![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অই আয় আয় ।
না ঘরে যামু না।
কেন ?
তুই যদি আমায়।
কি ?
আমায় জড়িয়ে ধরিস।
না। তুই আমাকে বিশ্বাস করিস না ?
করি। তবুও।
তবুও ?
তবুও তুই ছেলে তো, তাই।
ছেলে বলে আমাদের মান সম্মান নেই।
আছে। তবে।
তবে ?
তবে তোদের সম্মান জাগ্রত হয়, ঘটনা ঘটার পর।
মানে ?
মানে হচ্ছে, আজই শেষ। আর কোন দিন করবো না।
তোর তো অনেক অভিজ্ঞতা।
হবে না। আমি যে তোর ঠাণ্ডা মাথার বিবেক।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৬
রাখালছেলে বলেছেন: পারলে সাহস দেখান । খালি লাইক দিয়ে কি হবে । পৃথিবীতে সবার একটা উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছে । আসুন যে যার দায়িত্ব পালন করি ।