নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

অনুসূচনা

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৫



একদিন আমার কিংবা তাদের মতন তুমিও
চুপসে ছাই হয়ে যাবে, ওই অনাগত ভোর,
ওইখানে কিছু দীর্ঘশ্বাসের অভিশাপ আর
লাল-নীল কিছু ছেলে ভুলানো ফানুশ শুধু…

অথচ, তোমার মতন বিশ্বাসী আমিও ছিলাম!
তোমার মতন ওই লাল-নীল ফুল ফুল ঘ্রাণ
আমিও শুঁকতাম কোনো এক সুদুর বিকেলে,
কোনো এক বিশ্বাসী বারুদ ছাই করে দিলো
এক সমুদ্র উথালপাতাল মানবিক আবেগ।

এই দেখো, আজ এইখানে অভয়মিত্র ঘাটে
কিছু পোড় খাওয়া সিগারেট-চা এর ফাঁকে
কাটিয়ে দিলাম আবছায়া কিছু অন্ধকার,
এরকম কত অসংখ্য আবছায়া অন্ধকার
আমরা কাটিয়েছি ওই স্বপ্নখেকোর ঘোরে…

আমাদের মতন তোমাদের ভালোবাসাগুলোও
কোন একদিন অজান্তে বেচা-বিক্রি হয়ে গেলে
সিগারেট সমেত এই অভয়মিত্র ঘাটে এসো।

৬ নভেম্বর, ’১৫। হেমন্তের রাত।
অভয়মিত্র ঘাট, চট্টগ্রাম।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

অনন্ত আরফাত বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই।

২| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

সাইন বোর্ড বলেছেন: কবিতা ভাল লাগল ।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো একটা স্নিগ্ধ কবিতা।

০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

অনন্ত আরফাত বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.