নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা প্রকৃতপক্ষেই স্বপ্ন দেখতে জানে, তাদের স্বপ্নগুলো বাস্তবের খুব কাছাকাছি থাকে, আমিও তাদেরই একজন হতে চাই, আমিও আমার স্বপ্ন গুলোকে ধরতে চাই, ছুতে চাই,ইচ্ছা মতো খাচায় বন্দি করেও রাখতে চাই।মানুষ হিসেবে আমিও সার্থপর! কিছুটা নয়,..........অনেকটাই সার্থপর

মোহাম্মদ নাজমুল হক

একটি স্বপ্নের পিছে ছুটছি............।মাত্র

মোহাম্মদ নাজমুল হক › বিস্তারিত পোস্টঃ

একটি ই-কমার্স ভাবনা ।খোলামেলা আলোচনা । পর্ব-০১

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:৫২

ই-কমার্স , ব্যবসার ইলেক্ট্রনিক্স র্ভাসন । বর্তমান বিশে ই-কমার্স এর জনপ্রিয়তা বেশ লক্ষণীয় । সেই সাথে এর জনপ্রিয়তা দিন দিন বাংলাদেশেও বাড়ছে । বর্তমানে বাংলাদেশে ৯ হাজার + ফেইসবুক পেইজ , এবং নামে বেনামে , ছোট বড় মিলিয়ে ২০০০+ ইকমার্স ওয়েব সাইট আছে যাা কম বেশী ব্যবসা করছে । সময় টা এখন হুজুগের সময় চলছে । তাই অনেকেই না বুঝে না জেনে এই সেক্টর এ নেমে পড়ছে , ব্যবসায়িক জ্ঞান না থাকলে একটা সময় পর এদের মধ্যে অনেকেই মার্কেট থেকে ছিটকে যাবে । এটাই স্বাভাবিক , যা পৃথিবীর সব সেক্টর এর মতোই । আপনি যদি ঠিক করেন যে ই-কমার্স ব্যবসা আপনার জন্য তাহলে আগে এই সেক্টর নিয়ে গবেষনায় নেমে পড়েন , জানতে থাকুন , বুঝতে থাকুন , প্রয়োজনে ৩ মাস ৪ মাস পর থেকে শুরু করেন , তবে বুঝে শূনে শুরু করেন । তাতে লাভ না হোক লস হবে না । আর যদি হুজুগে নামেন তাহলে কিছুই বলার নেই, তবে এই সেক্টরটাকে আপনি আপনার আগামী দিনের জীবিকা নির্ভর সেক্টর করে নিতে পারেন , যদি একটু জেনে বুঝে নামেন তাহলে । আরেক টি দিক লক্ষণীয় সেটা হলো , আমরা কপি পেষ্ট করতে অভস্ত হয়ে গেছি , তাই অন্যের চিন্তা চুরি করতে ব্যস্ত থাকি , যা কখনই সফলতা বয়ে আনে না , কারণ আপনার স্বপ্ন আপনার কাছে যতটা সচ্ছ আমার কাছে ততটা নয় , সুতরাং নতুন কিছ নিয়ে ভাবতে শিখুন , উনি কাপড় বিক্রয় করছে আমিও করবো , এমন চিন্তা থেকে বের হয়ে এসে , নতুন কোন পণ্য নিয়ে ভাবতে শিখুন , তাহলে মার্কেটে টিকে থাকতে পারবেন অনেক দিন । অন্যথায় ছিটকে পড়ার সম্ভবনা অনেক বেশী ।

অনেকেই মনে করছে বিদেশী কম্পানী গুলো আসলে আমাদের ছোট কোম্পানীরা বসে পড়বে , ব্যপার টা আপনার কাছে এমন মনে হলেও আমার কাছে মনে হয় ভিন্ন , কেন জানি আমার মনে হয় বিদেশী কোম্পানী আসলে আমাদের ব্যবসা আরো বাড়বে । তবে হ্যাঁ সেই জন্য অবশ্যই আপনাকে মার্কেট সর্ম্পকে ভালো ধারণা রাখতে হবে । রাখতে হবে ব্যবসায়িক জ্ঞান ও, তবেই আপনি তাদের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে পারবেন । না হয় , আপনাকে খুজতে দুরবীক্ষণ লাগতে পারে । সুতরাং আপনার মনে যদি এই রকম সংশয় থাকে যে বিদেশী কোম্পানী আসলে আমাকে বসে পড়তে হবে , তাহলে আপনি ৩টা কাজ করতে পারেন , এক আপনার এখনই বসে পড়া উচিত , দুই- আপনি আজ থেকে ব্যবসায়িক জ্ঞান অর্জন করা শুরু করেন আর শেষ এই টা করতে পারেন তবে যদি আপনার মনে হয় তাদের সাথে পাল্লা দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না , তাহলে তারা আসার আগ পর্যন্ত ভালো ভাবে ব্যান্ডিং করে , আপনার সাইটের একটা পরিচিতি লাভ করার পর যখন ওরা আসবে তখন তাদের কারো কাছে বিক্রয় করে দেওয়া , যেটা বর্তমান বিশ্বে অনেকেই করতেছে । তবে হ্যাঁ তার জন্য আপনার ব্যাবসায়িক জ্ঞান এবং মার্কেটিং জ্ঞান ভালো জানা থাকতে হবে । জানতে হবে কিভাবে একটি ব্যান্ডকে সবার কাছে পরিচিতি করতে হবে সেই জ্ঞান । তার পর আপনি চাইলে তা বিক্রয় করতে পারেন না হয় , তখন আপনার জনপ্রিয়তার কারণেই আপনি মার্কেটে টিকে যাবেন । কাস্টোমার আপনার ব্যান্ড দেখে পণ্য কিনবে । যদি আপনার পণ্য ভালো হয় তবে ।

আমাদের একটা বড় সমস্যা কি জানেন ? আমরা পর নির্ভরশীল হতে পচন্দ করি বেশি , যেখানে গুগল সার্চ দিলে ১মিনিটেরও কম সময়ে আমাদের প্রশ্নের উত্তর চলে আসে , সেই খানে আমরা দিনের পর দিন সেই উত্তর জানার জন্য কারো না কারো পিছে ঘুরি । তাই আপনাকে গুগল এর ব্যবহার জানতে হবে , অবশ্যই , যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি হবেন একজন অনলাইন ব্যবসায়ী ।
আপনি একটু ভাবুন , আপনার মহল্লায় একটি ছোটখাটো দোকান দিলে তার জন্য আপনি সহ আরো একজন লোক দরকার পড়ে বেচাকেনা করার জন্য , কারণ একার পক্ষে সারা দিন দোকানদারি করা সম্ভব নয় । আর পুজি ? তা তো কম করে হলে ও ৫ লাখ । আর যখন আপনি ভাববেন যে আপনি আপনার এলাকাতেই হোম ডেলিভারি সার্ভিস চালু করবেস তখন ডেলিভারি করার জন্য আরো ২ জন লোক দরকার পড়বে । দরে নিলঅম আপনি ফোন কলের মাধ্যমেই অর্ডার নিবেন । তবে যারা আপনাকে ফোন করে অর্কাডার করবে তাদের সাথে কথা বলার জন্য আপনার আরো ১/২ জন লোক দরকার । আর পুজি আরো কিছু বাড়াতে হবে । তাহলে সামন্য একটা দোকান যেখান থেকে আপনি ফোন কলের মধ্যমে কেবল আপনার এলাকাতেই ডেলিভারি করবেন তখন আপনার পুজি ৮/১০ লাখ এবং লোক দরকার পড়বে কম করে ধরলেও ৫/৬ জন । তবে যখন আপনার র্টাগেট সারা ঢাকা শহর , এমন কি সারা বংলাদেশ । তখন কিভাবে ভাবেন যে আপনি একাই সব পারবেন ? আবার তখন আপনার ওয়েব সাইট দেখাশুনা করার জন্য আরো এক কি দু জন লোক দরকার , সাথে ফেইসবুক, ফোনকল তো আছে । তবে কি ভাবছেন , পারবেন ? যদি আপনার মনে হয় পারবেন তাহলে আর কিছুই বলার নেই । তবে আমি যদি বলি তবে একটা কথাই বলবো যদি সফল হতে চান তবে হয় আপনাকে একটা বড় প্রকার ইনভেস্ট করতে হবে , না হয় একটা ভালো টিম গঠন করতে হবে । তবেই আপনার সফল হওয়াটা সম্ভব । ভাই সর্ব শেষ একটা কথা্ বলবো “ওয়ান ম্যান আর্মি হবেন “ এই ভাবনা থেকে বের হয়ে আসেন ।
বি:দ্রা : সম্পূর্ণ নিজেস্ব মতামত । হয়তো আপনার ভাবনার সাথে মিল না ও হতে পারে ।
চলবে ............................................

কোন প্রশ্ন থাকলে করতে পারেন । ফেইসবুকে আমি ক্লিক করুন

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৩০

মহা সমন্বয় বলেছেন: বর্তমানে বাংলাদেশে ইকমার্স ব্যবসার খুব খারাপ অবস্থা :( পরিচিত কয়েকজন লস খেয়ে বসে আছে।
ব্যাপারট যতটা সহজ মনে হয় অতটা নয়। তবে আমার মনে হয় যারা এ ব্যাবসা করে তাদের নিজেদেরই দায় বেশি, Customer satisfaction বেশীদিন ধরে রাখতে পারে না। আছে আরও কিছু কারণও।
তবে আপনার লেখাটা গুরুত্বপূর্ণ, চালিয়ে যান সাথেই আছি। :)

২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

মোহাম্মদ নাজমুল হক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ । তবে হ্যাঁ সকল ব্যবসায়ই লাভ লস আছে থাকবে , আর এই সেক্টরে মানে ই-কমার্স সেক্টর তো এখনও তেমন কোন পর্যায়ে যায় নি , যে এখন্ থেকে অনেক কিছু করবেন , তবে হ্যাঁ লেগে থাকলে আর ব্যবসা বুঝে ব্যবসা করলে অনেক কিছু করার যাবে । তবে সেই জন্য আাপনার কে আবেগ দিয়ে নয় ব্যবসায়ীক জ্ঞন দিয়েই ব্যবসা করতে হবে ..।

২| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০২

নয়ন বিন বাহার বলেছেন: গভীর ভাবনা ভেবেছেন।
ধন্যবাদ......

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৪

মোহাম্মদ নাজমুল হক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.