নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

নীরু এবং আমার গল্প

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪১



নীরুর তেইশতম জন্মদিন পর্যন্ত আমি আর নীরু
একসঙ্গে কেক কেটেছিলাম,
ওই শেষবার; কাঞ্চনজঙ্গার নির্জন নিচে
একটা দক্ষিণমুখী হোটেলে মেঘ ছিলো,
দরজাটা খোলা রেখেই আমাদের শরীর
উপভোগ করেছিল ওই শিরশিরে বিকেল।

ওর উনিশতম জন্মদিন থেকে আমাদের
এই রকম একসঙ্গে কেক কাটা শুরু,
সেইবার কাঞ্চনজঙ্গার নিচে গিয়ে শেষ!
জানতাম এই রকমই হবে, মিল হচ্ছিলো না।
দেশে ফিরে লাইব্রেরি সাইন্সের একটা
স্কলারশিপ জোগাড় করেছিল ও,
তারপর কখন জানি মেলবোর্ন চলে গেলো…

নীরুর সাথে আমার আর দেখা হয়নি!

ফরেন অ্যাফেয়ার্সের চাকরিটা নিয়ে আমিও
এদেশ-ওদেশ করছিলাম বছর বছর...
অনেক বছর পর নীরুর চৌত্রিশতম জন্মদিনে
আমরা আবার একসঙ্গে কেক কেটেছিলাম!
অপালা আর আমার মেয়েটা
বড় হয়ে গেছে ততোদিনে, নীরুর দুটো...

এই মাসে আমি অস্ট্রেলিয়া ছাড়ছি…
জার্মান-বাংলাদেশ হাইকমিশনে চলে যাবো;
মেয়েটার জন্য অপালা নড়তে পারছে না
এই সেশনটা মা-মেয়ে নীরুদের পাশেই কাটিয়ে দিক।

সাতাশ নভেম্বর, নীরুর পঁয়ত্রিশতম জন্মদিন।


১২ নভেম্বর,'১৫। রাত ৪.৪০ টা।
খুলশি, চট্টগ্রাম।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

সাইন বোর্ড বলেছেন: সহজ কথায় কাব্যিক বর্ণনা, সুন্দর !

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

অনন্ত আরফাত বলেছেন: অনেক অনেক ভালোবাস জানবেন।

২| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

সোনালী ডানার চিল বলেছেন: কবিতা ভালো লেগেছে-

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

অনন্ত আরফাত বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানবেন প্রিয়।

৩| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: অনন্ত আরফাত,




চমৎকার হয়েছে কবিতা। ষ্টাইলটা সুন্দর।

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করে ভালো লাগলো।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.