![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালাউদ্দিন কাদের চৌধুরীর ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
দুই ফাঁসির আসামি।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগ তাদের চুড়ান্ত রায় ঘোষণা করেছে ইতমধ্যেই।
বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের এই দন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত।
তবে এই রায় নিয়ে রয়েছে অনেক বিতর্ক।
রয়েছে জনমতের বিভাজন কেউ খুশি, কেউ নারাজ, আবার কারো কোন মাথা ব্যথা নেই।
কেউ বলে রাজাকার।
কেউ বলে ভুল বিচার।
আসল সত্য কী? তা আমার মত ক্ষুদ্র জ্ঞানীর মাথায় ঢুকেনা।
এদিকের যুক্তি ওদিকের যুক্তি বিশ্লেষন করে কোন কূলকিনারা পাইনা।
তাই এখন আর এই বিষয় নিয়ে ভাবিনা।
কিন্তু আজ শুরু হলো আবার নূতন ঘটনা। দন্ডপ্রাপ্ত এই দুই আসামীর প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করার খবর নিয়ে চলছে ‘ধুম্রজাল’।
আর এই খবরকে অবিশ্বাস্য দাবী করেছেন সাকা ও মুজাহিদের পরিবারের সদস্যরা।
অন্যদিকে, আজ দুপুরে কারা কর্তৃপক্ষ জানায়, সাকা চৌধুরী ও মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন।
মিডিয়াও প্রকাশ করছে বিভ্রান্তিকর বক্তব্য।
কিন্তু আসল সত্যটা কী?
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: জ্বী মাধব ভাই/বোন সে অপেক্ষায়ই আছি।
২| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
সত্য হবে, যদি প্রেসিডেন্ট বলে যে, উনি দরখাস্ত পেয়েছেন; বাংলাদেশে ৯৫% মানুষ প্রফেশাল মিথ্যুক।
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: চাঁদগাজী ভাই প্রেসিডেন্টযে সত্যি কথা বলবে তার কোন নিশ্চয়তা আছে?
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
ইকবালবিডি০৯ বলেছেন: সত্যা বলতে বিগত দিন হতে বর্তমান পর্যন্ত তেমন কিছু দেখিনি। যারা ক্ষমতায় থাকে তাদের সব সত্য। যারা ক্ষমতায় থাকেনা তারা সব মিথ্যা এই দেখে আসছি। আসল সত্য জানে কি?
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আসলেই ভাই ইকবালবিডি০৯
৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
ধঅনের শীষ বলেছেন: আসল সত্যটা হইতাছে ১৯৭১ সালে জামাতের মুখপাত্র দৈনিক সংগ্রাম পত্রিকা
। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে কর্মীদের অস্ত্র হাতে তুলে নিতে,রাজাকার বাহিনীতে যোগদান করতে নেতা মুজাহিদের আদেশঃ আসল সত্যটা হইতাছে ১৯৭১ সালে জামাতের মুখপাত্র দৈনিক সংগ্রাম পত্রিকা
। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে কর্মীদের অস্ত্র হাতে তুলে নিতে,রাজাকার বাহিনীতে যোগদান করতে নেতা মুজাহিদের আদেশঃ
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ ধঅনের শীষ ভাই এই মন্তব্যের জন্য। তবে লেখাগুলি ঝাপসা হওয়ায় পড়তে পারছিনা।
৫| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
ইকবালবিডি০৯ বলেছেন: অস্পট প্রমাণ পত্র আমি বিশ্বাস করিনা। ঘেষা লোকের মত কথা বার্তার লোকদের প্রমাণপত্রে সন্দেহ আছে।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: সহমত ইকবালবিডি০৯
৬| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
রাহমান বিপ্লব. বলেছেন: চাঁদগাজী সেই রাষ্ট্রপতিকে বিশ্বাসের কথা বলেছেন যারা ফাঁসীর দন্ডপ্রাপ্ত ছাত্রলীগকে দলীয় বিবেচনায় ক্ষমা করে দেয়। যারা রাষ্ট্রপতী কর্তৃক বাংলাদেশে শাস্তি মওকুফের সকল রেকর্ড ভংগ করে দেশকে মগের মুলুকের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
নিজেদের নেতা মুজিবকে হত্যাকারী মুক্তিযোদ্ধাদের মতন অসৎ ও ক্ষমতালোভী মুক্তিযোদ্ধার অগনিত সংখ্যা স্বাধীনতা পরপরই প্রকাশিত হয়েছিলো। বঙ্গবন্ধু তার আশপাশে থাকাদের চোর বলে সম্বধোন করেছিলেন। তিনি তার ভাগের কম্বলটাও আদায়ে সক্ষম হননি এইসব মুক্তিযোদ্ধা নাম ভাঙ্গানো কিছু টাউটের কারনে।
এসব অসত লোকের বাড়বাড়ন্তের জন্য গণতন্ত্র আগে হোচট খেয়েছে আর এখন সরকারের কেন্দ্র থেকে গণতন্ত্র হত্যা করা হচ্ছে।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: অনেকটাই সত্য রাহমান বিপ্লব. ভাই
৭| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব মিথ্যা কথা। শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আবেগের কথা বাস্তবতা ভিন্নও হতে পারে
৮| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
আহমেদ সজিব বলেছেন: asol soty cur palale puliS asbe
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৯
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুমম আহমেদ সজিব ভাই
৯| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২১
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: Hasinake jigges korun
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.)
১০| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
তার পরিবারের সদস্যরা এখন বড় বড় কথা বলছে। বলে বাবা প্রানভিক্কা চাইতেই পারেন না।
অতচ সাকা-মোজাহেদের সাথে দেখা করে তার আগের দিন বলেছিল -
"তার পিতা প্রাণভিক্ষা চাইবেন কি চাইবেন না সেটা আইনজীবির সাথে কথা বলে জানাবেন"
তারা তো তখন একবারও বলেনি 'প্রাণভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না'।
এটা তখনি বলা হলে এসব বিতর্ক হত না।
ওরা এখনও বড় বড় কথা বলছে। জামাট আল্লাহ ছাড়া কখনো মাপ চায়না, এটা বলে ব্লগ সয়লাব করে ফেলছে।
কিন্তু দুবছর আগে এক হরতালে আম্রিকান এম্বেসির গাড়ীতে ঢিলমেরে ফেসে গেছিল জামাত।
এরপর ক্ষতিপুরন দিয়ে কাফের মুসরিকদের কাছে মাপ চাইতে চাইতে রাস্তায় গড়াগড়ি খাইতে সবাই কি দেখে নাই?
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুমম হাসান কালবৈশাখী
১১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
নতুন বলেছেন: জামাতের কচি ছাগু গুলান তো আর ফাসির দড়ির সামনে বসে নাই। তাই বুঝতে পারছে না।
প্রানের মায়ায় সব কিছুই সম্ভব, ক্ষমা চাওয়া তো খুবই সাধারন একটা ব্যাপার।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: প্রানের মায়ায় সব কিছুই সম্ভব, ক্ষমা চাওয়া তো খুবই সাধারন একটা ব্যাপার।
সহমত।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
মাধব বলেছেন: সময় হলেই সত্য প্রকাশ পাবে।