নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

সপ্তমীর মণ্ডপ

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৩


সেদিন সপ্তমীর মণ্ডপ ঘুরে ঘুরে মনে হলো
ভুল হয়ে গেছে, নিদারুণ এক ভুল হয়ে গেছে,
সাড়ে সাতশো বছর আগে যে রকম প্রচণ্ড ভুল
গুহামানবীর মাংসল বুক খুবলে খেয়েছিলো
নাগরিক চিতাবাঘ, তার উরুর মাংসের সাথে
লেগে থাকা রক্তক্ষরণের মতো বেহিসাবি রাত…
কিছু ভুল ছাই করে লুকিয়ে রাখা গেলে তারপর
সাড়ে সাতশো বছর পরের মণ্ডপে মণ্ডপে
আরো কিছু প্রেম তোমার ব্রা'র হুকে হুকে
গুঁজে দিয়ে নির্ভার হয়ে যেতো পর্বতবাসী মন
এই সপ্তমীর মণ্ডপ, নিদারুণ ভুল হয়ে গেছে।

কিছু অনুতপ্ত নাগরিক ভুল গায়ে জড়িয়ে রেখে
প্রতি সপ্তমীর মণ্ডপে মণ্ডপে তুমি ঘুরো, আমিও
ঘোসালডাঙা, পাথরঘাটা হয়ে জেমসন হলের
মণ্ডপে এসে ঝিরাই। বিসমিল্লাহতে গিয়ে লেবু-
পুদিনা লেমনেড খাই, শরীর-মন ক্লান্ত হয়ে এলে
হেঁটে হেঁটে বাসায় ফিরি। সাড়ে সাতশো বছর
আগে যখন বিসমিল্লাহ ছিলো না, তখনও আমরা
সপ্তমীর রাতে মণ্ডপে মণ্ডপে হেঁটে বেড়াতাম।

তোমার ব্রা'র হুকে কিছু ভালোবাসা গুঁজে দেওয়া
গেলে আমাদের শরীরে আর ক্লান্তি হতো না,
ভালোবাসাহীন এই সাড়ে সাতশো বছর মণ্ডপে
মণ্ডপে ঘুরে আমার মনে হলো, ভুল হয়ে গেছে...
এই সপ্তমীর মণ্ডপ, নিদারুণ ভুল হয়ে যায়!

২৮ অক্টোবর, '১৫। হেমন্তের রাত।
খুলশি, চট্টগ্রাম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা পাঠ করলাম।

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৮

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

২| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৩

নীল আকাশ বলেছেন: কবিতা ভালো লেগেছে। তবে মেয়েদের অন্তর্বাসের নাম বার বার না আনলেও কবিতাটা ভালো লাগতো। কবিতার থীম দারুণ।
আমার ব্লগবাড়ীতে ঘুরে যাবার আমন্ত্রন দিয়ে গেলাম।
শুভ সকাল।

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৯

অনন্ত আরফাত বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.