নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

দূর্বাঘাসের হৃদয়

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০২



এইসব গাঢ়তর মান-অপমানবোধ নিয়া তবুও
আমরা পথ চলি, এই রকম চলতে হয়…

তবুও, একটা বিষণ্ণ দূর্বাঘাস মন খারাপ করে
কোথাও না কোথাও বসে থাকে। ছোট এক
কণা দূর্বাঘাস, যাকে কেউ হয়তো চিনেও না,
কিংবা কেউ কেউ হয়তো চিনে, না চিনেই
হয়তো কোনো কোনো গরু মাড়ায়া যাচ্ছে…

ছোট হোক, তবুও দূর্বাঘাসটার মনে হয়, সেও
ঘাসেদের রাজ্যের কোনো একজন, কিংবা
কেউ না হোক, তবুও, কেউ কেউ তো অযথা
মাড়ায়া যাচ্ছে বলে বেচারা বিষাদগ্রস্থ হয়!

এইসব মুখচোরা দূর্বাঘাস দেখে আমরা কেউ
কখনো বুঝতে পারি না, একটা সবুজ হৃদয়
ভেঙে যাচ্ছে। হৃদয় ভাঙার বেদনা--তবুও তো
মানুষেরা কিছু কিছু বুঝতে পারে, তাদেরও
হৃদয় আছে, আর সেইসব হৃদয় কখনো না
কখনো হঠাৎ হঠাৎ ভাঙে, ভেঙে গুড়া গুড়া
হয়, তবুও অন্য কোনো হৃদয়, এইসব নরম
নরম মূঢ় দূর্বাঘাসের হৃদয় মাড়াতে থাকে…

মাড়ানো হৃদয়ের এইসব মান-অপমানবোধ
নিয়া আমরা পথ চলি, আমাদের চলতে হয়!

২৬ ডিসেম্বর, ’১৯। পৌষের রাত।
মিরপুর, ঢাকা।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভব কবি দা

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা ভাইয়া
শুভকামনা

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন আপু।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৮

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.