুপী একশ্রেনীর বাঈদানীর দল।
এদের দেখার কেউ নেই। পথে টহলরত পুলিশও এদের দেখলে দুরে থাকে মান-ইজ্জতের ভয়ে। একে তো মেয়ে মানুষ। তার উপরে কাপড় চোপড়ের ঠিক নাই। কথাবার্তার বালাই নাই। টাকা না দিলে জড়িয়ে ধরার উপক্রম। এই ভয়েই আতঙ্কিত থাকে সবাই। শহরে চলাচলে সুন্দর পরিবেশ রক্ষায় এই ভয়ঙ্কর সাপুড়েদের থামানো দরকার। এটা দমনে আইন প্রয়োগকারী সংস্থাকেই এগিয়ে আসতে হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
ভ্রমন কারী বলেছেন: ++++++++++