নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর আত্মার সন্ধানে...

বাংলাদেশের রাজনীতি হলো একটা দু'মুখো সাপ, যে দিকে যাবেন সেদিক থেকেই কামড়াবে।

অদৃশ্য বালক

অদৃশ্য হলেও আমি আপনাদের মাঝেই আছি।

অদৃশ্য বালক › বিস্তারিত পোস্টঃ

মোবাইল কিনতে মন্ত্রী-সচিবদের ৭৫ হাজার টাকা!!!

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরা মোবাইল ফোন সেট কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। এত দিন এ জন্য তাঁরা ১৫ হাজার টাকা করে পেতেন। এ ছাড়া তাঁদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকার থেকে দেওয়া হবে। এই সুবিধা রেখে সরকারি টেলিফোন, সেলুলার, সেট ও ইন্টারনেট নীতিমালা-২০১৮–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এই সব বিষয়ে বেশি কথা না বলাই ভালো। তার পরেও পোষ্ট করলাম এই ভেবে যে সবার বিষয়টা জেনে রাখা ভালো।

বিস্তারিত এইখানে
মন্ত্রী–সচিবদের ফোন ব্যবহারে থাকছে না নির্ধারিত সীমা

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দেশটাই এরা গিলে খাবে! :(

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০২

অদৃশ্য বালক বলেছেন: আপনার কি ধারণা এখনো খাওয়া বাকি আছে??? :(

২| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩

ভুয়া মফিজ বলেছেন: ভালোই তো, মন্ত্রীরা এখন টাকার বিনিময়ে তাদের মোবাইল অন্যদেরকে ব্যবহার করতে দিতে পারবে। টাকা ইনকামের আরও একটা রাস্তা হলো। ভালো না!! ;)

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬

অদৃশ্য বালক বলেছেন: আচ্ছা কেউ যদি ৭৫০০০ টাকা দিয়ে মোবাইল কিনে, ৬মাস পরে বলে তার মোবাইল নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে তবে তাকে কি আবার নতুন মোবাইল কিনতে টাকা দেওয়া হবে? এ বিষয়ে কিন্তু কিছু বলে নাই।

৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৫৭

কাইকর বলেছেন: ভাই কিছু করার নেই।দেশটা এখন তাদের হাতে

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:১১

অদৃশ্য বালক বলেছেন: কে বলছে কিছু করার নাই??? আপনি যথা সময়ে আয়কর দিয়ে মন্ত্রী-সচিবদের মোবাইল কেনার টাকা এবং বিল পরিশোধ করুন। X( X( X(

৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০২

জাতির বোঝা বলেছেন: গাধার বাচ্চাদের কাজ কারবার দেখলে রাগে গা জ্বলে যায়। আর কত খাবি হারাম খোর!

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

অদৃশ্য বালক বলেছেন: আন লিমিটেড খাবে, খরবটা ভালো ভাবে পড়েন নাই???

*** এ ছাড়া তাঁদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকার থেকে দেওয়া হবে।

৫| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:১৭

ভুয়া মফিজ বলেছেন: কেউ যদি ৭৫০০০ টাকা দিয়ে মোবাইল কিনে, ৬মাস পরে বলে তার মোবাইল নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে তবে তাকে কি আবার নতুন মোবাইল কিনতে টাকা দেওয়া হবে? অবশ্যই দেয়া হবে। দেশ, দেশের মানুষ সবই যেখানে হারায়, সেখানে মোবাইল হারানো দোষের কিছু না :)। তাছাড়া, ইচ্ছা করে তো হারায় নাই!!!

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

অদৃশ্য বালক বলেছেন: হুম ঠিক বলছেন। আমার তো মনে হয় আরো কিছু টাকা বাড়িয়ে দেওয়া উচিত কারন সে শুধু মোবাইলই হারায়নি সাথে অনেক মূল্যবান ছবি, ভিডিও অন্যান্য ডাটা হারিয়েছে। সহানুভূতি স্বরূপ কিছু টাকা বাড়িয়ে দিলে তার কিছুটা কষ্ট লাঘব হবে। B-) B-) B-)

৬| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

কামরুননাহার কলি বলেছেন: খেতে দেন খেতে দেন তাদের। তাদেরিই তো দেশ এখন আমারা জনগণ হলাম উড়ে আসা জুড়ে বসার মতো। যে দেশের গরিবেরা খেতে পারে না ভালো ভাবে দু’মুঠো দু’বেলা ভাত । আর সে দেশের এমপি মন্ত্ররীরা কোটি টাকার কালো গ্লাস লাগানো গাড়ি ৭৫০০০ টাকার মোবাইল। আর কত দিন পর শুনতে হবে তাদের জন্য আমেরিকা থেকে বড় ডিজাইনারদের দিয়ে পোশাকও ডিজাইন করে ওর্ডার করছে।

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

অদৃশ্য বালক বলেছেন: আপনি তো পোষ্ট দিলেন প্রধানমন্ত্রী হতে চান। তা আপনিই বলেন প্রধানমন্ত্রী হলে আপনি কি কি সুবিধা দিতে চান।

আপনার এই প্রস্তাব খারাপ না ( আর কত দিন পর শুনতে হবে তাদের জন্য আমেরিকা থেকে বড় ডিজাইনারদের দিয়ে পোশাকও ডিজাইন করে ওর্ডার করছে। )

৭| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: '৭৫ হাজারের নীচে ভালোমানের অ্যানড্রয়েড ফোন পাওয়া যায় না।’
মন্ত্রীপরিষদ সচিবের এই বক্তব্যে আমি একমত

আপনি?

জিনিসপত্রের দাম বেড়েছে বলে সরকারের সমালোচনা করছেন কেন! কোনো সরকার কি কাঁচাবাজারে মাংস, তেল, পিয়াজ এসব বা দুপুর থেকে ইফতার বিক্রি করে ? সব কাজ সরকারের না। সরকারের মূল কাজ হলো, সবাই যে সরকার না, মনে করিয়ে দেওয়ার এই চর্চাটা অব্যাহত রাখা।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

অদৃশ্য বালক বলেছেন: রাজীব ভাই এখন মনে হচ্ছে বড় অন্যায় হয়েছে তাদের সাথে। অন্তত একটা আই ফোন কেনার টাকা দেওয়া উচিত ছিলো।
আমিতো ভাবছি অন্য কথা, এই যে সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের সংসারে আগুন লাগালো তার প্রতিকার কে দেবে? এখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের বউ-বাচ্চারা এমন দামি মোবাইল চাইলে তারা টাকাটা কোথায় পাবে? উচিত ছিলো তাদের পরিবারের সবার জন্য বরাদ্দ দেওয়া। এখন আর কি করা??? বউ-বাচ্চার মোবাইলের টাকার জন্য আবার তাদের অবৈধ পথে টাকাটা যোগার করতে হবে।

কি বলেন রাজীব ভাই সংসারতো টিকাইতে হবে নাকি????

৮| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৫

ঢাবিয়ান বলেছেন: শুধু কি এটুকুই ?
নির্বাচনী বছর ....
সরকার সচিবদের ৩০ লাখ করে দিচ্ছেন গাড়ি কেনার জন্য
১৪০০ সচিব পর্যায়ের অফিসার এই সুযোগ পাবেন !!

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:১১

অদৃশ্য বালক বলেছেন: আপনি তো আরো সুখবর দিলেন!!!

৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:১২

করুণাধারা বলেছেন: এমন খবর তো আগেও দেখেছি, দেখি কি লাভ। তারচেয়ে বাজারে বেগুনের দাম কমলো কিনা তাই দেখি।
দেখুন এমন একটি খবর Click This Link

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

অদৃশ্য বালক বলেছেন: হুমম দেখলাম। ঐটা ২০১৭ সালের নিউজ, যদিও তখন কোন জাতীয় দৈনিকে আমার চোখে পড়েনি।

বেগুন খাওয়া ছেড়েদিলেই বেগুনের দাম কমবে মনে হয়।

১০| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৭৫ হাজার নয় ৫০ হাজার

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫১

অদৃশ্য বালক বলেছেন: কি বলেন??? আপনি দেখি বাজেট আরো কমাতে চাচ্ছেন!!! প্রথম আলোর লিঙ্ক তো দিয়ে দিলাম উপরে, সেখানে তো ৭৫০০০ টাকার কথাই বলা আছে।

১১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫

শামচুল হক বলেছেন: ১৫হাজার টাকা দামের মোবাইল মন্ত্রীদের পকেটে রাখাটা মানসম্মানের ব্যপার কারণ বস্তির পোলাপানো ১ লাখ টাকার মোবাইল চালায়।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৯

অদৃশ্য বালক বলেছেন: অতএব, বাজেট বাড়ানো হোক।

১২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

আবু তালেব শেখ বলেছেন: চালাইয়া যাও আমরা শুধুই নীরব দর্শক

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩১

অদৃশ্য বালক বলেছেন: কয়দিন পরে দর্শক ও থাকতে পারবো কিনা সন্দেহ!!! এখন হাত-পা বাধা, কয়েকদিন পরে চোখও বাধা পড়বে।

১৩| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩

সনেট কবি বলেছেন: কথা ঐ একটা, আমার বলার কিছু ছিল না।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩

অদৃশ্য বালক বলেছেন: কি যে বলেন? আপনি কবি মানুষ। সনেটের ছন্দ মিলেয় অনেক কিছুই বলতে পারেন।

১৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইলে এবার আমার কাটিংটা দেখেন

২২ শে মে, ২০১৮ সকাল ১০:১০

অদৃশ্য বালক বলেছেন: হুম দেখলাম, কিন্তু এটা কোন পত্রিকার? বরং আমি আপনাকে আরো কয়েকটা লিঙ্ক দেই যেখানে ৭৫০০০ টাকাই বলা আছে।

The Daily Ittefaq

মোবাইল ফোন কিনতে মন্ত্রী-সচিবরা পাবেন ৭৫০০০ টাকা

মন্ত্রী-সচিবরা ফোন ব্যবহারে পাবেন ৭৫০০০ টাকার

মোবাইল কিনতে মন্ত্রী-সচিবরা পাবেন ৭৫,০০০ টাকা

১৫| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৪৮

হাঙ্গামা বলেছেন: না পাওয়ার বেদনা থেকে সবার গা জ্বালা শুরু হইছে মনে হইতেসে :D =p~

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৯

অদৃশ্য বালক বলেছেন: গা জ্বালার মতো কাজ করলে তো একটু জ্বলবেই। আপনার জ্বলে না?

১৬| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:০১

আকতার আর হোসাইন বলেছেন: ওদিকে সন্তান হারা মা ভিখ মাগছে বনে বাদারে ঘুরে...

বাবা মাকে হারিয়ে ছোট্ট শিশুটি পেট এর জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে... অতঃপর টোকাই বনে গিয়েছে পেটের দায়ে...

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০২

অদৃশ্য বালক বলেছেন: :( :( :( :( :( :( :(

১৭| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোটি টাকার মোবাইল দেয়া দরকার। কারণ ফুটানী তো দেখানো লাগবো।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০৩

অদৃশ্য বালক বলেছেন: হুমম ফুটানি দেখাইতে দেখাইতে নিজেরাই কবে ফুটে যাবে তা নিয়ে কেউ ভাবে না।

১৮| ২২ শে মে, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই এখন মনে হচ্ছে বড় অন্যায় হয়েছে তাদের সাথে। অন্তত একটা আই ফোন কেনার টাকা দেওয়া উচিত ছিলো।
আমিতো ভাবছি অন্য কথা, এই যে সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের সংসারে আগুন লাগালো তার প্রতিকার কে দেবে? এখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের বউ-বাচ্চারা এমন দামি মোবাইল চাইলে তারা টাকাটা কোথায় পাবে? উচিত ছিলো তাদের পরিবারের সবার জন্য বরাদ্দ দেওয়া। এখন আর কি করা??? বউ-বাচ্চার মোবাইলের টাকার জন্য আবার তাদের অবৈধ পথে টাকাটা যোগার করতে হবে।

কি বলেন রাজীব ভাই সংসারতো টিকাইতে হবে নাকি????

সুন্দরভাবে মন্তব্যের উত্তর দিয়েছেন।
সংসার টিকিয়ে রাখার জন্য মানুষকে কত কি করতে হয়।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪

অদৃশ্য বালক বলেছেন: যথাযথ বলছেন, সংসার টিকিয়ে রাখার জন্য মানুষকে কত কি করতে হয়।

১৯| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

হাঙ্গামা বলেছেন: জ্বলে না মানে?
কোনদিন যদি সুযোগ হয় তাহলে ঐ ৭৫ হাজার টাকার মোবাইল আছড়াইয়া ভাংমু। কসম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.