নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্পিসাস প্রেইস

Nothing shocks me. I am a Scientist.

অস্পিসাস প্রেইস

For further: f/auspicious.praise

অস্পিসাস প্রেইস › বিস্তারিত পোস্টঃ

♣ ভালো থেকো বন্ধুরা .....................♣

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬



আমি কাঁচের দেয়ালের এপাশে থাকি, তোমরা ওপাশে। তোমরা আমাকে দেখতে পাওনা, আমি তোমাদের দেখি। তোমাদের জীবন আমাকে বিস্মিত করে। অস্থির, ছটফটে, খুনশুটে জীবন। ছোট ছোট মুহূর্তে কত শত সুখ দুঃখ আনন্দ অনুভুতির জীবন।কেউ কোরবানি ঈদের সুযোগে বাজার থেকে সস্তায় বোয়াল মাছ কিনে খুশি। ফেবুতে সে মাছের ছবি দেখে ১৬৮ জন খুশি। আমিও খুশি।গল্পকারের হৃদয়ে ঘণ্টা পরায় বিড়ালের মা। সেটা দেখে ১৯৯ জন খুশী। আমি হলাম ২০০তম খুশী। আমার পরের জন হয় ২০১ তম। খুব মজা পাই সেটা।কেউ বা ইডেন কলেজের কাছের কলেজে ক্রিকেট ম্যাচ নিয়ে ব্যাস্ত। তাতে আবার আগে থেকেই শুরু হয় ফিক্সিং। কেউ মানে কেউ মানে না। আমিতো এসব দুস্টমি দেখে অস্থির!

একজন মাঝরাতে ক্ষোভে ফেটে পড়ে কেন তার পোস্ট নির্বাচিততে যায়না। সবাই তাকে ম্যানেজ করতে তটস্থ। আমি ভয়ে সেখানে যাইনা। কারোও পোষ্টে দেখি রাত জাগা পাখিরা আড্ডা জমায়। আমি সেখানে যেয়ে ভিড় জমাই, চুপচাপ কারো দশ বছর পর ডক্টর হবার স্বপ্ন শুনতে থাকি।

.. উহ্ , নার্স আবার কিছু না জিজ্ঞেস করেই হাতে সুই ফুটিয়ে দিয়েছে। সে কখনই ইঞ্জেকশন দেবার আগে জিজ্ঞেস করে না। যত্তসব।।

হ্যাঁ, যা বলছিলাম, কখনো দেখি কেউ ভালবাসার মানুষের গলা টিপে দিতে চায়। কত শত অভিশাপ দেয়! কেউ বা প্রেমিকের সাথে তুই তোকারি করে ঝগড়া বাধায়। বন্ধুত্বে তুই তোকারি হয় জানতাম। আমি নিজে সাক্ষী। আমার যে বন্ধু প্রতি সপ্তাহে একবার দেখা করতে আসে, সে আমাকে তুই করে বলে। কিন্তু ভালবাসার মানুষকেও যে তুই করে বলা যায় সেটা জানতাম না। কিভাবে জানব? কেউ আমাকে জানায়নি। আপনারা কেন বোঝেন না কেউ আমাকে কিছু না জানালে আমি জানতে পারিনা। কেউ এটা কেন বোঝেনা? কেন?

এদিকে আবার কে একজন জেনারেল হয়।খুশীতে সে সবাইকে ভার্চুয়াল মিষ্টি খাওয়াচ্ছে। কি সুন্দর তেলতেলে মিষ্টির ছবি। আমার কৃত্তিম চিনির মিষ্টি খেতে ভালো লাগে না। আমার আসল চিনির মিষ্টি খেতে ইচ্ছে করে। আমি দোকানে যেয়ে এলুমিনিয়ামের পিরিচে স্টিলের চামচ দিয়ে মাছি ভনভন করা মিষ্টি খেতে চাই। হ্যাঁ, আমি আপনাদের মতো জীবন চাই।



আমি সবার কাছে যেয়ে বলতে চাই আমি কে ............

আমি ফেসবুকে আমার ৬ ফুট ১ ইঞ্চির এই শরীরের ছবি আপলোড করতে চাই..

সবাইকে চিৎকার করে বলতে চাই এই যে দেখ আমি কত সুস্থ সবল, একদম তোমাদের মতো, তোমাদের চেয়েও বেশী। তোমরা ভাব আমি অসুস্থ তাইনা, দাড়াও দেখাচ্ছি আমি কত সুস্থ।এই যে দেখ এই.............



আমার চোখে সব ঝাপসা হয়ে আসে,কিছু দেখতে পাইনা।চোখের সামনে এখন শুধু হলুদ রং, মাঝে সাদা সাদা ছোপ , দখল করে নিচ্ছে ছড়িয়ে পড়া কালো কালো বিন্দুগুলো। শরীরে তীব্র ব্যাথা। তীব্র....।একসময় আর সহ্য হয়না।

**

বাড়ির ড্রয়িং রুম। সবাই সোফায় বসা। তাদের সামনে আমি হুইল চেয়ারে ঘাড় ফেলে বসে আছি। ঘরের কাউকে সেভাবে দেখতে পাচ্ছিনা। সবাই সামনে বসা। আমার গলায় আজ কাফলার নেই। আমার ঘাড় একপাশে ঝুলে আছে, সামনে বসা মানুষদের দেখার সুযোগ নেই।

"এসব কিভাবে হল?" কারো গুরুগম্ভীর আওয়াজ।

"সারাদিন ল্যাপটপে পড়ে থাকে" নার্সের সরল দায়সারা জবাব।

"ল্যাপটপে কি করে?"

"ব্লগ করে"

"ব্লগ কিহ?"

"ওইযে!, বাংলা ফেসবুক, সবাই যে শাহবাগ করল!!"

"এটার দরকার কি? ফেসবুকে প্রবলেম কোথায়?"

"ওইটাও করে, দেড়মাস ধরে", আরেকপাশ থেকে আয়ার হাসিচাপা উত্তর।

"এই যে শোনহ, তুমি কে, তোমার শরীরের কি অবস্থা, এসব অনলাইনে বলেছ? কেউ জানে?"

"কেউ জানেনা ... সবাই জানে চাচ্চু একটা ভাল্লুক, হি হি!"

চোখ তুলে দেখি আমার প্রিয় ভাতিজিটা ফোকলা দাঁতে ললিপপ চিবুচ্ছে, আমায় দেখে ফিক করে হাসছে।

আমার কষ্ট বোধহয় কারো সহ্য হয়না। কে যেন আমার সামনে ঝুকে আসে হিস্ট্রিয়াগ্রস্থের মতো চিৎকার করলো " তুমি জাননা তোমার স্ট্রেস নেয়া নিষেধ? ..... তুমি জাননা ডক্টর কি কি নিষেধ করে রেখেছে..... , সমস্যা কি তোমার হ্যা? .... কেন এমন শুরু করেছ, কি পেয়েছ তুমি, তোমার এত্তবর সাহস............ "

**

ধমকের জোরে বুকে ধক ধক করে ধাক্কা খেলাম, চোখের সামনে আবার ঝাপসা, হলুদ, সাদা, কালোর সাথে এবার লাল রঙের ফুলকি। কিন্তু এসব নিয়ে ভাবলে এখন চলবে না। আমি জানি আমার হাতে সময় নেই। আমি আঁচ করে ফেলেছি কি হতে যাচ্ছে, .. আমি বাধা দিতে চাইলাম, সমস্ত শক্তিতে চেঁচাতে লাগলাম "আমি স্ট্রেস নেই নাই, আমি কোন স্ট্রেস নেই নাই, তোমরা বিশ্বাস করো ......... তোমরা বিশ্বাস করো প্লীজ, আমি শুধু বুকমার্কের কিছু লিঙ্ক কাট পেস্ট করেছি, আমি কোন কষ্ট করি নাই, আমার কোন পরিশ্রম হয় নাই, তোমরা প্লীজ আমাকে বিশ্বাস করো, প্লীজ প্লীজ প্লীজ"।

কে যেন আমার মাথায় ক্রমাগত হাত বুলাচ্ছে, আর কে জন বুকে, একজন কেদে কেদে সূরা পড়ছে যেন এ যাত্রায় বেচে যাই, ... আমার আজ কিছুই সহ্য হয়না, নানা রঙের প্রলেপ দেখতে দেখতে মনে মনে বলে উঠি, তোমরা আমাকে জন্মের পর কেন মেরে ফেলোনি, কেন বাঁচিয়ে রেখেছিলে। .. পরক্ষনেই চিৎকার, ঝাঁকুনি আর কান্নার রোল বাড়তে থাকে ... বুঝি আরেকটা ভুল করে ফেলেছি .... মনে মনে বলতে যেয়ে কথাগুলো মুখে ফুটে বলে ফেলেছি ..... শুনতে থাকি কে যেন কাকে ধমকাচ্ছে ডক্টরকে ফোন করতে এত দেরী হচ্ছে কেন....

ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়, আমি আবার বেঁচে উঠি। আবার সবার সামনে কাঠগড়ায় দাড়াই। কিছুটা আঁচ করতে পারি কি রায় হতে পারে। কেউ একজন আমার ঠোটের লালা কাপড় দিয়ে মুছে দেয়, চোখ মুখ মুছে দেয়,মুখে পানির গ্লাস তুলে দেয়। গ্লাসের পানিতে এবার গায়ের কাপড় ভিজে যায়। আমার প্রস্তুত হতে বড় সময় লাগে।

**

ড্রয়িং রুমটা বড় শান্ত, নিশ্চুপ। একজন নরম গলায় বলতে থাকে, ভাই শোন, ডক্টর আগেই না করেছিল তোমাকে ল্যাপটপ দিতে। আমরা তবু দিয়েছি। কাজটা ঠিক হয়নি। তোমার নার্ভ সিস্টেম কম্প্রোমাইজড, তোমার এখন হার্টের অবস্থাও ভালো না। ব্রেনেও ঠিকমত সুগার যায় না। তোমারতো কোনরকম স্ট্রেস নেয়া ঠিক না।



কিছুক্ষন সব চুপচাপ। শান্ত।

"তোমার ল্যাপটপ টা নিয়ে যেতে হবে।ওটা তোমাকে আর দেয়া হবেনা।"

এটাই আমি আগে আঁচ করেছিলাম।আগেই। আমি অনেক কষ্টে আমার ঘাড়ের কাপুনি থামাই। শরীর মনে যতটুকু শক্তি ছিল সব মুখে জড়ো করি। মুখটা হাসি হাসি করি। হাসি মুখে বলি, “শেষবারের মতো আধা ঘণ্টা ব্যাবহার করতে দেবে? আসলে এই কয়েক সপ্তাহে বেশ কয়েকজন বন্ধু হয়ে গেছে। তাদের একবার বাই বলা দরকার। নয়ত অভদ্র ভাববে, তাইনা।"

"যাস্ট আধাঘণ্টা?” সবাই নিশ্চুপ দেখে আর পারলাম না, চোখের পানি আটকাতে, চেহারায় অনুনয় ভাব লুকাতে।চোখের পানির স্রোত নাকের জলে এসে মিশে। বুকটা আমার কষ্টে ভেঙ্গে আসে।

"নার্স, ঠিক আধা ঘণ্টা পর ল্যাপটপ ওর কাছ থেকে নিয়ে আমার ঘরে রেখে আসবে।" সবাই যার যার ঘরে চলে যায়।

নার্স আর আয়া আমায় রুমে নিয়ে যায়। খাটে শুইয়ে দেয়। দুপাশে কাপড় গুজে ঘাড় সোজা করিয়ে ল্যাপটপটা আমার বুকে রেখে দেয়।

আমার চোখ ফেটে পানি বেরুতেই থাকে।আজ আর নিজেকে বাঁধা দেই না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। কাঁদতে কাঁদতে তোমাদের প্রোফাইল পিকে হাত বুলাই,তোমাদের জীবনগুলো দেখতে থাকি। ঘরের বাইরে জীবন কাকে বলে তা জীবনে শুধু তোমাদের কাছ থেকে দেখেছি। এখনও শেষ বারের মতো দেখতে থাকি।





৮ মিনিট শেষ।হাতে সময় আছে আর মাত্র ২২ মিনিট।আমাকে শেষবারের মতো লিখতে হবে। শেষ কথাগুলো লিখে শেষ করতে হবে। আমি প্রবলবেগে কি বোর্ডে হাত চালাই। প্রবল বেগে, সময় চলে গেলে আমি হারিয়ে যাব। তোমাদের আমার কথাগুলো বলে শেষ করতে পারবনা। আমার লেখা শেষ।নার্স কঠোর মুখে ঘড়ির দিকে চেয়ে আছে। আমিও ঘড়ির দিকে চেয়ে আছি।৩০ মিনিট শেষ হতে আর ১০ সেকেন্ড বাকি। আমার কার্সর এখন "ব্লগে প্রকাশ করুন" এর উপর।



আমি তোমাদের সাথে থাকা শেষ সেকেন্ডের জন্য অপেক্ষা করছি, তার আগে বলে যাচ্ছি, তোমরা ভালো থেকো বন্ধুরা, ভালো থেকো ....



মন্তব্য ১৬২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


এটা যদি শুধু গল্প হয় তবে জাস্ট দুর্দান্ত বলবো

আপনি না বললেন আপনি গল্প লিখতে পারেন না তাহলে এটা কি ভাই ?

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

অস্পিসাস প্রেইস বলেছেন:

হে হে হে, একটু ট্রাই করলাম আরকি।

কান্ডারী ভাই, শুধু দুর্দান্ত বললেন :(

কিছুতো পয়েন্ট বের করেন। নইলে ইম্প্রুভ করব কিভাবে :(

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

মামুন রশিদ বলেছেন: এটা কি হলো!


লেখাটা আপনি সিরিয়াসলি লিখেছেন তা বিশ্বাস করতে চাই না । আমি এটাকে গল্প হিসাবেই পড়ে নিলাম ।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
মামুন ভাই কিছু ক্রিটিক্স দিয়ে যাবেন প্লীজ। জাস্ট লাইক এ টিচার।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাই এই গল্পটা কাঁপা কাঁপা হাতে ভাঙ্গা ভাঙ্গা কীবোর্ডে লেখা :(

নেটের স্পীডও ছিল অনেক কম, মাত্র ২৫৬ কেবি :(

মামুন ভাই আমার এই গরিব লেখা আপনার নেক্সট সামহোয়্যারইন গল্প-সংকলনে চান্স পাবেতো :(( :(( :(( :((

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ গল্প!!!

+++

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪

অস্পিসাস প্রেইস বলেছেন:

থ্যাঙ্ক ইউ শোভন ভাই। স্যাড স্টোরি আপনার কাছে দারুন লাগে, জেনে ভালো লাগলো ;)

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০০

প্রিন্স হেক্টর বলেছেন: গল্প ভেবে পড়ে নিলাম। 8-|

গল্পই তো? :|

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
প্রিন্স হেক্টর ভাই, আমিও একই কথা ভাবছি। গল্পই তো :|

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০০

শামীম সুজায়েত বলেছেন: এক কথায় অসাধারণ। শুরুটা বেশি চমৎকার লেগেছে।
ভাল থাকবেন।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ শামীম ভাই। শুভ কামনা :)

৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++++


কিন্তু ঘটনাটা আমিও বুঝলাম না। সত্যিকারের কিছু নাকি?

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাই আমি নিজেও এখন কনফিউজড। কোনটা কল্পনা। কোনটা বাস্তব।

ফিলিন্সটা ভয়ঙ্কর!

৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২২

নিয়েল হিমু বলেছেন: বিশ্বাস করেন আর নাই করেন চোখের কোনায় পানি নিয়ে এসেছেন । ভাল থাকুন সুস্থ থাকুন । তবে শুধু মোহচ্ছন্ন গল্পই যেন হয় এটা এই কামনা থাকবে ।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

অস্পিসাস প্রেইস বলেছেন:
"মোহচ্ছন্ন গল্প" ....... পারফেক্ট ওয়ার্ডস! এক্সিল্যান্ট!!

সুন্দর মন্তব্যের জন্য থ্যাঙ্কস নিয়েল ভাই :)

ভাল থাকুন সুস্থ থাকুন :) :)

৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

বৃতি বলেছেন: "জীবন থেকে নেয়া" টাইপ গল্প!!!!!! সবার মত আমিও ধাক্কা খেতে খেতে পড়লাম । গল্পে +++

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩

অস্পিসাস প্রেইস বলেছেন:

আপনি ধাক্কা খেতে খেতে পড়েছেন আর লিখতে যেয়ে আমার যে কি খবর হয়েছে সেটা আর নাই বললাম /:)

আর সবাই আমাকে গুনে গুনে তিনটা প্লাস দেয় কেন বুঝলাম না। আপনার আগে আরেকজনও মাত্র তিনটা প্লাস দিল X(( X((

ভালো থাকবেন বৃতি আপু :)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪

সাসুম বলেছেন: !!!!!!!!!!!!!??????????? আপনেরে গল্প লিখতে কে বলছে? আপনি না বললেন আপনি গল্প লিখতে পারেন না তাহলে এটা কি ? জানেন এইমাত্র আপনি একটা এপিক স্টার্ট করলেন????

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাই আসলে মুড এত অফ ছিল ভাবলাম সবাইকে একসাথে নিয়েই মুড অফ করি B-)

ইমোশনাল অত্যাচারের বিনিময়ে এপিক স্টার্ট করলাম, ডোন্ট মাইন্ড! B-) B-) B-))

১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫

বনলতা মুনিয়া বলেছেন: গল্পটা গল্পই থাকুক। এটা যেন বাস্তবে রুপ না নেয় :(

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
আমিও সবসময় তাই চেয়েছি বনলতা আপু, গল্পটা গল্পই থাকুক, বাস্তবে যেন রুপ না নেয় .....

১১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০০

নষ্টছেলে তানিম বলেছেন: কিছু ভয় গল্পে পেতেই ভাল লাগে । কিছু কথা গল্পে বলতে পড়তেই ভাল লাগে । আমরা শত্রুকেও বাচিয়ে রাখতে ভালবাসি । গল্প নাহয় গল্প হয়েই থাক ।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

অস্পিসাস প্রেইস বলেছেন:
তানিম ভাই, আপনার কমেন্টের প্রতিউত্তরে একটা শব্দই যথেষ্ট।
সেটা হচ্ছেঃ

"সহমত"

১২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৯

নৈঋত বলেছেন: অসাধারন.। . মনের অজান্তেই চোখ ভিজে এল

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
ইয়েস স স স স স স.......... B-)

কতদিন পর কোনো মেয়ের চোখে জল আনলাম :) :)

not by hook, but so what if through cook ;)

জাস্ট কিডিং ! ডোন্ট মাইন্ড নৈঋত আপু। আপনাকে শুভেচ্ছা :)

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ !
নিয়মিত গল্প লিখুন , আবদার থাকলো !

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮

অস্পিসাস প্রেইস বলেছেন: অভি ভাই, আপনি রত্নগর্ভা মায়ের সন্তান। 'মা' কে নিয়ে আপনি যা করছেন এককথায় তা অতুলনীয়। আপনার মা জননীকে আমার বিনম্র সালাম ও শ্রদ্ধা পৌছে দিবেন।

আর প্রশংসার জন্য অশেষ ধন্যবাদ।।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩০

শহুরে আগন্তুক বলেছেন: গল্প , ছবি দুটোই ভালো লাগলো । ++

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ, শহুরে আগন্তুক।

কাহিনী কি? আগে দুইজন মাত্র তিনটা প্লাস দিলো। আপনি আরও কমিয়ে দিলেন দুইটা প্লাস। এইসব কি শুরু হল!


১৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৫

শান্তির দেবদূত বলেছেন: দারুন লিখেছেন।
আলাদা ট্যাবে খুলা ছিল অনেকক্ষণ; এদিক সেদিক ঘুরে শেষে পড়তে বসলাম, কি আর বলব! একেবারে টেনে ধরে রেখে ছিলেন আমাকে গল্পের ভিতর! গ্রেট। আরও লিখতে থাকুন। শুভকামনা রইল।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

অস্পিসাস প্রেইস বলেছেন:
প্রিয় শান্তির দেবদূত ভাই, টেনে ধরে রাখাটা আসলেই খুব চ্যালেঞ্জিং ছিল। প্রথমে গল্পটা অনেকগুলো প্যারাতে ভাগ ছিল। পরে তিনটা অনুচ্ছেদ গল্প থেকে একেবারে বাদ দিয়ে প্যারাগুলো কমিয়ে চেষ্টা করেছি গল্পে মনোযোগ টেনে ধরে রাখার জন্য।

অনেক অনেক ভাল লাগল আপনার কমেন্ট পেয়ে। মূল্যবান সময় দেয়ার জন্য ধন্যবাদ।

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

তওসীফ সাদাত বলেছেন: অসাধারণ লিখেছেন।

শুভকামনা রইল অনেক অনেক।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ সাদাত ভাই, আপনাকেও অনেক অনেক শুভ কামনা। ভালো থাকুন নিরন্তর :)

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৪

শিপন মোল্লা বলেছেন: দুর ভাই চোখে পানি এনে ছারছেন।

আমার নতুন কিছু বলার নেই এক কথায় চমৎকার।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

অস্পিসাস প্রেইস বলেছেন:
চোখে পানি? নো প্রব্ল্রেম, এই যে টিস্যু ;)



এক কথায় চমৎকার বলায় আপনাকে এক শব্দে ধন্যবাদ :)
আবুশিথি ভাই, ভালো থাকুন নিরন্তর......

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩৮

সুমন কর বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন। খুব ভাল লাগল।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ সুমন ভাই, নাইস প্রেইস, সো সুইট অফ ইউ, থ্যাঙ্কস!

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৭

এহসান সাবির বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ !
নিয়মিত গল্প লিখুন , আবদার থাকলো !

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্ক ইউ এহসান সাবির ভাই। আপনার আবদার শিরোধার্য!

২০| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩০

ইমরাজ কবির মুন বলেছেন: বেশ লাগলো, বাহ !
চমৎকার লিখসেন ||

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
অপেক্ষায় ছিলাম। আপনি না আসলে শান্তি পাইনা।থ্যাঙ্কস মেইট!

এই গল্পটা মনে হয় "ধূসর অন্ধকার" পার্ট-২ ;)

২১| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১২

অথৈ সাগর বলেছেন: অসাধারণ গল্প । এক্কে বারে আধুনিক :)

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
সত্যিই আধুনিক গল্প /:)

কারন গল্পে ল্যাপটপের কথা উল্লেখ ছিল। প্রাচীন সময়ের গল্পগুলোতে ল্যাপটপের কথা কখনো উল্লেখ পাওয়া যায়নি B:-) :P :P

আপনাকে অনেক শ্রদ্ধা অথৈ সাগর। আপনার এডভেঞ্চারাস জীবনের জন্য :)

২২| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৬

সপ্নাতুর আহসান বলেছেন: ভয়ংকর গল্প। আপনার লেখার হাত তো বেশ ভাল। মৌলিক লেখা দিতে থাকুন। শুভকামনা।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

অস্পিসাস প্রেইস বলেছেন:
আহসান ভাই আপনার কমেন্টটা বেশ ভালো লাগলো।

থ্যাঙ্কস + কৃতজ্ঞতা।

নিরন্তর শুভ কামনা............

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

এম মশিউর বলেছেন: গল্পে আধুনিক দেবদাসের ছোয়া পেলাম! দেবদাস যেমন পার্বতী'র সাথে শেষ দেখা করার জন্য মৃত্যুর মুখেও ছুটে চলে; এখানে ঠিক তেমনই ব্লগে শেষ লেখা প্রকাশের তীব্র একটা ছাপ লক্ষ্য করলাম।

শরৎ এর দেবদাসের মতই কষ্ট অনুভব করলাম।

দারুন লিখেছেন। আরো লেখা চাই।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার কমেন্ট বড় ভালো লাগলো। ধন্যবাদ মশিউর ভাই :)

আগের দেবদাসের কষ্ট শরৎচন্দ্র জানত /:)

আর আধুনিক দেবদাসের কষ্ট বোধহয় অন্যমনস্ক শরৎ জানে ;)

বাই দ্যা ওয়ে, এই গল্পের নায়ক দেবদাসের মত হলে পারু আর চন্দ্রমুখি কে /:) ? নার্স আর আয়া ? /:) /:)

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: যাক লেখাটা অবশেষে ব্লগে প্রকাশিত হলো নির্ধারিত ৩০ মিনিট সময়ের মাঝেই।

লেখালেখি চলুক।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০১

অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ অপর্ণা মম্ময় আপু। আপনার মন্তব্য ভালো লাগলো।


ভালো থাকুন নিরন্তর। শুভ কামনা .........

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৭

অশ্রু কারিগড় বলেছেন: অস্পিসাস প্রেইস, মন্তব্য করতে বাধ্য করার জন্য কইষ্যা মাইনাচ ।
মুগ্ধপাঠ ।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্কস ব্রো। আপনার গল্পঃ একজন MIO/ MR এবং আমরা ক’জন...........। গল্পটা পড়েছি। অসাধারন লিখেছেন।

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

এম ই জাভেদ বলেছেন: যাক বাবা , এটা গল্প, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন।

এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।

ব্লগে সময় দেওয়া কমাতে হবে আমারও। নইলে স্ট্রেস এসে যদি আবার ভর করে!!!

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

অস্পিসাস প্রেইস বলেছেন:
এক্সেটলি জাভেদ ভাই। মাঝখানে আমার ঘাড় ব্যাথা হয়ে গিয়েছিল। কাল থেকে অফলাইন অনলাইন মিলিয়ে ১ ঘন্টার বেশি সময় দিবনা। ঈদের পর রিয়েল লাইফের ব্যাস্ততা কাবু করে ফেলেছে।

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২

আহমেদ জী এস বলেছেন: অস্পিসাস প্রেইস,

কার্সরে ক্লিক করে আমি যখোন এটা পড়ছি তখোন পাঠক হিসেবে আমার সিরিয়াল ৫১১ । মন্তব্যে ২৭ ।

আমার সময় বেঁধে দেয়া নেই । তাই যা খুশি, যতোক্ষন খুশি লেখা যায়- বলা্ও যায় । কিন্তু লিখবো কেন ? বলবোই বা কেন ? শুনতে পাবেন না যে ! কাঁচের ওপাশে শব্দ যায় কি ? দেখা হয়তো যায় ! কিন্তু কোন কাঁচের দেয়ালের সামনে তুলে ধরবো এটা , ঠিকানা নিই যে !

বুঝলেন কিছু !

ভালো থাকবেন আপনিও ।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

অস্পিসাস প্রেইস বলেছেন:
আহমেদ জী এস ভাই, কাঁচের দেয়ালের ওপাশে আমি আপনার অয়বয় দেখতে পাচ্ছি!

ভালো থাকবেন আপনিও ;)

২৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

ইখতামিন বলেছেন:
গল্প অনেক ভালো লাগলো..
পাঠকের মনে ভয় ধরানো ভালো না ;)

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
ওকে ইখতামিন ভাই :|

পাঠকের মনে নেক্সট টাইম তাহলে লুল ধরাবো :P ;)

২৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

আছিমভ বলেছেন: দারুন লিখেছেন !!!!+++++

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

অস্পিসাস প্রেইস বলেছেন:
পাঁচটা প্লাস! :)

থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ B-) B-) B-)

৩০| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: গল্পের বর্ণনায় অসহায় অবস্থা এবং আকুতি চমৎকারভাবে এসেছে। বলার স্টাইল দারুণ। ফিনিশিং বুদ্ধিদীপ্ত। এক কথায় সার্থক একটা ছোটগল্প।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

অস্পিসাস প্রেইস বলেছেন:
হাসান মাহবুব ভাই যখন বলছেন তাহলে এবার আমিও শিওর, এই গল্প সার্থক।

আপনাকে ধন্যবাদ :)

৩১| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭

হৃদয় রিয়াজ বলেছেন: জোর করে সিরিয়াসলি নিতে চাচ্ছি না তবুও হৃৎপিণ্ডের হার্টবিট বেড়ে গেছে ঠিক অনুভব করছি। এই মুহূর্তে এর বেশই কিছু বলতে পারছি না।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

অস্পিসাস প্রেইস বলেছেন:
হৃদয় রিয়াজ ভাই হৃৎপিণ্ডের হার্টবিট বেড়ে গেছে ঠিকতো :)

এর বেশী কিছু বলার দরকার নেই, ইটস ইনাফ B-))

৩২| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২

কয়েস সামী বলেছেন: সার্থক একটা ছোটগল্প।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

অস্পিসাস প্রেইস বলেছেন:

ধন্যবাদ কয়েস সামী ভাই :)

ভালো থাকুন। সবসময়।

৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার একটা লেখা! ভালো লাগল।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ কাল্পনিক_ভালোবাসা, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

৩৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

গোর্কি বলেছেন:
গল্প আকারে মনের গহীনে লুকিয়ে থাকা কথামালার সুন্দর প্রকাশ। শুভ-কামনা সবসময়।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

অস্পিসাস প্রেইস বলেছেন:

আপনার মন্তব্যে ++++++++.........

শুভ কামনা :)

৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুব আউলা একটা লেখা, আমি আবার আুলা লেখা ফ্যান!

লেখা'র স্টাইল ভালা পাইছি

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

অস্পিসাস প্রেইস বলেছেন:

আউলা মানে কি অগোছালো নাকি পাগলাটে? আপনার মন্তব্যে তো আমিই আউলা হয়ে গেলাম :(

"লেখা'র স্টাইল ভালা পাইছি" এইটা বুঝতে পেরেছি :)

এর মানে আপনি প্রশংসা করেছেন :) থ্যাঙ্কস :) :) :)

৩৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

খেয়া ঘাট বলেছেন: মেলা মন্তব্য জমা হয়ে আছে।
আগের মন্তব্যেগুলোর জবাব না দেখলে আর মন্তব্য যোগ করতে ইচ্ছে করেনা।

লিখাটা চমৎকার হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাই গল্পটা লেখার পর কেন যেন ক্লান্তি ভর করেছে। নিজেকে কল্পনা করে লেখা, খুব মানসিক চাপ অনুভব করছি। এই অবস্থায় প্রতিউত্তর দিতে চাচ্ছিনা। চাইলে রেডিমেট রিপ্লাই দেয়া যায়। কিন্তু তার চেয়ে আন্তরিকভাবে প্রতিউত্তর দিতে ভালো লাগে। একটু স্বাভাবিক বোধ করলেই সেটা করতে পারব।

আপনাকে অনেক ধন্যবাদ খেয়াঘাট।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

অস্পিসাস প্রেইস বলেছেন:
কমেন্ট দেয়া শুরু করে দিয়েছি।

"লিখাটা চমৎকার হয়েছে।" থ্যাঙ্কস ব্রো :)

ভালো থাকবেন ভাই। নিরন্তর শুভকামনা রইল :)

৩৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: একজন মাঝরাতে ক্ষোভে ফেটে পড়ে কেন তার পোস্ট নির্বাচিততে যায়না। সবাই তাকে ম্যানেজ করতে তটস্থ। আমি ভয়ে সেখানে যাইনা।

ম্যাডামকে চিনতে পারলাম ! :)

যাই হুক , খেয়াঘাটের কমেন্টের রিপ্লাইয়ে আপনার জবাব দেখে আশ্বস্ত হলাম । আপনার গল্পটাকে আমি সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম । :(

কি করবো , আপনি লিখেছেনই এতো সুনিপুণ ভাবে এটাকে গল্প ভাববার ফুসরতই পাই নি ।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
হে হে হে হে ;) ;)

ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় :) গল্পের প্রশংসা ভালো লাগলো।

ভালো থাকবেন। শুভ কামনা।।

৩৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫

এহসান সাবির বলেছেন: কোন রিপ্লাই দিয়েছেন কিনা দেখতে এসে আর একবার পড়লাম....... ঐ একই কথা.. অসাধারন.....

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

অস্পিসাস প্রেইস বলেছেন:

থ্যাঙ্ক ইউ সাবির ভাই। আপনার গুরুমারা বিদ্যা রপ্ত হয়েছে তো ;)

এলোমেলো- ৩ এর অপেক্ষায় রইলাম :)

শুভ কামনা.......... :) :)

৩৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=y6OZU-yvncQ

গান শোনো ভাইয়া....

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
শ্রদ্ধেয় শায়মা আপু, আপনি খুব ভালো মানুষ। আমি একথা সাদা কাগজে লিখে সাইন করে দিতে পারি, আমার সব সম্পত্তির গ্যারান্টির বিনিময়ে। কারন আমি জানি পৃথিবীর কোন কোর্ট আমার ধারণা ভুল প্রমান করতে পারবেনা।

গানটির জন্য থ্যাঙ্কস।

৪০| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১

শীলা শিপা বলেছেন: আবারো পড়লাম... দারুন লিখেছেন... সব কষ্ট দুর হয়ে যাক এই শুভকামনা রইল... ভাল থাকবেন...

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
লেখার প্রশংসা ভালো লাগলো।
শুভ কামনার জন্য থ্যাঙ্কস শীলা শিপা। ভালো আছি। ভালো থাকব।

৪১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মামুন রশিদ বলেছেন: নানানা, আমি টিচার নই । আমিও একজন নবিশ লেখক, কিছুদিন আগে মাত্র লেখালেখিতে এসেছি । আর ব্লগে আমাদের সম্পর্ক 'সবাই সবার কাছ থেকে শিখছি' ।

চারপাশের চলমান বাস্তবতা খুব চমৎকারভাবে তুলে ধরেছেন গল্পে । খুবই প্রাণবন্ত আর জীবন্ত মনে হয়েছে । তবে একসাথে অনেকগুলো বিষয় নিয়ে আসায় পাঠকের গল্পের সাথে মনসংযোগ করতে কিছুটা সমস্যা হবে ।

শুভকামনা রইলো । লিখে যান নিয়মিত ।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩

অস্পিসাস প্রেইস বলেছেন: সাজেশনের জন্য কৃতজ্ঞ মামুন ভাই।

আমার টার্গেট ছিল গল্পের প্রথমে যেন পাঠক টের না পায় পরের পার্টে পেইন আছে। আমি চাচ্ছিলাম পাঠক হাসিখুশি ভাবে পড়তে পড়তে হঠাৎ একটা ধাক্কা খাক, তারপর ধাক্কায় ধাক্কায় গল্প শেষ করুক। এই ব্যাপারটা মেন্টেইন করার জন্য তাই কৌশলে পাঠকের মনঃসংযোগ এদিক সেদিক ব্যাস্ত রাখাটা দরকার হয়ে গিয়েছিল, ফলে গল্পের গ্রামার কিছুটা কম্প্রোমাইজ করতে হয়েছে।

পরের বার আরও সাবধান থাকব। আপনাকে শুভ কামনা।

৪২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখার ধরণটা দারুণ।

শুভেচ্ছা রইল।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাঙ্ক ইউ প্রোফেসর শঙ্কু ভাই, আপনার মূল্যবান শুভেচ্ছা সাথে রাখলাম।

আপনিও ভালো থাকবেন। আপনাকেও শুভেচ্ছা।

৪৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১২

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন ........ভাই এমন আর ও প্রাপ্তির আশায় রইলাম..........+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ সহ ভাললাগা ও শুভকামনা রইল।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
একচল্লিশটা প্লাস :) :)

আরে ভাই এতদিন কোথায় ছিলেন! আপনাকেই খুঁজছে বাংলাদেশ .... আই মিন অস্পিসাস প্রেইস ;)

আপনার আশা পূরণ হোক!

আপনার ভালোলাগা আর শুভকামনা সাথে রাখলাম। থ্যাঙ্কস লিমন ভাই, নিরন্তর শুভেচ্ছা।

৪৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অসাধারণ!!!


ঐদিনই পড়ছিলাম....... কমেন্টটা আজকে দিলাম :)

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ। আপনার টেস্ট এক্সামের জন্য শুভ কামনা রইল।

৪৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


গল্প লেখার হাত বেশ ভালো আপনার।পাঠককে দারুনভাবে আটকে রাখেন,এদিক ওদিক তাকানোর উপায় নেই‍‍!!


... পড়েছি আগেই...মন্তব্ব্য করা হয়ে ওঠেনি


চমৎকার লিখনিতে অনেক অনেক ভালোলাগা ...

:)

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

অস্পিসাস প্রেইস বলেছেন:
গল্প ভালো লাগায় সম্মানিত বোধ করছি চিরসজীব রাজকন্যা।

আপনি ও আপনার পুরো পরিবারকে শুভেচ্ছা।

৪৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

সাইনাস বলেছেন: আফসোস. ! :-( অসাধারণ নামে কোন বাটন নাই সামুতে. . .

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
প্রথম মন্তব্যে থ্যাঙ্কস ;)

৪৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

সাইনাস বলেছেন: আফসোস. ! :-( অসাধারণ নামে কোন বাটন নাই সামুতে. . .

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
কি আসে যায় মিস্টেকেনলি এসেছে, তবু দ্বিতীয় মন্তব্যে ডাবল থ্যাঙ্কস ;) ;)

আমি খুশি অসাধারণ নামে কোন বাটন নেই সামুতে। নইলে আপনার কমেন্ট মিস যেত!

আর সত্যি সাইনাস পেইন থাকলে নেগ্লেক্ট করবেন না। একটা x ray pns om view করে তাড়াতাড়ি ডাক্তার দেখান!

৪৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাইজান আউলা মানে পাগলাটে :)

আমি আাবার এই টাইপ লেখার বিরাট ফ্যান

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
হে হে হে হে B-) B-) B-) ,

দেখলেন প্রতিউত্তরে একটু কনফিউশন রাখলাম আর আপনি আবার কমেন্ট করলেন B-)) B-))

আগেই বুঝেছিলাম কিছু কিছু ক্যাচাল পোস্টে + কিছু কিছু সহজ পোস্টে একটু বেশি কমেন্ট আসে কি করে :!> । আপনাকে ভালো মানুষ পেয়ে তার একটা টেকনিকের একটু পাইলট টেস্ট করলাম আরকি :#> :#>

ভালো থাকবেন মাসুম ভাই। নিরন্তর শুভ কামনা :)

৪৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

শুঁটকি মাছ বলেছেন: "ল্যাপটপে কি করে?"
"ব্লগ করে"
"ব্লগ কিহ?"
"ওইযে!, বাংলা ফেসবুক, সবাই যে শাহবাগ করল!!"
"এটার দরকার কি? ফেসবুকে প্রবলেম কোথায়?"
"ওইটাও করে, দেড়মাস ধরে", আরেকপাশ থেকে আয়ার হাসিচাপা উত্তর। =p~ =p~ =p~ =p~ =p~
এত ইন্টারেস্টিং একটা লেখা এত দেরীতে চোখে পড়ল!!ওটা যেন কেবলই গল্প হয়,আর কিছু যেন না হয়। #:-S #:-S

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
এত দেরীতে চোখে পড়ল :(

তবুও চোখে পড়ল তো!! এতেই খুশি :P

আপনি ভালো থাকবেন। শুভ কামনা রইল আপু :)

৫০| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পটা পড়ার পর আমি স্তব্ধ হয়ে গেলাম।



কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না প্রশংসার জন্য, কারণ, আমার ভাণ্ডারে স্থিত কোনো বিশেষণই আপনার প্রাপ্য প্রশংসার জন্য পর্যাপ্ত নয়।

অসাধারণ।



শুভেচ্ছা থাকলো।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

অস্পিসাস প্রেইস বলেছেন:
একজন গুণীমানুষের প্রশংসা পেয়ে আপ্লুত হলাম।

৫১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

নিক নূরুল বলেছেন: ভাই ধাক্কাটা এতো জোরে না দিলে ও পারতেন। তা ও এলোমেলো শব্দমালা দিয়ে। ভাইরে তৃতীয়বার পড়ার পর সামলে উঠা সত্যিই কঠিন ছিল। মানুষ তো।

আরও ধাক্কা খাওয়ার অপেক্ষায় রইলাম।

অনেক শুভকামনা রইল।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার নতুন পোস্টের অপেক্ষায় রইলাম নূরুল ভাই। মন্তব্যে ভালো লাগলো। শুভকামনা রইল।

৫২| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

ভবঘুরের ঠিকানা বলেছেন: শুভকামনা রইল ।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ ভাই। আপনার কবিতা ভালো লাগলো। আপনাকেও শুভ কামনা।

৫৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: জব্বর লিখসেন ভাই ! একটানে পড়ে গেলাম !!!! দারুন !

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

অস্পিসাস প্রেইস বলেছেন: সর‍্যি আদনান ভাই, প্রতিউত্তরে দেরি হয়ে গেল। আপনার কমেন্ট অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।ধন্যবাদ।

৫৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: কই??? সত্যিই হারায়ে গেলেন নাকি?

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
না এহসান সাবির ভাই, হারাই নি। ব্যাস্ত ছিলাম।

আপনার শাস্তি... কবিতাটি ঘুরে এলাম। ভালো লাগলো।

শুভ কামনা রইল।।

৫৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ধূর্ত উঁই বলেছেন: সুন্দর । ভাল লেগেছে আপনার লেখা । :)

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। আমার ভালো লেগেছে আপনার সনেট কবিতা।
ভালো থাকবেন।শুভ কামনা।

৫৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক সুন্দর লিখছেন

আপনি এখন কোথায়??

আছেন তো??

শুভ কামনা

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ রাসেল।

এই যে, আমি ব্লগে :)

আপনার ভ্রমন কবিতা ভালো লাগলো। ভালো থাকবেন, অনেক শুভ কামনা রইল।

৫৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: লেখাটা পড়ে সত্যি একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম , চমৎকার ! আপনি অনেক পড়েন সেটা আপনার সংকলন পোস্ট দেখে বুঝেছি , মৌলিক লেখাও চমৎকার লিখেন সেটা ও বোঝা যাচ্ছে ।

অনেক শুভকামনা থাকলো ,নিয়মিত লিখবেন আশা করি ।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
প্রশংসার জন্য অনেক ধন্যবাদ।

আপনাকেও শুভ কামনা আপু।

যখন মন খারাপ থাকে তখন লিখি। মন ভালো থাকলে লিখতে ইচ্ছে করেনা! নিয়মিত মন খারাপ থাকলে নিয়মিত লিখব, হা হা হা হা ।

৫৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

আমি ইহতিব বলেছেন: এইটা কি ছিলো, কনফিউজড হয়ে গেলাম। কোন ভাষা খুঁজে পাচ্ছিনা মন্তব্য করার মতো।

সত্যিই চলে যাচ্ছেন না নিশ্চয়ই।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৪

অস্পিসাস প্রেইস বলেছেন: এই যে আমি এখানে :)

এইটা লিখতে যেয়ে নিজেকে কল্পনা করে চরম ইমোশনাল অত্যাচার গেছে :( মোটামুটি দুই টেবল চামচ সমপরিমান অশ্রু প্রবাহিত হয়েছে :(( :(( X((

আশা করি ভালো আছেন আপু। শুভ কামনা।

৫৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
অনেকদিন তো হয়ে গেল, নতুন পোস্ট দেন ||

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
নেক্সট বৃহস্পতিবার, রাত ১০:৩০ এ।

৬০| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

আরমিন বলেছেন: ভয়ংকর একটা লেখা!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
আমার গল্প পড়ায় সম্মানিত বোধ করছি আপু

নিরন্তর শুভেচ্ছা .......

৬১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনি আর লিখছেন না কেন? প্রিয় লেখার লিংক ধরে আসলাম।

অনিয়মিত ব্লগারদের যা হয়, তার চেয়ে একটু বেশি হলো আমার। এতো সুন্দর লেখাটা মিস করলাম।

অসাধারণ....এক কথায়।
সমালোচনা করার মতো সময় এটি নয়।

অনেক শুভেচ্ছা :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
হা হা হা হা...

আমি আপনার মন্তব্যের অপেক্ষা করছিলাম। কারন যারা প্রাঞ্জল, আপনি তাদের অন্যতম।

আপনি ভালো থাকবেন মইনুল ভাই :)

শুভ কামনা ।।

৬২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

অদৃশ্য বলেছেন:






আমি অনুভব করতে পেরেছি... আমি অনুভব করতে পেরেছি... আমারও চোখে জল চলে এলো...

অনন্য... এবং অনন্য...

দৃশ্যগুলো আমি দারুনভাবে সাজাতে পেরেছি আর তাতে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি... লিখাটি খুব খুব হৃদয় ছোঁয়া হয়ে গ্যাছে...


শুভকামনা...

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

অস্পিসাস প্রেইস বলেছেন:

আপনার মন্তব্যে সম্মানিত বোধ করছি।

শুভেচ্ছা রইল।

শুভ কামনা।।

৬৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

একলা ফড়িং বলেছেন: একদমই অন্যরকম!!


মন খারাপ করে দিতে পারার জন্য ধন্যবাদ!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

অস্পিসাস প্রেইস বলেছেন:

ধন্যবাদ একলা ফড়িং :)

আপনি জেনারেল হয়েছেন দেখে খুব ভালো লাগলো। কংগ্রাচুলেশন।

ভালো থাকুন নিরন্তর।

৬৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

জুনায়েদ রাহিমীন বলেছেন: অন্যরকম হাহাকার!!! :|

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
আমার ব্লগে স্বাগতম জুনায়েদ রাহিমীন :)

৬৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: এই লিখার ক্রিটিক করতে পারে এমন কোন বান্দা পৃথিবীতে জন্মাইছে বইল্লা মনে হয় না । এলিয়েন আনন লাগব ।
আমার পড়া এ যাবতকালের সেরা একটা গল্প । ফার্স্ট ক্লাস ।

ব্লগার স্বর্ণার অখানে ব্লগ নিয়া আপনার কমেন্ট পড়লাম , খুব খুব ভাল লাগা ছুয়ে গেল ।
শুভেচ্ছা রইল আপনার প্রতি ।

ভাল থাকুন ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

অস্পিসাস প্রেইস বলেছেন:

অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।


আপনার গল্প - ফাঁদ অসাধারন লাগলো!


শুভেচ্ছা রইল আপনার প্রতি ।

ভাল থাকুন :)

৬৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

আসিফ_মাহমুদ বলেছেন: অদ্ভুত সুন্দর লিখেছেন। একটানে পড়ে ফেললাম।
গল্পে টেনে নেয়ার গুন টা একটু বেশীই আছে আপনার। যত্নে রাখবেন।

ভাল থাকুন সবসময়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

অস্পিসাস প্রেইস বলেছেন:

ধন্যবাদ আসিফ ভাই, পাঠক হিসেবে গল্পটি পড়ার সময় আপনার একঘেয়েমি পেয়ে বসেনি, একটানে পড়ে ফেলেছেন, এটাই আমার সার্থকতা।

ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে আসায়। ভালো থাকুন সবসময়।

৬৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মাথার উপর দিয়ে গেলো !এম্নিতেই মন ভাল নেই পাড়াতে এক ভাবী মারা গেছেন আপনার লেখাটা পড়ে কি বলবো বুঝতে পারছি না- শুধু এক জায়গায় গিয়ে আটকে গেলাম- “ তুই......” ! ভাল থাকুন সব সময়!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

অস্পিসাস প্রেইস বলেছেন:

হ্যাঁ, "তুই" এর গল্প হিসেবে আমি আপনার একটি পোস্টকেই ইন্ডিকেট করেছি।

আপনিও ভালো থাকুন সবসময়! শুভ কামনা রইলো!

৬৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা এহসান ভাই।

সাথে বোনাস হিসেবেঃ

হ্যাপি রোজ ডে, কিস ডে, প্রপোজ ডে আর কি সব জানি আছে সেগুলো + ভ্যালেন্টাইন ডে আর প্রিয় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা :D

আপনাকে আমার ব্লগ বাড়িতে পেয়ে সবসময় ভালো লাগে। ভালো থাকুন নিরন্তর........

৬৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর লিখেছেন।
নতুন বছরের শুভেচ্ছা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনাকেও এক টুকরো মেঘের শুভেচ্ছা প্রিয় ব্লগার :)

৭০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৭

অর্থনীতিবিদ বলেছেন: উপস্থাপনাটা চমৎকার। মনে হলো নিজের চোখেই দেখছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ প্রিয় অর্থনীতিবিদ ভাই। সহজেই গল্পটি আপনার কল্পনায় আশ্রয় পেয়েছে, এটি একটি সার্থকতা আমার জন্য।

অনেক ধন্যবাদ পোস্টে আসায়। নিরন্তর শুভেচ্ছা...

৭১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি আর পোষ্ট দেন না কেন?

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৮

অস্পিসাস প্রেইস বলেছেন: ব্যাস্ততার জন্য

৭২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

সাদমান সাদিক বলেছেন: ইসরে !! অনেক দেরিতে পরলাম :) অসাধারণ লিখেছেন , শুভ কামনা রইল :-B

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

অস্পিসাস প্রেইস বলেছেন:

অনেক লেখার ভিড়ে আমার এই গল্প খুজে পেয়েছেন, খুব ভালো লাগলো সাদমান ভাই।

প্রশংসার জন্য ধন্যবাদ।

নিরন্তর ভালো থাকুন ভাই, শুভ কামনা......

৭৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

সুমন কর বলেছেন: কেমন আছেন? তা কিভাবে, আপনার সামুর সমস্যা সমাধান হলো? আপনাকে ফিরে পেয়ে ভাল লাগল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো আছি সুমন ভাই। পাসওয়ার্ড আর সার্ভার প্রব্লেম ছিলো, ঠিক হয়ে গেছে :)


অনেক ধন্যবাদ পোস্টে আসায়। নিরন্তর শুভেচ্ছা...

৭৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অস্পিসাস :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
আমার ব্লগবাড়িতে দর্শন দেয়ায় অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় জুন আপু :) :) আবেগাপ্লুত হলাম আপনার মন্তব্যে। কৃতজ্ঞ হলাম।


নিরন্তর ভালো থাকুন। শুভেচ্ছা ও শুভ কামনা......


৭৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অসাধারন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
ধন্যবাদ বৃত্তবন্দী শুভ্র :)


নিরন্তর ভালো থাকুন, শুভ কামনা......

৭৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

সুলতানা সাদিয়া বলেছেন: ভাল লাগল। অনুভূতিতে গা কেঁপে উঠেছে। অসম্ভব বোধের লেখা! ভাল থাকুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

অস্পিসাস প্রেইস বলেছেন:

ধন্যবাদ সুলতানা সাদিয়া, আমার ব্লগে স্বাগতম :)

ভালো থাকুন সবসময়, শুভ কামনা......

৭৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

বেকার সব ০০৭ বলেছেন: আপনার লেখাটা অনেক সময় নিয়ে পড়লাম, এক কথায় অসাধারন হয়েছে

সেই জন্যই বলি আপনি একটা জিনিয়াস পাবলিক।

লেখা লেখি করার(পোস্ট দেবার ) সময় ব্যাপক মাথা খাটান বটে

নতুন পোস্টের অপেক্ষায় আছি।

দোয়া করি ভাল থাকুন সুস্থ থাকুন

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:০০

অস্পিসাস প্রেইস বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ব্রো :)


সামু ব্লগে আপনার প্রথমবর্ষ পূর্তির জন্য অনেক শুভকামনা !:#P !:#P !:#P


আপনার চমৎকার সব ছবি ব্লগ চমৎকৃত করে আমাদের!


আপনিও ভাল থাকুন সুস্থ থাকুন , দোয়া রইলো।

৭৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১১

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :)

৭৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২২

সঞ্জীবনী বলেছেন: বাহ! সুন্দর লেখা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.