![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কী ‘ভাবে’ বড় হয় ? না, ‘ভাব’ মানুষকে বড় করে। আমার মনে হয় এ দুটোর কোনোটিই না। তবুও সমাজে কিছু মানুষ এ দুটোর কবলে পড়ে হরহামেশাই। এর কারণ হিসেবে বলা যায় দু – চার পয়সা রোজগারের উত্তম পথ খুজে পাওয়া। আর তখন মনে মনে ভাবতে থাকে, আমার অর্থ কড়ি আছে, আমিই সেরা। আর কারও প্রয়োজন নেই। আসলে কী তাই ? না। ‘মানুষ সামাজিক জীব’ – এ কথা সবাই জানে। সে সুত্র মতে সমাজে বাস করতে গেলে, সবাই সবাইকে প্রয়োজন আছে।
তাই ‘ভাব’ দিয়ে সেরা হওয়ার ভাবনা, একেবারেই মূর্খতার বাস্তব প্রমাণ। আর এমনটি ঘটে বেশীর ভাগ ঐ সব লোকের ক্ষেত্রে, যারা জীবনের প্রথম দিকটা ভুলে যেতে চায়, বর্তমানের দাপটে।
©somewhere in net ltd.