![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঢাকায় থাকি
তাই তো পড়েছি ছিঁড়া জামা।
কুকুর, বিড়াল রিকশাওয়ালা
সবাই আমার মামা।
হ্যাফ প্যান্ট পড়ে গেঞ্জি গায়
ঠোঁটের নিচে দুই খান দাঁড়ি।
ভাবখানা এমন আমার
ঢাকায় ৫ খান বাড়ি।
রিং পড়ে কানের ডগায়
হাতে কয়েকটা চুরি।
আমি হলাম আধুনিক ছেলে
তাই তো এভাবে ঘুরি।
ঘুরতে ঘুরতে সবার মাঝে
লাগে বেশ সজীব।
কোন কথা কেউ বললে
বলতে ভুলি না ‘আজীব’।
আমি যখন যাই গ্রামে
সবাই দেখে অবাক!
কেউ কেউ বলে ঢাকার ছেলে
‘ও’ অর মতোই থাক।
আমি নাকি ঢাকার ছেলে
শুনতে লাগে বেশ।
করবো কত আর ভণ্ডামি
এখানেই শেষ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৮
ভূতের কেচ্ছা বলেছেন:
৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল কবিতা।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
আল-শাহ্রিয়ার বলেছেন: চরম লিখেছেন ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩১
বিপ্লব সিরাজী বলেছেন: ালো লাগলো