![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোক শোক শোক আমরা শোক জানাচ্ছি, আপনারা জানাচ্ছেনতো?
রাজন মরলো শোক জানালাম, রাকিব মরেছে শোক জানাচ্ছি
আর প্রতিনিয়ত কত শিশু অভিজাত পাড়ার বাসা-বাড়িতে নির্যাতিত হয়ে মৃত্যুর প্রহর গুনছে সবার জন্য শোক জানাচ্ছি আর সাথে নিন্দা।
ফেসবুক আর ব্লগ জুড়ে শুধু শোক আর শোক
শোক জানাতে জানাতে সবাই হয়রান!
কিন্তু এতে লাভ কি হচ্ছে?
অবশ্য আমাদের লাইক, কমেন্ট, ফ্রেন্ডস, ফলোয়ার, মন্তব্য আর অনুসরণকারী এতে করে বেড়েই চলেছে.!
কিন্তু রাজন আর রাকিবরাতো খুন হয়েই চলেছে!
অবশ্য এতে কার কি আসে যায়?
এত শত শোক না জানিয়ে যদি রাজনের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা যেত তাহলে আজ আর নতুন করে রাকিবকে খুন হতে হতো না।
আর শাস্তিই বা দিবে কে?
পুলিশতো নিজেই অপরাধীকে বাঁচাতে সাহায্য করে।
আশা করি, রাজন হত্যার পরের ঘটনা আমাদের কারোরই অজানা নয়।
কিন্তু এ পরিস্থিতিতে আমাদের কি করার আছে?
তাহলে কি রাজন রাকিবরা শুধু মরতেই থাকবে?
অবশ্য আমাদের জন্যতো ভালোই!
শোক জানাবো আর লাইক, কমেন্ট, ফ্রেন্ডস, ফলোয়ার, মন্তব্য এবং অনুসরণকারী বাড়াবো।
০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৫
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হ্যাঁ ভাই আর কুত্তার বাচ্চা না বলে কুত্তা বলাটাই বেটার, ধন্যবাদ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮
রঙিন মানব বলেছেন: সহমত
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১২
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: জ্বী
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭
মোগল সম্রাট বলেছেন: এই সব বায়োবীয় কর্মকান্ড ছাড়েন যেমন শোক জানানো, তিব্র নিন্দা জানানো, এই সব কাজে রাজন বা রাকিবের মায়ের বুকের আগুন নিভবেনা । এই সব বাল ছালে কোনো লাভও নাই্। নতুন কিছু ভাবেন বা করেন। যে কুত্তার বাচ্চা রাকিব কে মারছে তারে এলাকাবাসী গন ধোলাই দিয়ে মাইরা ফালানো দরকার ছিলো স্পটেই। তা না করে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে চিকিৎসা দিয়া তাজা করতেছে। এই জানোয়ার বাচাইয়া কি লাভ?