নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

আমার না থাকা-রা

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩



এইসব বিমর্ষ ভাবাপন্ন পৃথিবীতে একদিন
আমি আর কোথাও থাকবো না, তবুও
পৃথিবীত্র গাঢ়তর নিয়মের মতন আমার
গল্প আর কবিতা থেকে যাবে। তোমার
চোখের কিনারে গিয়া দাঁড়াবে, জানাবে--
আমি ছিলাম। সুন্দরের মতন তোমার
অদ্ভুত চোখজোড়া ছেড়ে আমি আসলে
কোথাও চলে যাইনি, যাওয়া যায় না...

তবুও, এইসব চরাঞ্চলের শরীরে প্রতি
শীতে বসন্ত আসবে, আর উড়ে উড়ে
আসবে বৈকাল হাঁস। লালশির, নীলশির
আর হরিয়াল পাখির ডানায় উড়বে
আমার সেইসব বিষণ্ণ গল্প আর কবিতা,
যেইসব গান আমার আগে আর কেউ
তোমাদের শোনায়নি। মূলত, কখনোই
কেউ কাউকে শোনায় না--একটা ধূসর
রাজহাঁস কতো বিস্তীর্ণ দুঃখ চিরে চিরে
পরবর্তী হাওরের শরীরে এসে নামে...

মানুষের শরীরে দীর্ঘতম শীতকালগুলা
জম রেখে সেইসব লালশির, নীলশির
আর ধূসর রাজহাঁসগুলা আবার চলে
যায়, কোনো কোনোদিন অন্য কোনো
শীতের রাতে, আবার উড়ে উড়ে আসে,
কোনো কোনো শীতে আর আসে না!

তবুও, পৃথিবির গাঢ়তর নিয়মের মতন
আমার গল্প আর কবিতাগুলা তোমার
চোখের বিস্মৃতির কিনারের কাছে গিয়া
দাঁড়াবে, জানাবে—আমি ছিলাম। আমি
তবুও, কোথাও চলে যাইনি, এই বিমূঢ়
পৃথিবীর বিষণ্ণতম বসন্ত ঋতুদের কাছে...

তোমার অদ্ভুত সুন্দর চোখজোড়া ছেড়ে
আমি আর কার চোখের কাছে যাবো?


২২ ডিসেম্বর, ’১৯। পৌষের বিকাল।
মিরপুর, ঢাকা।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা ভাই।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

অক্পটে বলেছেন: দারুণ! অন্যরকম। মনে হচ্ছিল জীবনানন্দ দাস পড়ছি। খুব ভালো লিখেছেন।

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.