![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।
প্রথম ১০ দিনঃ এ সময় মনটা বেশ উদার থাকে, ইচ্ছা মত নেট ইউজ করা, যাকে খুসি মডেম ধার দেওয়া, কত MB আছে সেটা চেক না করে ভাব নিয়ে বলি আরে দোস্ত্ যত খুসি ইউজ কর, সবার এন্টিভাইরাস আ্পডেট দিয়ে দেয়া ইত্যাদি।
দ্বীতিয় ১০ দিনঃ এ সময় হটাৎ করে ব্যালান্স চেক করে দেখি এরে 2GBর মধ্যে আছে মাত্র 1GB!! মাসের এখনো ২০ দিন বাকি!!! হিসাব করে চলতে হবে,প্রতিদিন ৫১ MBর (1GB/20) বেশি ইউজ করা কোন ভাবেই চলবে না।
২০-২৫ দিনঃ মাঝে মধ্যে ফেসবুকে ঢুকা আর ইমার্জেন্সি ছারা নেটে বসি না। এ সময় প্রতিদিনের ইউজেস লিমিট থাকে মাত্র ১০ MB. মনে হয় ইন্টারনেট কেন এত ব্যয়বহুল থাকবে, এটা ডিজিটাল সরকারের চরম ব্যার্থতা।
শেষ ৫ দিনঃ নেট ছারা থাকি, মনে হয় খাওয়ার থেকে নেট বেসি জরুরি, সরকারের উচিৎ ইন্টারনেট কে মৌলিক চাহিদার মধ্যে ঢুকানো। ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' এ রকম দাবি নিয়ে প্রেস ক্লাবে দারিয়ে যাওয়ার মত উর্বর চিন্তা মাথায় আসে।
এ সময় মাঝে মধ্যে মোবাইলে ২০ টাকায় ২০MB প্যাকেজ নেই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
অর্ক মুক্তমনা বলেছেন: চলেন ভাই প্রেস ক্লাবে দারিয়ে যাই
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
মহাজাগতিক পাগল বলেছেন: যখন বাংলা লায়ন চালাতাম তখন এইরকম হত । এখন আনলিমিটেড ব্রডব্যান্ড চালাই । মাঝে মাঝে খুজেই পাই না কি ডাউনলোড দিব । প্রতি মাসে মুভি নামাই ৮০ জিবি এর মত আর ২০ জিবি ব্রাউজ করি । মাঝে মাঝে এর চেয়ে বেশিও হয় । কিন্তু ঢাকার বাইরে গেলে আর উপায় নাই । তখন অবশ্য নেট ই চালাই না ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
অর্ক মুক্তমনা বলেছেন: আমি কিউবি ৪০০ টাকায় ২ জিবি চালাই, এখন চিন্তা করতেছি চেঞ্জ করবো কিনা। আর হিসাব করে চলতে ভাল্লাগে না।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
ইকবাল পারভেজ বলেছেন: ১ আর ২ নং কমেন্টের Avatar-এর মিল দেখে হাসি এসে গেল।
যাইহোক, আপনার যদি বেশী সমস্যা হয় তাহলে pdproxy দিয়ে ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারেন। প্রতি একাউন্টে প্রতিদিন ১০০ মেগা ফ্রি ইউজ করতে পারবেন; ৮০-৮৫ মেগা ইউজ হয়ে গেলে নতুন একটা একাউন্ট খুলবেন।
আর মোবাইল ইন্টারনেটে কেন টাকা খরচ করতেছেন। আপনার একটা gp সিম আর একটা Symbian সেট থাকলে আপনাকে ফ্রি ইন্টারনেট ইউজ করার উপায় বলে দিতে পারি
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
ইকবাল পারভেজ বলেছেন: মেইল করুন ভাই; খোলাখুলি লিখলে মডারেটরাই মুছে দিবে।
[email protected]
এখন উত্তর দিতে না পারলেও, রাতের বেলা আশা করি জানিয়ে দিতে পারব
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
পথহারা সৈকত বলেছেন: ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক''