![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।
চল... চল... চল...
উর্দ্ধ মহলে চোরের দল
খাটিয়ে প্রভাব খাটিয়ে বল
দেশের বারোটা বাজিয়ে চল
চলরে চলরে চল ।
নিজের কপালে হানি আঘাত
জনতা খাইবে পান্তা ভাত
আখের গোছায় নেতার হাত
দেশ সেবা তো ছল
চলরে চলরে চল ।
গরিবের লাগিয়ে গাহিয়া গান
গ্রামকে বানাবো মহা শ্মশান
যুবদের চরিত্র করিব দূর্বল
চলরে চলরে চল ।
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে
নেতারা সব চড়িয়ে ছাড়ে
চোরের মায়ের বড়গলা
এমনই সব ছল
চলরে চলরে চল । ।
বাবু এখন বেড়াল পোষেন
যাকে খুশি তাকেই দোষেন
খলের বেড়াল বেরিয়ে গেলে
উপায় কী আর বল
চলরে চলরে চল ।
সূর্য থেকে বালি গরম
ইহা সত্য ইহা পরম
খালি পায়ে বালির উপর
আমজনতার ঢল
চলরে চলরে চল ।
কবিতাটি এই পেজ থেকে নেয়া।
Click This Link
©somewhere in net ltd.