![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন ? তুই যাবি না?
না রে মিলি। আমার আর এ পেশা ভাল লাগে না। অনেক তো খেলেছি। আর না।
আমি তো নতুন। তাই স্বাদ অনুভব করি। এ যেন অনন্ত স্বাদ।
খেল । তোরাই খেল। এখন তো তোদেরই বয়স। আমারা তো শেষ। আর কত!
আমরা যতই নতুন হই, তবুও বুঝি জীবনের মানে।
তবে সাবধানে চলাটাই ভাল।
ঠিক বলেছেন শীলা আপু। আমি এখন যাই, কাজে যাই।
মিলি চলে যায়। শীলা নীরবে গাছের নিচে বসে থাকে। আর জীবনের মানে খুঁজতে থাকে।
আর ভাবেই জীবন কাটতে থাকে।
©somewhere in net ltd.