![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।
হেফাযতে ইসলামের চলমান এই আন্দোলন নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে, তারা স্লোগান দিচ্ছে শাহ্বাগ চত্তরের বিরুদ্ধে। অথচ তাদের আন্দোলন হওয়া উচিৎ ছিল ইসলামকে যারা অবমাননা করেছে শুধু তাদের বিরুদ্ধে সকল নাস্তিক বা শাহ্বাগের বিরুদ্ধে নয়।
যেকোন ধর্মের বিরুদ্ধে কটুক্তি করা অপরাধ হতে পারে, নাস্তিক হওয়া তো অপরাধ বা দোষের কিছু নয়।
তাদের এই আন্দোলন যেহেতু আরেকটি আন্দলনের বিপক্ষে, সেহেতু এটি যেকোন সময় সহিংস রুপ নিতে পারে। আর হরতাল পরিবহন ধর্মঘট থাকার পরও তাদের যে লোক সমাগম হয়েছে হরতাল না হলে এর থেকে ৫ গুন বেশি লোক হত যেটা হয়ত ঢাকায় স্থান সঙ্কুলান হত না। আর সে সময় কোন সহিংসতা সৃষ্টি হলে সেটা পুলিশ কেন সেনাবাহিনি দিয়েও ঠেকানো সম্ভব হত না।
সুতারাং হরতালটা অত্যন্ত সুবিবেচনা পুর্ন সিদ্ধান্ত ছিল।
তাদের ১৩ দফা দাবি বাস্তবায়ন করতে হলে তো দেশটাকে তালেবানি আফগানিস্তান করতে হবে। এদের নাস্তিকদের জবাই কর, দেশ ছাড়া কর, নাগরিকত্ত বাতিল কর স্লোগান শুনে মনে হচ্ছে দেশটি শুধু তাদের একার নাস্তিকদের জন্য নয়।
আর এদের উগ্রপন্থিতা তো আতঙ্কিত হওয়ার মত, এরা যদি কখনো রাষ্টীয় ক্ষমতায় আসে তাহলে ব্লগ গুলোর ভবিষৎ কি হবে???
একবার চিন্তা করুন শহিদ মিনার, অপরাজেয় বাংলা, রাজু ভাষ্কর্জ ভেঙ্গে ফেলা হচ্ছে, আপনার তখন কেমন লাগবে??? এদের ৭ নম্বর দাবিটি মানতে হলে তাই করতে হবে।
একবার চিন্তা করুন আপনি আপনার বন্ধু/বান্ধবী কে নিয়ে ধানমন্ডি লেক বা টিএসসি তে বসতে পারছেন না তখন কেমন হবে??? এদের ৪ নম্বর দাবিটি মানতে হলে এমন হবে।
ইসলাম পন্থিরা যদি দাওয়াতি কাজ করতে পারে তাহলে খৃষ্টান মিশনারি কি দোষ করল?? তাদেরও তো অধিকার আছে দাওয়াতি কাজ করার। ১০ নম্বর দাবি মানতে হলে মিশনারি গুলো বন্ধ করতে হবে।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দেইখেন আবার নাস্তিক ট্যাগ না খান!
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬
অতিক্ষুদ্র বলেছেন: সকল প্রকার ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে - এটা ছিল শাহবাগের একটি অন্যতম দাবী।
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১
অর্ক মুক্তমনা বলেছেন: ধর্মীয় রাজনীতি নয় জামাত নিষিদ্ধের দাবি
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
মারুফ ফািহম বলেছেন: ইসলামী কালচার চাইনা, শাহবাগের মত মংগল প্রদীপ, ঢোল তবলা সহ হিন্দু এবং ভারতীয় কালচার চালু করতে হবে।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
বুলবুল আহ্মেদ বলেছেন: শুধুমাত্র নাস্তিক বিরোধিতা নয় আমার মনে হয় হেফাজতে ইসলামির মূল লক্ষো আওয়ামী সরকার । আমার যতদূর মনে হয় ক্ষমতার রাজনীতি হেফাজত করে না। স্বাধীনভাবে ধর্মপালন করতে দিলে কোন সরকারেই হেফাজতের অরুচি নেই।
ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোন আইন করবেননা, এমন মৌখিক স্বীকৃতি হাসিনা হেফাজতকে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে হাসিনা তার কথা রাখতে পারেন নি। ওবামার চাপে হোক কিংবা বিশ্বব্যাংক এর চাপে হোক কিংবা সুশীলদের চাপে হোক; হাসিনা ক্ষমতার শুরুর দিকেই বেশ কিছু ইসলাম বিরোধী ষ্টেপ গ্রহন করেন। হাসিনা হয়ত ভেবেছিলেন হলুদ মিডিয়া যেভাবে ইসলামকে প্রেজেন্ট করছে তাতে বাংলাদেশে ইসলামের ভবিষ্যত নেই। উনি পুরা বামপন্থীদের দিকে পোলারাইজড হয়ে যান। এজন্য হেফাজতের কিছুটা মাসল ফ্লেক্স করা জরুরী হয়ে পড়ে।
বাই এনি চান্স বাংলাদেশে যদি কখনও হেফাজত ক্ষমতায় আসে, এরা সর্বপ্রথম জামাত শিবিরকে গুড়িয়ে দিবে। হেফাজত হচ্ছে জাআমতের ডেথ ওয়ারেন্ট।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
হ্যারিয়ার টু বলেছেন: এরা সংখ্যায় অনেক! কিন্তু কত %? গত তেইশ বছরের নির্বাচনে জামাত বাদে 50 টি ইসলামী দল মিলে 3% এর বেশী পায়নি! জামাত একক ভাবে পেয়েছিল 4%! এরা এতিমদের জন্যে ভিক্কার টাকায় চলত, হঠাৎ কোটিকোটি টাকা হাতে পেয়ে উম্মাদ হয়ে গেছে! ইসলাম এদেশে কখনোই বিপন্ন ছিল না, সবাই যার যার ধর্ম পালন করতে পারে।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
প্যারাসিটামল বলেছেন: নাচ গান. ওয়ালা ভন্ড. খিচুড়ি বাগী.
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
কর্ণেল সামুরাই বলেছেন: দোষটা তো শাহবাগের নিজেরই। তুমি শাহবাগ রাজাকারের বিচারের আন্দোলন কর, তুমি কোন হিসাবে হেফাযতের বিরুদ্ধে অবরোধ দাও? তার অর্থ দাড়ায়, নাস্তিকদের বিচারের চাইতে আসছে যে হেফাযত তাদের বিরুদ্ধে শাহবাগ। অর্থাৎ প্রকাশ্যেই নিজেদের নাস্তিক প্রমাণের চেষ্ঠা করছে শাহবাগ।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
প্যারাসিটামল বলেছেন: ইমরান আওয়ামীলীগ. এর দলীয়. কর্মী। আওয়ামীলীগ. এর এজেন্ট বাস্তবায়নের. জন্য নামছে
১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫
শিব্বির আহমেদ বলেছেন: কর্ণেল সামুরাই বলেছেন: দোষটা তো শাহবাগের নিজেরই। তুমি শাহবাগ রাজাকারের বিচারের আন্দোলন কর, তুমি কোন হিসাবে হেফাযতের বিরুদ্ধে অবরোধ দাও? তার অর্থ দাড়ায়, নাস্তিকদের বিচারের চাইতে আসছে যে হেফাযত তাদের বিরুদ্ধে শাহবাগ। অর্থাৎ প্রকাশ্যেই নিজেদের নাস্তিক প্রমাণের চেষ্ঠা করছে শাহবাগ।
১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১
আশফাক সুমন বলেছেন: কর্ণেল সামুরাই বলেছেন: দোষটা তো শাহবাগের নিজেরই। তুমি শাহবাগ রাজাকারের বিচারের আন্দোলন কর, তুমি কোন হিসাবে হেফাযতের বিরুদ্ধে অবরোধ দাও? তার অর্থ দাড়ায়, নাস্তিকদের বিচারের চাইতে আসছে যে হেফাযত তাদের বিরুদ্ধে শাহবাগ। অর্থাৎ প্রকাশ্যেই নিজেদের নাস্তিক প্রমাণের চেষ্ঠা করছে শাহবাগ।
------ সহ মত।
শাহবাগে এখন সাধারন মানুষ খুব কম যায় । শাহবাগের মুখোস খুলে গেছে । ভাঙ্গা হাঁট ।
রাজাকার দের বিচার চাই, ইস্ললাম বিদ্বেষীর ও রক্ষা নাই।
হিফাজ(ত ইসলাম জিন্দাবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১
ডালিম রুমী বলেছেন: ভাইরে
সত্যি কথা বলতে নাই
সত্যি বললেই নাস্তিক হয়ে যাবেন