![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমি বাবার একমাত্র মেয়ে। খুবই সুন্দরী আমি। আমার পিছে ৮/১০ ছেলে সকাল বিকাল ঘুরাঘুরি করে। কিন্তু সবার ইচ্ছাতেই সব কিছু করা যায় না। সবাই আমার সাথে প্রেম, বিয়ে আরো অনেক কিছু করতে চায়। কিন্তু না! আমি আমার ইচ্ছেতেই গোপনে করে যাবো। কেউ আমাকে বাধা দিতে পারবে না। যত খুশী তত করবো। যতক্ষণ আমি সইতে পারি।"
এমন করেই বলছিল কেরামত আলীর মেয়ে সুফিয়া। তার বয়স ১৬ বছর। টগবগে যুবতী। কিন্তু তার বাবা খুব গরিব। সংসার চালাতে খুব কষ্ট হয়।
ছোটো খাটো একটা ব্যবসা করে কেরামত। তাতে তাদের দিন ঠিক মতো চলে না। এদিকে সংসার আর ওদিকে সুফিয়ার লেখা পড়ার খরচ।
এ দুয়ে মিলে কেরামত দিশেহারা।
এ অবস্থায় কেরামতের তার এক পুরানো বন্ধুর সাথে দেখা হয়।
কিরে কেরামত কেমন আছিস ?
কেমন থাকিরে দোস্ত।
কেন কি হয়েছে ?
আর বলিস না! টানাটানির সংসার। বড় মুশকিলে আছি।
অ আচ্ছা।
তুই কেমন আছিস বল।
আল্লাহর রহমতে ভালোই আছি। আচ্ছা দোস্ত, তোর না একটা মেয়ে ছিলো।
হ্যাঁ ! ওকে নিয়েই তো জ্বালায় আছি।
কেন ?
ওর লেখা পড়া বন্ধ করে দিয়েছি। কিন্তু সে গোপনেই লেখা পড়া করে যাচ্ছে।
সে তো ভালো কথা। মেয়েটির লেখা পড়া বন্ধ করো না দোস্ত।
হ্যাঁ ! শুধু ছেলেরা না, মেয়েরাও জাতির ভবিষ্যৎ।
শেষ পর্যন্ত তুই অ এ কথা বলছিস ?
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: !!!