![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাগপাইহোস্ট ডট কম প্রচারণার অংশ হিসাবে সামু'র সম্মানীত ব্লগারদের (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) প্রথম বছরের জন্য ফ্রী ডোমেইন এবং হোস্টিং অফার করছে-
৫০০এমবি স্টোরেজ
৫জিবি ব্যান্ডউডথ
সিপ্যানেল কন্ট্রোল প্যানেল
সার্ভার লোকেশন: জার্মানী
+
একটি .বিজ ডোমেইন (ফ্রী) (কন্ট্রোল প্যানেল সহ)।
(আপনি চাইলে .বিজ এর পরিবর্তে
১৫৫টাকা যোগ করে একটি .নেট বা .অর্গ অথবা
৪৩৫টাকা যোগ করে একটি .কম ডোমেইন নিতে পারেন।)
নোটস-
১. প্রথম ৪০ জন এই সুবিধা পাবেন।
২. বছরপ্রতি নবায়ন খরচ: ইউএসডি১২ এর সমান দেশী টাকা।
৩. একজন ব্লগার কেবলমাত্র একটি ফ্রী অর্ডার করতে পারবেন।
কিভাবে পাবেন-
এই লিঙ্ক থেকে অর্ডার দিয়ে অর্ডার নাম্বারটি এখানে পোষ্ট করুন। যত দ্রুত সম্ভব অর্ডার একটিভ করা হবে
আপডেট: ২৮/১১/২০১৩
সকল অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানিয়ে এই প্রোমশনাল অফারটি'র সমাপ্তি ঘোষনা করছি।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭
অডি বলেছেন: অবশ্যই। অর্ডার দিয়ে একটা রিপ্লে দিন প্লীজ।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯
অডি বলেছেন: অডার লিঙ্ক- Click This Link
২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩
মৈত্রী বলেছেন:
2959231439
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১০
অডি বলেছেন: ধন্যবাদ। কিন্তু আপনিতো হোস্টিং মাসিক প্যাকেজ অর্ডার করেছেন। দয়া করে ইয়ারলি অপশন চুজ আবার অর্ডার করুন।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
অডি বলেছেন: ভূল অর্ডারটি বাতিল করে আপনার একাউন্টে নতুন অর্ডার ক্রিয়েট করে একটিভ করে দিয়েছি। ভাল থাকবেন।
৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
মাহমুদ তূর্য বলেছেন: আপনাদের লিঙ্ক এ অর্ডার দিতে পারছি না। FusionInternational.biz এ ডোমেনটা প্রয়োজন। আমার মেইল আইডি [email protected]
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫
অডি বলেছেন: কি সমস্যা হচ্ছে বিস্তারিত বলুন প্লীজ। ডোমেইন রেজিষ্ট্রশনের জন্য কিছু কনফেডেনশিয়াল তথ্য প্রয়োজন হয় তাই অর্ডারটি নিজেই প্লেস করা উচিত।
৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭
অদ্ভূত একজন বলেছেন:
mail: [email protected]
Order No: 7021517417
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮
অডি বলেছেন: আপনিতো শুধু ডোমেইন অর্ডার প্লেস করেছেন। দয়া করে পুনরায় অর্ডার কুরুন হোস্টিং সহ। ভাল থাকবেন।
৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৫
দা ডার্ক নাইট বলেছেন: Hello bro, Waiting for the activation - 2480204382
[email protected]
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৬
অডি বলেছেন: একটিভেটেড। ভাল থাকবেন।
৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৮
habib_drsr বলেছেন: অপেক্ষায় রইলাম আর সাথে ধন্যবাদ.......
-1049639237-
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩২
অডি বলেছেন: সক্রিয় করা হয়েছে। আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৬
প্রীতম কুমার দাস বলেছেন: amar activation no 4545765812 mail.is [email protected]
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪
অডি বলেছেন: আপনিতো হোস্টিং মাসিক প্যাকেজ অর্ডার করেছেন। দয়া করে ইয়ারলি অপশন চুজ আবার অর্ডার করুন।
৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
টু-ইমদাদ বলেছেন: আমার আদেশ নং- 2535787397
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
অডি বলেছেন: আপনিতো শুধু ডোমেইন অর্ডার প্লেস করেছেন। দয়া করে পুনরায় অর্ডার করুন হোস্টিং সহ। ভাল থাকবেন।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
অডি বলেছেন: হোস্টিং+ডোমেইন অর্ডার লিঙ্ক-
Click This Link
৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
টু-ইমদাদ বলেছেন: এবার হয়েছে কিনা , আদেশ নং-4326398968
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
অডি বলেছেন: ধন্যবাদ, সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
১০| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
টু-ইমদাদ বলেছেন: http://www.dayee.biz
https://magpiehost.com/cart.php?a=complete
১১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
টু-ইমদাদ বলেছেন: ধন্যবাদ . .
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
অডি বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
১২| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মাহমুদ তূর্য বলেছেন: Order Number: 2138477666
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে।
১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ব্লগার ভাই বলেছেন: আমার আদেশ নং 7718755327
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
nafihnn বলেছেন: আপনার আদেশ নম্বর হল: 5206279618
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
১৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
সরোয়ার১৯৭৮ বলেছেন: ফ্রি ডোমেইন এবং হোস্টিং এর জন্য ১টা অর্ডার করেছি
১৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
সরোয়ার১৯৭৮ বলেছেন: আপনার আদেশ নম্বর হল: 6590764428
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। কেমন চলছে আপনার দোয়েল? ভাল থাকবেন।
১৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
মাহমুদ তূর্য বলেছেন: thanks for your activation. contact with you next year for renewal. hope get better service.
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০
অডি বলেছেন: You are most welcome. We will do our best.
১৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
মো: আতিকুর রহমান বলেছেন: আপনার আদেশ নম্বর হল: 3551860934
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
১৯| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮
বাংলা মায়ের ছেলে বলেছেন: Order Number: 3160340779
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
২০| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
মুসাফির... বলেছেন: আদেশ নম্বর হল: 7776109887
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
২১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০
অনেকের মধ্যে একজন বলেছেন: order number
9921719406
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭
অডি বলেছেন: সাইন-আপ করার সময় আপনি ভ্যালিড ডিটেইলস ব্যবহার করেননি, তাই আপনার অর্ডার গ্রহন করতে পারছি না।
২২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২
অনেকের মধ্যে একজন বলেছেন: ভাই সেম ডিটেলসে হোস্টগেটর থেকে হোস্টিং আর গোডেডি থেকে ডোমেইন নেয়া আছে। কিন্তু এদের খরচ বেশী তাই অন্য ওয়েবসাইটে সিফট করব ভাবছি। তাই আপনার দেয়া সাইটে ট্রাই করতে চাচ্ছিলাম আপনাদের সার্ভিস চেক করা জন্য।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
অডি বলেছেন: দুঃখিত। তারপরও আমি এটা করতে পারব না।
আপনি চাইলে সঠিক তথ্য ব্যবহার করে নতুন অর্ডার প্লেস করতে পারেন।
২৩| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
ব্লগার ভাই বলেছেন: সাইটে আপনাদের কোন কন্টাক নাম্বার পেলাম। আপনাদের কন্টাক নাম্বারটা প্রয়োজন।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
অডি বলেছেন: আপাতত ফোন সাপোর্ট দিতে পারছি না। সকল প্রকার যোগাযোগ সাপোর্ট টিকেট অথবা ব্লগের মাধ্যমে করতে পারেন।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
অডি বলেছেন: আপনার টিকেট এর উত্তর দেয়া হয়েছে।
২৪| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই আমি একটা. net এর ডোমেইন নিতে চাচ্ছিলাম। যদি দিতে পারেন আপনার উল্লেখিত রেটে তাহলে নিতাম।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
অডি বলেছেন: আপনি যেহেতু অলরেডি এই প্রমোশন গ্রহণ করেছেন এখন আপনাকে .নেট ডোমেইন নিতে হলে বর্তমান প্রাইসে নিতে হবে, আর বর্তমান প্রাইস হল ৪২৬টাকা/ প্রথম বছর।
২৫| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২
বোকা মানব বলেছেন: আমার অর্ডার নাম্বার হলঃ 4890312762
দেখি ফ্রী অফার পাই কি না
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০
অডি বলেছেন: সাইন-আপ করার সময় আপনিও ভ্যালিড ডিটেইলস ব্যবহার করেননি, তাই আপনার অর্ডার গ্রহন করতে পারছি না।
২৬| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২
বোকা মানব বলেছেন: ভ্যালিড ডিটেইলস আপডেট করা হল। দেখি ফিডব্যাক কি
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
অডি বলেছেন: এই ঠিকানায়/ নামে চিঠি (কোড) পাঠালে আপনি পাবেন?
২৭| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
বোকা মানব বলেছেন: অবশ্যই
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
অডি বলেছেন: কিভাবে? পোস্টকোড আর ঠিকানাতো ম্যাচ করে নাই।
২৮| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
বোকা মানব বলেছেন: আর একটা জিনিস, ৫০০ মেগাবাইট হোস্টিং এর জন্য ৭৮ টাকা প্রতি মাস দামটা একটু বেশি হয়ে গেল না? এটা কি ভবিষ্যতে কমার কোন সম্ভাবনা আছে?
নেক্সট বছর থেকে .বিজ রিনিউ করতে কত টাকা দিতে হবে?
একাউন্টে এড অন ডোমেইন এড করা যাবে কয়টা? জানালে ভাল হত।
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
অডি বলেছেন: ফিউচারে সম্ভব হলে কমাবো।
নেক্সট বছর, হোস্টিং+ডোমেইন রিনিউ করতে খরচ পড়বে ইউএসডি১২।
এডঅন ডোমেইন- ১০
আরও বিস্তারিত- Click This Link
২৯| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
বোকা মানব বলেছেন: ভাই ঠিকানাতে পোষ্ট কোড না লিখে প্রথম এড্রেস লাইন লিখে দিলেই চিঠি বাক্সে চিঠি চলে আসে, কখনও পোষ্ট কোড কোথাও লিখি নাই, তাই পোষ্ট কোড জানার দরকারও হয় নাই।
ফ্রীতে দিবেন না ঠিকাছে, কিন্ত শুধু ৫০০ মেগাবাইট হোস্টিং প্লান দাম কমানোর সম্ভাবনা আছে নাকি সেইটা বলেন।
godaddy এর ১.৯৯ ডলারে একটা ডোমেইন কিনছি। কিন্তু আমার হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে কেনা একাউন্ট ৩ টার বেশি এড অন ডোমেইন সাপোর্ট করে না। তাই প্রবলেমে আছি। কোন কম দামী প্যাকেজ থাকলে জানান।
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
অডি বলেছেন: দুঃখিত। আপনি আপনার ডিটেইলস ভূল লিখলে, আমি কি করে আপনার সম্পর্কে নিশ্চিত হব।
ফ্রীতে কেন দিবনা? ফ্রীতেই তো দিব। আমাকে শুধু নিশ্চিত হতে সাহায্য করুন যে আপনি ঝুকিপূর্ন নন।
গোডেডি থেকে ডোমেইন কিনার সুবিধা/ অসুবিধা আমি বুঝি। আপনি হয়তো সুবিধাগুলো এখন বুঝছেন। অসুবিধা গুলি পরে নিশ্চয় বুঝবেন। কিন্তু আমিতো গোডেডি না।
যাই হোক, আপনার জন্য আমার পরামর্শ- যেহেতু আপনি একটি হোস্টিং প্রোভাইডারের সাথে অলরেডী আছেন আর একমাত্র সমস্যা হল লিমিটেড এডঅন ডোমেইন ফীচার তাই আপনার উচিত বর্তমান প্রোভাইডারের সাথে যোগাযোগ করে এডঅন ডোমেইন বাড়িয়ে নেওয়া এবং তাদের সাথেই থাকা। [যদি আর অন্য কোন সমস্যা না থাকে]
৩০| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
বোকা মানব বলেছেন: ও, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ রিপ্লাই এর জন্য। আসলে ৫০০ মেগাবাইটের জন্যে আপনার প্রাইসটা অনেক বেশিই হয়ে যায়। আমার প্রোভাইডার আমারে ১০ জিবি স্পেস আর ১০০ জিবি ব্যান্ডউইডথ দেয় মাত্র ১০০০ টাকা প্রতি বছরে। সমস্যা একটাই, এড অন ডোমেইন মাত্র ৩ টা
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
অডি বলেছেন: হুমম। আপনার হতাশা বুঝতে পারছি।
কিন্তু কি করব বলুন- ফলস প্রমিজ বিক্রি করি না নিজের ক্যাপাসিটি বাড়িয়েও বলিনা।
আপনার প্রয়োজনটা শুধু হোস্টিং, তাই না?
আর এই অফারটা হল ডোমেইন+হোস্টিং এর। তাই ১২ইউএসডি প্রাইসটা অনেক অনেক রিসনএবল।
বর্তমানে আমার আর কোন হোস্টিং প্যাকেজ নেই। তবে আপনি আপনার চাহিদা এবং/ অথবা বাজেট বললে আমি আপনাকে একটা কাস্টম কোটেশন দিতে পারব।
ভাল থাকবেন।
৩১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
অনেকের মধ্যে একজন বলেছেন: order number: 4673356626
৩২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
অপার্থিব ছায়া বলেছেন: Order Number: 4856552034
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
৩৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
অপার্থিব ছায়া বলেছেন: ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০
অডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।
৩৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
অনেকের মধ্যে একজন বলেছেন: amar tar ki somossa jodi bolten?
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬
অডি বলেছেন: আপনিতো ঠিকানার ঘরে শুধু থানা'র নাম লিখে রাখছেন।
৩৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
অনেকের মধ্যে একজন বলেছেন: amar adress niye doubt thakle chithi patan ami as soon as posible reply korbo..
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯
অডি বলেছেন: আগে ঠিকানাটা আপডেট করুন, তারপর আবার দেখব।
৩৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
অনেকের মধ্যে একজন বলেছেন: update korei toh notun order dilam. Ebar toh shob e valid tahole na korar karon ta ki?
৩৭| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০
অনেকের মধ্যে একজন বলেছেন: sorry vaiya amar e vhul hoicilo. Ekhon adress update korlam. Asha kori ebar hobe..
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
অডি বলেছেন: দুঃখিত, বাসা/ সড়ক নাম/ নাম্বার নেই।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
৩৮| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
প্রশান্ত মন বলেছেন: order number: 9413328088
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
৩৯| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: আপনার আদেশ নম্বর হল: 8549298352
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
অডি বলেছেন: আপনিতো শুধু হোস্টিং অর্ডার করেছেন এক মাসের জন্য। আপনার কি ডোমেইন প্রয়োজন নেই?
৪০| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
সদয় খান বলেছেন: Order no: 7210414171
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
৪১| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭
অনেকের মধ্যে একজন বলেছেন: order number cilo: 4673356626
Full adress updated
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
অডি বলেছেন: আপনার পোস্টের ৮ মিনিট আগে আপনার অর্ডার সক্রিয় করা হয়েছে।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
অডি বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৪২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
অনেকের মধ্যে একজন বলেছেন: ধন্যবাদ। সার্ভিস ভাল পেলে আপনাদের সাথেই থাকবো।
একটা প্রশ্নঃ ডিএনএস পরিবর্তন করে অন্য ওয়েব সার্ভারে ডোমেইন পার্ক করতে পারবো? যেমনঃ হোস্টগেটর অথবা গুগলের ব্লগারে?
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫৮
অডি বলেছেন: প্রশ্নের জন্য ধন্যবাদ।
অনেকের মধ্যে একজন বলেছেন: ধন্যবাদ। সার্ভিস ভাল পেলে আপনাদের সাথেই থাকবো।
আমার উত্তর: আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করি ভাল হলে থাকবেন আর খারাপ হলে জানাবেন, সুযোগ দিবেন তারপর সংশোধন না আসলে যে হোস্ট আপনার চাহিদা ফিট করে তাদের সাথে চলে যাবেন।
অনেকের মধ্যে একজন বলেছেন: ডিএনএস পরিবর্তন করে অন্য ওয়েব সার্ভারে ডোমেইন পার্ক করতে পারবো? যেমনঃ হোস্টগেটর অথবা গুগলের ব্লগারে?
আমার উত্তর: নেমসার্ভার পরিবর্তন করতে পারবেন এবং চাইলে আমাদের দেয়া ফ্রী ডোমেইনটি টাকা দিয়ে কিনা ডোমেইনএর মতই অন্য হোস্ট এর সাথে হোস্টও করতে পারবেন। কিন্তু আমরা চাই আমাদের হোস্ট ব্যবহার করুন এবং সমস্যা হলে বলুন। যাতে করে আমরা সার্ভিস ইমপ্রুভ করতে পারি।
আর গুগল ব্লগে যেতে হলে নেমসার্ভার পরিবর্তন নয়, ডিএনএস জোন এ প্রয়োজনীয় রেকর্ড যোগ করতে হবে। যা আপনি সিপ্যানেল থেকে করতে পারবেন।
আরও কোন প্রশ্ন থাকলে জানাবেন।
৪৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
nafihnn বলেছেন: Softaculous script গুলো নেই যে ? থাকলে ভাল হত। পাব কি ?
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৩
অডি বলেছেন: দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ। আমি বিষয়টা দেখে জানাব।
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
অডি বলেছেন: এটা চালু করা হয়েছে। দৃষ্টি আকর্ষণের জন্য আবারো ধন্যবাদ।
৪৪| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
আলোর যাত্রী বলেছেন: ভাই, আমার আদেশ নম্বর হল: 4445095295
২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
অডি বলেছেন: ধন্যবাদ। সক্রিয় করা হয়েছে। ভাল থাকবেন।
৪৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
অডি বলেছেন: সকল অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানিয়ে এই প্রোমশনাল অফারটি'র সমাপ্তি ঘোষনা করছি।
৪৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
গেন্না বয় বলেছেন: ভাই, আমার একটা দরকার ছিল। এখন কি কোন ভাবেই সম্ভব না ?
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১
অডি বলেছেন: সরি ভাই।
তবে আর কিছু দিনের মধ্যেই নতুন প্রমোশন নিয়ে আসার ইচ্ছা আছে। স্টে টিউনড।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
এহসান সাবির বলেছেন: আমি একটা চাই।