![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
( ভাল কথার ভাত নাই, কথায় বলে। কথা অতি সত্য। আমি যদি মেয়ে অথবা সেক্স নিয়ে লিখতাম, তবে তা পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়তো সবাই। শুধু ভাল লেখক হলে হবে না, ভাল পাঠকও হতে হবে।)
একলা এসেছি, একলা যাবো না।
এই তো আমার, মনেরই ভাবনা।
নিয়ে যাবো আমার সঙ্গের সাথী
আধার ঘরের জ্যোৎস্না বাতি।
তারাই আমার সাথে রবে
পর যখন আমার সবে।
বন্ধু হয়ে আমার কাছে
দেখবো তখন তারাই আছে।
প্রশ্ন করো মনকে এখন
সাথী হবে তারা যখন।
তারাই কোন সে জন ?
সবার চাইতে তোমার আপন।
বলতে গেলে হিসাব মেলে
এ কথাটাও জানে বাচ্চা ছেলে।
উত্তর অতি সোজা।
আপন তোমার নামাজ, রোজা।
©somewhere in net ltd.