নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের পথে...

আকবর উদ্দীন ভূঁঞা

আমি আমার মত

আকবর উদ্দীন ভূঁঞা › বিস্তারিত পোস্টঃ

আমাদেরটা ছিল মুক্তিযুদ্ধ আর কাশ্মীরেরটা সন্ত্রাসবাদ.!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

আমাদেরটা ছিল মুক্তিযুদ্ধ আর কাশ্মীরেরটা সন্ত্রাসবাদ.!

আজব ব্যাপার,
আমার দেশের বুদ্ধিজীবী নামের পরজীবীদের কথায় অবাক না হয়ে পারিনা।
আমরা পাকিস্তানের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম আজ ভারতের নির্যাতনের হাত থেকে বাঁচতে কাশ্মীরও একি কাজ করছি।
কিন্তু আমার দেশের কথিত বুদ্ধিজীবী এবং মিডিয়া একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে প্রমাণে ব্যস্ত।
এটা করে তারাকি সেই সাড়ে সাতকোটি বাঙালির মুক্তিযুদ্ধের সেই আদর্শ ও স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করছেনা..?
তারাকি জানেনা আমাদের মুক্তিযুদ্ধকেও অনেক মাতব্বর দেশ সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছিল..?
যাইহোক একটা স্বাধীন চেতা জাতি হিসাবে আমাদের উচিত ছিল অন্য স্বাধীনতা সংগ্রামী জাতিদের সম্মান করা
অথচ
আফসোস... আফসোস... আফসোস...

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

রঙিন মানব বলেছেন: বুদ্ধিজীবী নামের পরজীবী তারাতো স্বার্থান্ধ। কে চায় খাবার মেনুতে চেকেনের বদলে শাকভাত।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আজকাল লজ্জ্বা ঢাকার কাপড়টা খুঁজে পেতে বড় কষ্ট হয়।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

কাঙ্গাল মুরশিদ বলেছেন: একই ব্যাক্তির একই কাজ নিজ স্বার্থের অনুকুলে থাকলে সংগ্রাম মুক্তিযু্দ্ধ বিপ্লব
আর স্বার্থের বিপরিত হলে সন্ত্রাস জঙ্গী বিচ্ছিন্নতাবাদী
সুতরাং ভাষা দেখেই বোঝা যায় কে কোন পক্ষের লোক।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হ্যাঁ ভাই কাঙ্গাল মুরশিদ।
উঁচু মহলে আজ সার্থের ভিখারিদের বড় বেশি আনাগোনা।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কাশ্মীরে জিহাদীদের নিয়োগ চলছে , পাকিস্তান থেকে অনেক এসেছে ,আপনি আসবেন ? মজুরি ভালো। কাফির ভারতীয় সেনার দিকে মুখে কাপড় বেঁধে একঘন্টা পাথর ছুঁড়লে ৫০০ রুপী আর গ্রেনেড মারতে পারলে ১০০০ রুপী। মসজিদে থাকা খাওয়া ফ্রী।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আবোলতাবোল প্রলাপ বকাই আপনাদের প্রিয় কাজ। সেটা অতীত থেকেই জানতাম। নতুন করে জানানোর দরকার ছিলোনা।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

এম এ কাশেম বলেছেন: ওরা যে ভাতা পায়
তাই গুণ গায়।

দালাল সব।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: তাই হবে হয়তো

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

চিন্তার খোরাক বলেছেন: শুশিলরা ভারতের নুন খায় , গুন তো গাইতেই হ​য়

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আয়োডিনযুক্ত খোলা লবণ

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

মোঃ মাকছুদুর রহমান বলেছেন: ওদের গো মূত্র খাওয়ার জন্য ভারত পাঠানো দরকার!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

অরন্যে রোদন - ২ বলেছেন: কোন দেশই চায়না তার ভুখন্ডের দ্বিখন্ড হয়ে যাক। আজ কাশ্মীরে যা হচ্ছে তা পুরোটাই সাম্প্রদায়িক রসে সিক্ত। ওপার থেকে পাকিস্তান ক্রমাগতভাবে কাশ্মীরি মুসলিমদের ধর্মের ভিত্তিতে উসকানি দিয়ে চলেছে যেটি ভাওতাবাজি ছাড়া আর কিছু না। পাকিস্তান আজ কাশ্মীরিদের স্বাধীনতার স্বপ্ন দেখাচ্ছে, তারপর স্বাধীন হয়ে গেলে তার ওপর শক্ত করে চেপে বসবে এবং একসময় পাকিস্তানের সাথে মিশে যেতে বাধ্য করবে। তারপর কি হবে সেটা বর্তমান পাকিস্তানকে দেখলেই বোঝা যায়। দেখুন একটি স্বাধীন দেশ থেকে নির্দিষ্ট জনগোষ্ঠী আলাদা হয়ে যেতে চাইলেই তাকে স্বাধীনতা আন্দোলন বলে আখ্যায়িত করা ঠিক না। তাহেলে তো পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরাও স্বাধীনতা আন্দোলন করছে!!! কিন্তু না বাঙ্গালীরা পাকিন্তানের কাছ থেকে স্বাধীনতা চেয়েছিল কারন তার পিছে একটি অত্যন্ত সুনির্দিষ্ট ও মানবিক কারন ছিল। এবং সেই চাওয়া যে তাদের মোটেই ভুল ছিল না তা আজ ৪৫ বছর পর প্রমানিত। তাই যেকোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করাটা একপ্রকার ক্ষমাহীন অপরাধ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ভাই একসময় এ কথাগুলি আমাদেরও বলা হতো
ভারত আমাদের স্বাধীনতার জন্য উস্কানি দিচ্ছে, তারপর স্বাধীন হয়ে গেলে আমাদের উপর চেপে বসবে এবং একসময় ভারতের সাথে মিশে যেতে বাধ্য করবে।

আসলে ভাই কাশ্মীর স্বাধীন হলেই বুঝা যাবে কাশ্মীরের নির্যাতিত মানুষদের একটা স্বাধীন রাষ্ট্র কত দরকার ছিল।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

নোমান প্রধান বলেছেন: পা চাটাদের কথা শুনলে নিজের লজ্জা লাগে

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হ্যাঁ ভাই

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: কাশ্মিরের শান্তি কামনা করি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: সারা পৃথিবীর সবাই শান্তিতে থাকুক এবং অন্যকে শান্তিতে থাকতে দিক।
গড়ে উঠুক শান্তিময় পৃথিবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.