নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

বিকেলের মতো

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৯



তার মতন কিছু উড়নচণ্ডী হলুদ হলুদ বিকেল
আমাদের ব্যালকনিতে এসে বসে প্রতিদিন
তারও তো হলুদ গালে ছোট ছোট টোল
বিকেলের মতন নরম নরম সবুজ দূর্বাঘাস…

আমার সন্ধ্যামালতির টব, সেও তার মতো।

বিকেলের চোখে ঘরে ফেরা পাখিদের রঙ
দুটো ছানা নীড়ে, পৃথিবীর দীর্ঘতম দূরত্ব
পার করে রাতের শয্যায় ফিরে বেচারা পাখি;
কোনো কোনো সন্ধ্যায় তারও নাকি পাখিদের মতন
আমার ব্যালকনিতে ফিরে আসতে ইচ্ছা করে…

সকালের রোদ্দুরে পড়ে পড়ে ঘুমাতে গিয়ে
বিকেলের সাথেও তার ঠিক মিলেনি কোনোদিন,
চন্দ্রমল্লিকার ঝাড়ে পাতা রঙ সাপ দেখে
একদিন বলেছিলো, ‘কি সুন্দর আঁকাবাঁকা লতা!”
সাপ বলে আর শুধরে দিইনি, ভুল ছিলো।

বিকেলের মতন তারও তো কাঁচাপাকা ভুল
উড়ন্ত শালিকের ঠোঁটে ছানার খাবারের মতন
পড়েও তো যায় মাঝে মাঝে, অভুক্ত ছানাগুলো
তবুও পরম নির্ভরতায় মা শালিকের ঠোঁট চুষে…

আমার একটু ভুল ছিলো, সাপ চিনিয়ে দিইনি।


১০ নভেম্বর, ’১৪ । ভোর ৫ টা।
খুলশি, চট্টগ্রাম।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

সোনালী ডানার চিল বলেছেন: কিছু চেনা শব্দের ব্যবহার আপনি এত দারুন সাজিয়েছেন,
কবিতা সেখানেই মনযোগের দাবী রাখছে-

কবিতার চিত্রকল্পটিও সাধারণ কিন্তু বৈচিত্রে অভিনব-

দারুন লিখেছেন কবি, শুভেচ্ছা রইল!

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০

অনন্ত আরফাত বলেছেন: আপনার জন্যেও ভালাবাসা। ধন্যবাদ জানবেন প্রিয়।

২| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৮

সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

অনন্ত আরফাত বলেছেন: ালোবাসা জানবেন।

৩| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৪

কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা কবি- শুভকামনা রইলো....

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.