নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

সে বলল, \'মাপিয়েছেন? কত জ্বর?\' আমি বললাম, \'না, মাপি নি\'।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০২

"ধবধবে সাদা এপ্রোন পরা তরুণী ডাক্তার মেয়েটার দিকে আমি তাকালাম না।
সে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো, তারপর বলল, 'চোখ অমন লাল কেন?'
আমি বিড়বিড় করে বললাম, 'জ্বর'।
সে বলল, 'বেশী?'
আমি বললাম, 'হুম'।
সে বলল, 'মাপিয়েছেন? কত জ্বর?'
আমি বললাম, 'না, মাপি নি'।
সে সিস্টারকে ডাকল, 'এই সিস্টার, থার্মোমিটারটা কই? থার্মোমিটার দিয়ে যান'।
আমি বিড়বিড় করে বললাম, 'থার্মোমিটার? থার্মোমিটার কেন?'
সাদা এপ্রোন পরা তরুণী ডাক্তার মেয়েটা তার কাজলমাখা গভীর কালো চোখ তুলে তাকালো। সেই চোখে প্রবল বিস্ময়! আমার হৃদস্পন্দন মুহুর্তখানেকের জন্য থমকে গেলো। কাজল চোখের তরুণী ডাক্তার আমার টকটকে লাল চোখের দিকে খানিক অপলক তাকিয়ে থেকেই হঠাৎ কপাল কুঁচকে বলল, 'থার্মোমিটার কেন মানে? আপনার জ্বর মাপতে হবে না?'
আমি ভীতসন্ত্রস্ত হরিণের মত চোখ নামিয়ে নিলাম, খানিক তাকিয়ে রইলাম ধবধবে সাদা মেঝের দিকে, তারপর ফিসফিস করে বললাম, 'কেন? কপালে হাত রেখেও তো জ্বর মাপা যায়, যায় না...???

- #থার্মোমিটার

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৭

আনিসা নাসরীন বলেছেন: মিষ্টি ভালবাসা।

সুন্দর।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৫

ন্যানো ব্লগার ইমু বলেছেন: ব্লগেও রেডিও মুন্নার গল্প পাওয়া গেল শেষ পর্যন্ত!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০২

চাঁদগাজী বলেছেন:



ডাক্তারের কাছে যেতে হাতমুখ ধুয়ে, দাঁত পরিস্কার করে, পরিস্কার কাপড় পরে যাবেন; তখন কপালে হাত দেবে

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

জগতারন বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
ডাক্তারের কাছে যেতে হাতমুখ ধুয়ে, দাঁত পরিস্কার করে, পরিস্কার কাপড় পরে যাবেন; তখন কপালে হাত দেবে।


এই অভিমতটি একদম বাস্তব ও সত্যের খুব কাছাকাছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.