![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতো পথই না হেঁটেছি রোখসানার সাথে
দিন নেই, রাত নেই, কোনো বাঁধা নেই,
শুধুই চলেছি দুজনে মিলে।
কিন্তু কোথায় ?
গাঁয়ের মেঠো পথে,
নদীর তীর ঘেঁষে,
পাহাড়ী উচু নিচু পথে,
পথের ধারে খাবারের হোটেলে বসা,
ক্লান্ত হয়ে আবার হেঁটে চলা।
পাথের মাঝে মিষ্টি দুষ্টামি
যেন আজও আমাকে নিয়ে যায়
সেই আগের দিনগুলিতে।
যেমন একদিন হাঁটতে হাঁটতে
রোখসানা চিৎকার দিয়ে বলল-
উঃ পা কেটে গেছে।
গিয়ে দেখি পুই শাকের বিচি মেখে
পা লাল করেছে।
এ রকম আরো অনেক।
বলে শেষ করা যাবে না।
©somewhere in net ltd.