নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা প্রকৃতপক্ষেই স্বপ্ন দেখতে জানে, তাদের স্বপ্নগুলো বাস্তবের খুব কাছাকাছি থাকে, আমিও তাদেরই একজন হতে চাই, আমিও আমার স্বপ্ন গুলোকে ধরতে চাই, ছুতে চাই,ইচ্ছা মতো খাচায় বন্দি করেও রাখতে চাই।মানুষ হিসেবে আমিও সার্থপর! কিছুটা নয়,..........অনেকটাই সার্থপর

মোহাম্মদ নাজমুল হক

একটি স্বপ্নের পিছে ছুটছি............।মাত্র

মোহাম্মদ নাজমুল হক › বিস্তারিত পোস্টঃ

খুব বড় কোন ভুল করেছিলাম বলে ?

০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৬


ভাবিনি কিংবা ভাবনায় আসেও নি যে তোকে ছেড়ে , কোন একটা সময় কাটাতে হবে, যে তুই একটা দিন না দেখ ব্যস্ত হয়ে পড়তি অথচ আজ বেশ কয়েক বছর তো খুব নিশ্চিন্তে কাটিয়ে দিলে , আমার ও কেটে যাচ্ছে কোন না কোন ভাবে , হয় তোকে ভেবে , না হয় তোকে ভুলে ,
আজ ও মনে পড়ে সেই দিন টার কথা ,

অগ্রাহাণের রাতের তোমার কক্ষে সমস্ত আয়োজন করেই রেখেছিলে , আমি জানতাম তুমি এমনটাই চেয়েছিলে , অথচ দেখো আমি কেমন বোকাই রয়ে গেলাম , নিজেকে কেমন জড়ো সড়ো করে নিলাম, সেই দিন তুমি অনেক কিছু বলে ছিলে , সে গুলো আমার সামনে দিয়ে নদীর মতো বয়ে চলে গেলো, আমি দেখলাম , তুমি আমায় ব্যর্থ বলে ও উপহাস করলে আমি মেনে নিলাম, কিন্তু তা গায়ে মাখলাম না, মনে এক ধরণের জোর ছিলো না , আমি ব্যর্থ নই, আমি সফল, আমি সফল , আমি তখনও বসে বসে আমার স্বপ্নের কথা ভাবছি , ভাবছি, ভবিষ্যৎটা কেমন যাবে তা নিয়ে, হঠাৎ কি যেন একটা জিজ্ঞাস করেছিলে আমি তার উত্তর দিতে পারি নাই, তা নিয়ে ও অনেক কথা শুনালে , একটু রাগ হলে ও তোমার সামনে কিছু বলার সাহস হতো না , হতো না তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলার , ভাবতাম এটাই মনে হয় ভালোবাসা, কিন্তু এখন বুঝলাম এইটা ভালোবাসা নয়, এইটা এক গোয়ামে , নয় তো সেই দিনও তো আমি অফিস শেষ করে বাসায় ফিরতে পারতাম , আমি কেন বন্ধুদের আড্ডায় মেতে রইলাম , তাহলে তো আজ আর একা কাটাতে হতো না. ফেলতে হতো না নিরবে এক ফোটা জল ?
তুমিই ঠিক আসলে ই আমি ব্যর্থ , আমি ব্যর্থ , এখন আর কেউ আমায় , খাওয়অর জন্য বকাঝকা করে না , কিংবা ঘড়ি দরে ঘুমোনোর জন্যেও , এখন আমি স্বাধীন , বড্ড স্বাধীন , ভাবছি দুরে কোথাও চলে যাবো , যেখানে কেউ নেই , নেই আমার পরিচিত কেউ , কিন্তু কোথায় যাবো ? মাঝে মাঝে যে তোমায় দেখতে খুব ইচ্ছে করে তখন কি করবো। এই ভেবে আর যাওয়া হয় না..

তুমি কেমন আছো ? ভালো আছো তো ? তুমি তো জানোই আমি এমনই , বলতে শুরু করলে আর কারো কথা মনে থাকে না,, বলতেই থাকি . তুমি রাগ করো নিতো ?
যাই হোক , ডাক্তার বলেছে বেশি দিন নেই মনে হয়, খুব শীগ্রই দেখা হবে আবার দুজনার . এইবার আর তোমায় হারাতে দিবো না .। ডাক্তার বলেছে। কিন্তু তা কবে এখনও ঠিক জানিনা. তবে নিজের কাছেও মনে হচ্ছে খুব শীগ্রই . দেখা হচ্ছে আমাদের ..কি আনবো তোমার জন্য ? কাশফুল . নাকি রজনীগন্ধা ?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.