![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেঁটেছি কত গাঁয়ের পথে,
মেখেছি কাঁদা আর ধুলি।
সে সব দিনের সৃতি আজও,
হৃদয়ে রেখেছি তুলি।
ভোলা হয় না কভু,
যদিও করি আড়ালে বাস।
নীরবে ঠিকই দোল দিয়ে যায়,
শিশির ভেজা দূর্বা ঘাস।
হেঁটে হেঁটে পা ভেজানো,
শীতের সকাল বেলা।
এ যেন দূর্বার সাথে,
পা পরিষ্কারের খেলা।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯
ধ্রুবক আলো বলেছেন: শিশির ভেজা ঘাসে হাটা ভালো,
লেখা ভালোই হইছে,...
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩
প্রতিবাদী অবলা. বলেছেন: ভালোই