নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের পথে...

আকবর উদ্দীন ভূঁঞা

আমি আমার মত

আকবর উদ্দীন ভূঁঞা › বিস্তারিত পোস্টঃ

এর দায় আমাদের!

১৮ ই মে, ২০২১ রাত ৮:০১


দোষ দিবেন কাকে? ইসরাইলকে? আমেরিকাকে? নাকি পুরো অমুসলিম দুনিয়াকে?

আমি যদি বলি এর দায় আমাদের! এর দায় আমাদের পূর্ববর্তীদের যারা জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে নিজেদের গুটিয়ে নিছিলো!
অবাক হলেন? আপনি যদি একহাজার বছর আগের দিকে তাকান, তখন যত আবিস্কার হয়েছে
যেমন এলজেবরা বলেন, এলগরিদম বলেন বা বায়লজি জগতের বিভিন্ন আবিষ্কারের কথা বলেন
দেখবেন এইসব আবিষ্কারের নাম গুলো এরাবিক। আবার যদি আকাশের দিকে তাকান তাহলে দেখবেন দুই তৃতীয় অংশ তারার নামও এরাবিক। এর কারন কি! কারন এই আবিষ্কার গুলো যারা করেছন তারা ছিল মুসলিম।
তারা আকাশ নিয়ে গবেষণা করেছে, তার গনিত নিয়ে গবেষণা করেছ, তারা বিজ্ঞানের অন্য শাখা গুলো নিয়েও গবেষণা করেছে, আবার নিজেদের জীবন বিধান হিসাবে ইসলামও পালন করেছে।
তখন তারা অল্প সময়ে ইসলামকে একটা বড় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলো। সারা পৃথিবিও ইসলামকে সমিহ করেছে। কারন তারা জ্ঞানে-গুনে, বিচার-বুদ্ধিতে সবার থেকে উপরে ছিল।

এবার যদি বর্তমানে ফিরে আসি, বিজ্ঞান বলেন আর জাগতিক যেকোনো বিষয় বলেন আমরা বা আমাদের নেতারা এগুলোকে ধর্মের বিপরীতে দাড় করাতে বেশ সফল।
তাইতো আমরা বোমার বিপোরীতে তাদেরই গড়া কোন মধ্যমে স্ট্যাটাস লিখি অথবা হ্যাসট্যাগ চালাচালি করে নিজেদের ইমানের জানান দেই!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২১ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:




দায়টা আপনার, মনে হচ্ছে!

১৮ ই মে, ২০২১ রাত ৮:২১

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: যাক অন্তত কিছু মনে হয়েছে।

২| ১৮ ই মে, ২০২১ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি এলজাব্রাতে কেমন?

১৮ ই মে, ২০২১ রাত ৯:৪৫

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: একদমই কাঁচা

৩| ১৮ ই মে, ২০২১ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন: একদমই কাঁচা

-প্রঝ্নফাঁস করার দরকার হয়েছিলো?

১৮ ই মে, ২০২১ রাত ১০:১৪

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: না!

৪| ১৮ ই মে, ২০২১ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ফিলিস্তিনের পাশে দাড়ানোটা ধর্মের ভিত্তিতে নয়, মানবিকতার ভিত্তিতে হওয়া প্রয়োজন। মানবিকতা জগতের সবচেয়ে বড় গুন। এখন, ফিলিস্তিনের বড় দরকার সেটা। কে দেখাচ্ছে সেটা বিবেচ্য নয়। মানবিকতা জগতের সবচেয়ে বড় গুন।

১৯ শে মে, ২০২১ সকাল ১০:১৬

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: সহমত

৫| ১৯ শে মে, ২০২১ রাত ৩:২৩

কামাল১৮ বলেছেন: ফিলিস্তিনিরা জাতি হিসাবে ভালো ছিল।কিছু দুষ্ট চক্রের পাল্লায় পড়ে তাদের আম ছালা দুই গেছে।কাশ্মীরিদের একই অবস্থা।

১৯ শে মে, ২০২১ সকাল ১০:১৬

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.