![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে জ্বালা দিয়েছে আমায়
হৃদয় মাঝে।
সময় অসময়ে
ব্যথার সুর বাজে।
তবুও আমি বয়ে যাই
বীণার মতো।
যদিও হয়
হৃদয় হাজার ক্ষত।
গেয়ে যাই গান
ব্যথার সুরে সুরে।
রাখতে চাই এ ব্যথা
হাজার মাইল দূরে।
তবুও আমায় ছাড়ে না
বড়ই আপনজন।
আপনারাই বলুন-
কি করি এখন ?
২| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৬
জুয়েলইসলাম বলেছেন: কেন এত জ্বালা আমাদের জীবনে ভাই ।
কবিতায় প্লাস +++++++
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৬
এহসান সাবির বলেছেন: ভালো লাগল।