নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের পথে...

আকবর উদ্দীন ভূঁঞা

আমি আমার মত

আকবর উদ্দীন ভূঁঞা › বিস্তারিত পোস্টঃ

সচ্চ দর্পণ

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮

আপনি একজন নাস্তিক ব্লগার?
যুক্তি দিয়ে ইসলামকে মিথ্যা প্রমাণ করতে চান?
আপনি যথেষ্ট পরিমাণ যুক্তি দিয়ে এবং শালীন ভাষায় আপনার মতাদর্শ নিয়ে ব্লগ লিখেন?
তবে আপনাকে স্বাগতম।
আপনার যুক্তিগুলি খণ্ডনের জন্য এক বা একাধিক মুসলিম ব্লগার অপেক্ষা করছে।

কিন্তু

আপনি একজন নাস্তিক ব্লগার?
ইসলামকে হেয় করতে চান?
মোহাম্মদ (সঃ) কে গালাগালি করে ব্লগ লিখেন?
আল্লাহ কে গালাগালি করে ব্লগ লিখেন?
আজগুবি ইতিহাস লিখেন?
ইসলাম নিয়ে বিশ্রী গল্প, কবিতা, নাটক লিখেন?
ব্যঙ্গচিত্র তৈরি করেন?
কোরান-হাদিস বিকৃত করেন?
তবে আপনার জন্য চাপাতির কোপ অপেক্ষারত।

অর্থাৎ

যুক্ত = যুক্তি
অযুক্তিযুক্ত কিছু = চাপাতির কোপ

বামপক্ষ = ডানপক্ষ (দেখানো হলো)

কেউ কেউ প্রশ্ন করেন, কলমের বদলা কলম না হয়ে চাপাতি কেন?
আসলে কলমের বদলে কলমই চলে
কিন্তু কলম দিয়ে যদি চাপাতিকে গুতা দেয়া হয় তখন সেতো নড়বেই।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: +++++

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: বুঝলাম না!

২| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক অনেক ভাললাগা রইলো আপনার পোস্ট এ ।
আর ভাই ইট মারলে পাটকেল তো খেতেই হবেই।

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২১

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: তা তো অবশ্যই

৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫২

রঙিন মানব বলেছেন: যুক্ত = যুক্তি
অযুক্তিযুক্ত কিছু = চাপাতির কোপ
বামপক্ষ = ডানপক্ষ (দেখানো হলো)

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.