নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

ছোট বোনকে মাস্ক পরিয়ে বড় বোন মৃত্যুর কোলে,বিশ্ব বিবেক জাগবে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪



এই একটি ছবিই জাগিয়ে তুলতে পারে বিশ্ব বিবেক। ছবিটিতে দেখা যাচ্ছে সিরিয়ায় এক ধ্বংসাত্মক রাসায়নিক গ্যাস হামলায় আহত ছোট বোনকে কোলে নিয়ে অক্সিজেন মাস্ক পড়িয়ে ধীরে ধীরে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লো বড় বোন

অক্সিজেন মাস্ক ছিল ১টি আর প্রান ছিল ২টি । বোনের চেয়ে সে নিজেই আহত ছিল বেশী ।
আর এটাই হল বর্তমান সিরিয়া, যে জায়গাটা এখন মুসলমানদের লাশের স্তূপ । প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। মানবতা আজ কোথায়?

কিছু বিকৃত মস্তিষ্কের মুসলমানদের জন্য আজকে এই অবস্থা X(( । আমাদের সবার ধার্মিকের চেয়ে মানবিক হওয়ার প্রয়োজন বেশি বলে মনে হয় আমার।

মন্তব্য ৯৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

মায়াবী ঘাতক বলেছেন: এই বাস্টার্ড আল আসাদ যতদিন ক্ষমতায় থাকবে সিরিয়ার অবস্থার কোন পরিবর্তন হবে না। লিখে রাখতে পারেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

অতনু কুমার সেন বলেছেন: ভাই ঠিক বলেছেন আমারও তাই মনে হয়

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


আরবেরা আগে তলোয়ারের কোপে মারতো, এখন গ্যাস দিয়ে মারছে; এটা আরো অনেক বছর চলবে ওখানে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

অতনু কুমার সেন বলেছেন: কিছু বলার নাই রে ভাই

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

আবু তালেব শেখ বলেছেন: কিছু বিকৃত মস্তিষ্কের মুসলমানদের জন্য আজকে এই অবস্থা,,,,,,, আপনি যদি মধ্যপাচ্যের সব মুসলমানদের ও বিকৃত বলেন তাতেও ভুল হবে না।
রাশিয়া, আমেরিকার তাবেদারি করতে করতে এদের মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে। একজন মুসলমান হিসেবে আমি এটা সহ্য করতে পারিনা। ইউটিউব বা নিউজে যখন এই বিভৎস হত্যাকান্ড দেখি শিউরে উঠি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

অতনু কুমার সেন বলেছেন: ভাই ছবিটা দেখার পরে আমার নিজেকে বারবার প্রশ্ন করতে ইচ্ছে করে আমরা কি মানুষ !!

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: এই ছবিটি দেখে বোনের ভালোবাসা গভীরভাবে ফুটে উঠেছে সাথে সিরিয়ার নিষ্ঠুরতা ।
মুসলিম হত্যা আজ কেন যেন সাধারণ ব‍্যাপার হয়ে গেছে । অহরহ মুসলিম হামলা বেড়েই চলছে ।
আজ এই দুইটি শিশু বেঁচে থাকলে একসাথে অন্য রকম একটা সুন্দর জীবন পেতো , মানুষ এতোই হিংস্র, শিশুরা ও রেহাই পাচ্ছে না ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০

অতনু কুমার সেন বলেছেন: কিছু বলার নাই রে ভাই, তবে যারা বাচ্চা দুটিকে মেরেছে তারাও মুসলমান নামধারী মানুষ!! তাদের কাছে ধর্ম বড় মানুষ বড় নয়

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বড়বোন মারা গেলে মাস্ক কী ধরে রাখতে পারত? ছোটবোনকে কোলে রাখতে পারত?

যাইহোক ১,২ জন না মারা যাচ্ছে হাজারে হাজারে। আসাদ জল্লাদের চেয়েও নির্দয়। হরামির পতনের কোন লক্ষন দেখছি না।।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২

অতনু কুমার সেন বলেছেন: মানুষ হিসাবে আমাদের কিছু করা উচিত তাদের জন্য

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

আবু তালেব শেখ বলেছেন: এরা কুকুরের ন্যায় আচরন করছে। একদল আরেক দলকে কামড়াচ্ছে। ককুরের প্রভু হিসাবে রয়েছে, রাশিয়া,আমেরিকা,সৌদি আরব

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

অতনু কুমার সেন বলেছেন: মানুষ হিসাবে আমাদের কিছু করা উচিত তাদের জন্য ! এই অসহায় মানুষগুলোকে নিয়ে আমাদের একটু ভাবা উচিত। আর কিছু না পারি বিভিন্ন ফোরামে গিয়ে আমরা comments, লেখালেখি তো করতে পারি।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২

আবু তালেব শেখ বলেছেন: একতরফা আসাদের দোষ দিলে হবে না, আমেরিকা সিরিয়ায় সরকার উচ্চেদের বাহানায় বিভিন্ন বিদ্রোহী গ্রুপ তৈরি করেছে। যুদ্ধ জিইয়ে রাখতে চাইছে অস্ত্রব্যবসা, নিজের প্রভাব বিস্তারের জন্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

অতনু কুমার সেন বলেছেন: তাই বলে নিরীহ বাচ্চা গুলোর উপর এই অমানুষিক বর্বরত!!

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রোহিঙ্গা সমস্যাই যাচ্ছে না আর ----
আমরা আরবদের ভালোবাসি, কিন্তু তারা আমাদের পাত্তা দেয় না। ওদের চেয়ে জাপানীরা ভাল, পরিচ্ছন্ন সভ্য জাতী।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২১

অতনু কুমার সেন বলেছেন: খুব ভাল বলেছেন

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

আহমেদ জী এস বলেছেন: অতনু কুমার সেন ,




আপনার পোস্টের শেষ লাইনটিই প্রনিধান যোগ্য ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২১

অতনু কুমার সেন বলেছেন: আসেন ভাই বুক মিলাই। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধার্মিকের চেয়ে মানবি হওয়া উচিৎ- একমত পোষণ করি।
কাউকেই বুঝাতে পারি না, ধর্মীয় কুপমুন্ডুকতাই যে আজকের দিনের রক্তেপাতের জন্য সবচেয়ে বেশি দায়ী।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

অতনু কুমার সেন বলেছেন: আসেন ভাই বুক মিলাই। বেশি কিছু কইতে পারি না ভাই তাইলে কইবো আবার আমারে আমি নাস্তিক :(

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমাদের সবার ধার্মিকের চেয়ে মানবিক হওয়ার প্রয়োজন বেশি বলে মনে হয় আমার।

-এই কথা কারে বোঝাবেন? যে বুঝবে তার ক্ষুধা তারে অন্ধ করে ফেলছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

অতনু কুমার সেন বলেছেন: ভাই আমি হয়তো কাউকে বুঝাতে পারবোনা । আমি শুধু আমার অনুভূতিগুলো প্রকাশ করছি মাত্।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই মেয়েটার কাছ থেকে অন্তত আমারা শিখে নিই কীভাবে বেঁচে থাকতে হয়

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫০

অতনু কুমার সেন বলেছেন: :( এই মানুষত্বের চেতনা আমাদের মাঝে নেই। আমরা শুধু ধর্ম বুঝি

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৯

মাআইপা বলেছেন: ক্যাপশনের সাথে ছবিটা দেখে চোখে জল এসে গেল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৫

অতনু কুমার সেন বলেছেন: চোখে জল তো ভাই আমারও আসছে কিন্তু কিছু করার নেই আমাদের :(

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৪

সোহান সিদ্দিকী বলেছেন: ছবিটা দেখে বুকটা ফেটে গেল, নাকে সর্দি লাগল কিন্তু চোখে জল আসল না | তবে কি আমিও নির্দয় ?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৭

অতনু কুমার সেন বলেছেন: HMM, আপনি নির্দয়

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু বিকৃত মস্তিষ্কের মুসলমানদের জন্য আজকে এই অবস্থা।

বিকৃত মস্তিষ্ক আমাদের দেশেও অভাব নাই।
গলাকাটাদের দলে যোগ দিতে আমাদের দেশ থেকেও দুহাজারের মত গেছিল। ব
কিছু শিক্ষিত তরুণীও গেছিল গলাকাটা কশাইদের যৌনসেবা যৌনখুধা মিটাতে।
কিন্তু লাভ হয়নি। ৩ বছর পর পুরান মাল ৫ বাচ্চা সহ ফেরত এসেছিল

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৮

অতনু কুমার সেন বলেছেন: একদম ঠিক বলছেন ভাই

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০৭

হাফিজ বিন শামসী বলেছেন:
মানুষই আজ মানুষের বড় শত্রু। সারা বিশ্বের মানুষ সামান্য কিছু দুষ্টু লোকের খেলনায় পরিণত হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১০

অতনু কুমার সেন বলেছেন: কি আর করার আমাদের আছে বলেন, এবং এর পরিণাম ভোগ করছি কিছু অবুঝ শিশু

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৮

রানার ব্লগ বলেছেন: আরবরা জাতিগত ভাবে হিংস্র !!! ওদের মধ্যে মানবতাবোধ বলে কিছু নেই ছিলও না ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৪

অতনু কুমার সেন বলেছেন: ভাইরে এই ভুলগুলো হলো আমাদের চিন্তা চেতনার মধ্যে আমাদের চিন্তা-চেতনা পরিবর্তন করা উচিত, ঠেলায় পড়লে সবার ভিতরেই মানবতা জেগে উঠে

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটা দেখে বেশ কষ্ট লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৪

অতনু কুমার সেন বলেছেন: কষ্ট তো আমারও লাগছে ভাই কি আর করা

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৫

সৈয়দ ইসলাম বলেছেন:



সে জায়গায় আজ মুসলমানের লাশের স্তুপ, সেই স্তুপগুলো তৈরিকারীও মুসলমান।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৬

অতনু কুমার সেন বলেছেন: জ্বি ভাই আপনি main point এ কথা বলছেন, আপনাকে ধন্যবাদ

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: "কিছু বিকৃত মস্তিষ্কের মুসলমানদের জন্য" শুধু আজকেই এই অবস্থা নয়, আগেও এরকম অবস্থা অনেক হয়েছে - ইতিহাস তাই বলে | কারবালার প্রান্তরে তৃষ্ণার্থ শিশুদেরও পানি পান করতে দেয় নাই এই অমানুষ আরবরাই | সম্রাট শাহজাহানের সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদেরই আপন ভাই |

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৯

অতনু কুমার সেন বলেছেন: কথার মানে তো একই দাঁড়াচ্ছে তাই না, আমাদের সবচাইতে বড় ধর্ম হলো আমরা মানুষ এটা আমাদের বুঝতে হবে

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০০

মলাসইলমুইনা বলেছেন: সিরিয়ার এই ঘটনার পেছনে শুধু "কিছু বিকৃত মস্তিষ্কের মুসলমানদের"-ই দেখলেন আন্তর্জাতিক আর কোনো প্লেয়ারদের দেখলেন না ? অবশ্যই মুসলমানদের দায়িত্ব আছে এই ঘটনার পেছনে কিন্তু অন্য শক্তিগুলোও কিন্তু কম দায়ী নয় | আসাদকে সরানোর জন্য অস্রের যোগান কিন্তু অনেকেই দিয়েছে | শুধু মুসলিমরা নয় |

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২২

অতনু কুমার সেন বলেছেন: ভাই একটা বিষয়ের অনেক কারণ থাকতে পারে কিন্তু আপনার main point আসতে হবে । আর main point i হলো ধর্ম

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের সবার ধার্মিকের চেয়ে মানবিক হওয়ার প্রয়োজন বেশি বলে মনে হয় আমার। ..........এই শব্দটা মনে ধারণ করলে পৃথিবীতে হানাহানি একেবারেই বন্ধ হয়ে যেতে পারে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৩

অতনু কুমার সেন বলেছেন: সহমত পোষণ করছি আপনার সাথে ভাই। ধন্যবাদ

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

আকিব হাসান জাভেদ বলেছেন: খুবই মর্মাহত হলাম। মানবিকতা আজ হারিয়ে গেছে। ধর্মের নামে যত সব অপকর্ম আর হত্যাকান্ড কবে শেষ হবে। আমরা সত্যিই অসহায়। খোদা সবাইকে হেদায়াত করুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৫

অতনু কুমার সেন বলেছেন: ভাই শুধু খোদার উপর নির্ভর করলে হবে না আমাদের নিজেদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯

ধ্রুবক আলো বলেছেন: মানবতা এখন কাল্পনিক বয়ে যাচ্ছে। আমরা মুসলিমরাই নিজেরা এক নই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৭

অতনু কুমার সেন বলেছেন: ভাই মুসলমান কথাটা এখানে আসছে কেন? আমরা যদি কোন ধার্মিক হিসেবে চিন্তা না করে মানুষ হিসেবে চিন্তা করি তাহলেই আমরা সমাধান পেতে পারি

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২

নিরাপদ দেশ চাই বলেছেন: মানবতা '' শব্দটার অস্তিত্ব কেবল ডিকশনারিতে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২০

অতনু কুমার সেন বলেছেন: মানবতা এখনো মানুষের মাঝে আছে। আপনার মাঝেই আছে ধর্ম বর্ণ পোশাক-পরিচ্ছেদ ধন-সম্পদ এগুলো বাদ দিয়ে মানুষ হিসাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন ! আসলে main problem টা হলো আমাদের চিন্তা চেতনার মধ্যে

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানুষের সীমাহীন লোভের বলি হচ্ছে এই নিষ্পাপ ফুলের মত শিশুগুলো। কেউ ক্ষমতার লোভে আর কেউ ধর্মকে সঠিকভাবেই না বুঝে এই অনাচারগুলো অবলীলায় করে যাচ্ছে। এদের বিচারও একদিন অবশ্যই হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

অতনু কুমার সেন বলেছেন: মানুষের সীমাহীন লোভের বলি হচ্ছে এই নিষ্পাপ ফুলের মত শিশুগুলো। কেউ ক্ষমতার লোভে আর কেউ ধর্মকে সঠিকভাবেই না বুঝে এই অনাচারগুলো অবলীলায় করে যাচ্ছে। এদের বিচারও একদিন অবশ্যই হবে।

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: মানবতা আজকাল কোথাও হয়তো নেই!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

অতনু কুমার সেন বলেছেন: মানবতা এখনো মানুষের মাঝে আছে। আপনার মাঝেই আছে ধর্ম বর্ণ পোশাক-পরিচ্ছেদ ধন-সম্পদ এগুলো বাদ দিয়ে মানুষ হিসাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন ! আসলে main problem টা হলো আমাদের চিন্তা চেতনার মধ্যে

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

কামরুননাহার কলি বলেছেন: পৃথীবির মানুষ ধিরে ধিরে ভয়ংকর, হয়ে যাচ্ছে মানুষ থেকে অমানুষ, অমানুষ থেকে জন্তু রূপ ধারণ করছে। জানিনা এর পর কি হবে! তাই শুধু দোয়াই করবো আল্লাহ যেনে পৃথীবিটা রক্ষা করেন হেদায়েত করেন পৃথীবির মানবজাতিকে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৩

অতনু কুমার সেন বলেছেন: আল্লাহ যেনে পৃথীবিটা রক্ষা করেন হেদায়েত করেন পৃথীবির মানবজাতিকে ! সাথে আমাদের চিন্তা-চেতনা ও পরিবর্তন আনতে হবে

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

জুন বলেছেন: এই মেয়েটি ছাড়াও বালুচরে উপুর হয়ে পরে থাকা নিথর আয়লানের কথাও মনে পরে গেলো আপনার পোষ্ট দেখে । এখন কি বিশ্ব বিবেক কেঁপে উঠে না ! নাৎসী বাহিনীর সেই হলোকাস্ট যা এত বছর পরেও পশ্চিমা বিশ্বের আগা থেকে মাথা সবার চোখে অশ্রুর নহর বইয়ে দিচ্ছে, আজ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই অঘোষিত হলোকাষ্টে মারা যাওয়া এদের দেখে কোন অনুভুতি জাগে না কেন তাদের !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৪

অতনু কুমার সেন বলেছেন: কিছু বলার নেই

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

নতুন নকিব বলেছেন:



২১ নং মন্তব্য ভাল লাগলো।

সামগ্রিক দৃষ্টিকোন থেকে বিচার করতে হবে। এসবের জন্য অবশ্যই আরবরা দায়ী, তবে তাদের দাবার ঘুঁটি বানিয়ে যারা খেলে যাচ্ছেন- তেল আর স্বর্ন লুটেরা সেই খেলোয়ারদের আড়াল করার কোনও সুযোগ নেই। তাদের মুখোশও উম্মোচন হোক। বিশ্বটাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেয়া এই অমানুষগুলোর কারনেই আজ রক্তাক্ত সিরিয়া। রক্তাক্ত ইরাক। রক্তাক্ত লিবিয়া। তাদের কারনেই রক্তস্নাত আফগানিস্তানের পাহাড়ি পাথুরে মাটি।

মানবতাবোধ জাগ্রত হোক বিশ্ব মোড়ল সেজে বসা ইঙ্গ-মার্কিন-রাশিয়ান বর্বরদের ভেতর- যারা পাইকারিভাবে বোম ফেলে বনি আদম নিধন করে যাচ্ছে তাবত দুনিয়াজুড়ে। আরবরাও পদলেহন ছেড়ে মানুষ হোক আবার।

মানবিক পোস্ট। অনেক ধন্যবাদ, ভাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

অতনু কুমার সেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

ভাই একটা বিষয়ের অনেক কারণ থাকতে পারে কিন্তু আপনার main point আসতে হবে । আর main point ই হলো ধর্ম

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

আবু সায়েদ বলেছেন: সিরিয়ার এটা যুদ্ধ নয়, গনহত্যা। একতরফা কি যুদ্ধ হয়? একদিকে কসাই আসাদ-পুতিন, আরেকদিকে নিরীহ মহিলা-শিশু।
মহিলা শিশুদের হত্যা করে কিসের যুদ্ধ?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯

অতনু কুমার সেন বলেছেন: :(

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

আবু সায়েদ বলেছেন: এ যুদ্ধ ধর্মের চেয়ে ক্ষমতার জন্য বেশ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৬

অতনু কুমার সেন বলেছেন: :(

৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

টারজান০০০০৭ বলেছেন: মুসলমানদের জন্য আপনার সহানুভূতি দেখিয়া আপ্লুত হইলাম। তা কাশ্মীর , গুজরাটের হত্যাকান্ড, ধর্ষণের শিকার মুসলমানদের কথা একটু লিখুন, রোহিঙ্গাদের কথা লিখুন ? তাহারা কাহাদের শিকার হইল, কোন বিকৃত মস্তিস্কদের শিকার হইল ?

সিরিয়ায় ধর্মের ভূমিকাতো অনেক আগেই শেষ হইয়াছে। ধর্মের নামে যাহারা যুদ্ধ করিত তাহারা আর নাই। শুরু হইয়াছে আরব বসন্ত দিয়া, আরব বসন্তের খেলোয়াড়রাই এখনো খেলিতেছে, সম্পদ ও প্রভাব হারানোর আশংকায় রাশিয়া যোগ দিয়াছে !

রোমান সাম্রাজ্যের গ্লাডিয়েটরদের কথা মনে আছে ! রোমানদের উত্তরসূরিরাই এখন সিরিয়ায় খেলিতেছে, সঙ্গে যোগ দিয়াছে চীন, রাশিয়া ! যুক্তরাষ্ট্র, রাশিয়া, , চীন, জার্মানি , ব্রিটেন, এরা হইল অভিজাত সমাজের প্রতিনিধি। ইরান , সৌদি আরব এরা হইল সামরিক কর্মকর্তা যাহারা অভিজাতদের প্রতিনিধিত্ব করিতেছে, স্বার্থ দেখিতেছে ! আসাদ ও তার বিরোধীরা হইল গ্লাডিয়েটর, যাহারা পশুর সাথে যুদ্ধ না করিয়া নিজেদের মধ্যে করিতেছে ! অভিজাতরা অস্ত্র দিতেছে, বাহবা দিতেছে ! এখানে ধর্ম নাই। সবই রাজনীতি। সাধারণ মুসলমানরা ক্ষমতা ও সম্পদের লড়াইয়ের শিকার !

"কিছু বিকৃত মস্তিষ্কের মুসলমানদের জন্য আজকে এই অবস্থা"
আপনি পুতুল নাচ দেখিলেন , বিকৃত মুসলমান দেখিলেন, উহার পিছনের বিকৃত নাচুনেদের দেখিলেন না ? যত দোষ মুসলমান ঘোষ দেখা যাইতেছে ! কেষ্টা বেটাই চোর !

৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: খুব কষ্ট লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১০

অতনু কুমার সেন বলেছেন: তাতো লাগাটাই স্বাভাবিক :(

৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

আখেনাটেন বলেছেন: ক্ষমতা ও টাকা এই দুই জিনিষ মধ্যপ্রাচ্যের মোল্লা এবং পশ্চিমাদের হায়েনা করে দিয়েছে। রক্তের হোলি খেলায় মত্ত এই দুই পিশাচ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৯

অতনু কুমার সেন বলেছেন: সহমত পোষণ করছি আপনার সাথে

৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: মানবতা বিহীন ধর্ম/ধার্মিক-কে ধর্ম/ধার্মিক না বলে ব্যবসা/ব্যবসায়ী বলা উচিত। বিশ্ব আজ স্বার্থপর, অস্ত্র ব্যবসায়ীদের দখলে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৪

অতনু কুমার সেন বলেছেন: :(

৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: একজন মানুষের ক্ষমতার লোভ মাসুল দিতে হচ্ছে পুরা জাতিকে।

বিশ্ব বিবেক জেগে উঠুক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০২

অতনু কুমার সেন বলেছেন: বিশ্ব বিবেক জেগে উঠুক।

৩৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: এমন কত ছবি জানি তোলা হয়নি.... :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০১

অতনু কুমার সেন বলেছেন: জ্বি ভাই এরকম অনেক অনেক ছবি তোলা হয়নি । আপনার দরকার হলে আপনাকে দিতে পারি আমার কাছে বেশ কিছু ছবি এবং ভিডিও আছে

৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

তারেক ফাহিম বলেছেন: দুঃখজনক :((

শেষাংশে আপনার সাথে আমিও বলতে চাই, ধর্মিকের চেয়ে মানবিক হওয়া উচিত সকলকে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৮

অতনু কুমার সেন বলেছেন: জোরালো ভাবে আপনার সাথে সহমত পোষণ করছি

৪০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

হাঙ্গামা বলেছেন: শতাব্দির পর শতাব্দি মুসলমানেরা এই ক্ষমতার জন্য/ক্ষমতা ধরে রাখার জন্য কুত্তার মত কামড়া কামড়ি কইরা মরসে।
লক্ষ নবী রাসুল আইসা ও এগোরে সিধা করতে পারে নাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৪

অতনু কুমার সেন বলেছেন: ভাই আমি ধর্ম অথবা ধার্মিকদের নিয়ে কথা বলছি না আমি কথা বলছি আমাদের মানবতা নিয়!

৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

মিঃ সালাউদদীন বলেছেন: মহৎ উদাহরন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫০

অতনু কুমার সেন বলেছেন: মহৎ উদাহরণ ঠিক বুঝলাম না !!

৪২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

বারিধারা ২ বলেছেন: আমার বিবেক নাড়া দিয়েছে বড় বোনের দিকে ছোট বোনের অসহায় তাকিয়ে থাকা - যেন বলছে "আমাকে বাঁচানোর দরকার নেই - তুমি বেঁচে থাক - নইলে আমাকে বাচাবে কে?"

এই নধর বিশ্বে সিরিয়া, প্যালেস্টাইন আর রোহিঙ্গাদের কষ্ট অনুভব করার মত কোন বিবেক নেই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৩

অতনু কুমার সেন বলেছেন: "আমাকে বাঁচানোর দরকার নেই - তুমি বেঁচে থাক - নইলে আমাকে বাচাবে কে?" :( :(

৪৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: মানবিকতা আজ বড় বিপন্ন। আমরা আছি সব হারাদের মাঝে।কথা বলার ভাষা গেছে হারিয়ে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪২

অতনু কুমার সেন বলেছেন: কথা বলার ভাষা গেছে হারিয় :(

৪৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

জোকস বলেছেন: আসাদ-পুতিনদের মত সব পাসান্ড নেতাদের ধইরা, নছিমন গাড়ির উপর তুইল্লা, বাইন্ধা রেখে ভাঙ্গা রাস্তা দিয়ে জোরে চালাইতে মুঞ্চায় X((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪১

অতনু কুমার সেন বলেছেন: খুব সুন্দর বলেছেন :D সময় পেলে আপনার ব্লগে যাবো গুরতে

৪৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

ইমরান আশফাক বলেছেন: বিকৃত মুসলমানদের কাজ অথবা বলতে পারেন মুসলমান দাবীদার কিছু নরকের কিটদের কাজ। আমি এইজন্য আমেরিকা, রাশিয়া বা ইহুদীদের দ্বায়ী করছি না। কারন নবীজি বলে গেছেন একদিন এমন দিন আসবে যেদিন তোমরা সংখ্যাগরিষ্ঠ থাকলেও অমুসলিমদের হাতে প্রতিনিয়ত উৎপিড়িত হতে থাকবে। প্রকৃত কোরআন ও হাদিস থেকে দূরে চলে যাওয়ার কারনে এইরুপ অবস্হার সৃষ্টি হবে। কিছু উদাহরনস্বরুপ আপনাদের দেশের আজমির শরীফের নাম উল্লেখ করা যেতে পারে। এটি সম্পূর্ন বেদাদ বা ইসলামে সম্পূর্ন হারাম। ওখানে যার কবর (নিজামুল আউলিয়া) তিনি আমাদের কোন উপকার বা ক্ষতিকর কিছুই করবার ক্ষমতা নেই। আপনি কোন মুসলমান আলেমের কাছ থেকে ব্যপারটা যাচাই করে দেখতে পারেন। মার খেতে খেতেই মুসলমানদের ভিতর থেকে ঐক্যের প্রয়োজনীতা শুরু হবে এবং মূল ইসলামে ফিরে আসবে বা আসতে ব্যধ্য হবে।

যাই হোক আপনি চোখ বন্ধ করে যা ভাবছেন তাই দেখছেন। আই এস কাদের তৈরী? তাদের প্রশিক্ষন দিচ্ছে কারা এইগুলি জানার চেষ্টা করুন। আসাদের ব্যাপারে কি আর বলবো, তাকে মুসলমান বলে দাবী করছেন কেন? রাশিয়া, আমেরিকা ও অন্যান্য দোসরদের কার্যকলাপ আপনাদের চোখে পড়বে না এটা আমরা জানি। আপনারা মুসলমান বলতে চেনেন পাকিস্তান ও আরবী শেখদের এবং তাদের দিয়েই মুসলমানদের বিচার করেন। রোহিংগারা শুধুমাত্র মুসলমান বলেই তাদের এই পরিনতি। অন্য কোন জাতী হলে সমগ্র পৃথিবী.....................। বাদ দিন এইসব, আপনি যা ভাবতে পছন্দ করেন তাই দেখুন গিয়ে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩২

অতনু কুমার সেন বলেছেন: কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ

৪৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

ইমরান আশফাক বলেছেন: ছবিটা প্রানস্পর্শী, অনেক কিছুই বলে দিচ্ছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩১

অতনু কুমার সেন বলেছেন: ছবিটা দেখলেই বুকের ভিতর কেমন যেন এক ধরনের হা হা করে। যদি ওদের জন্য কিছু করতে পারতাম তাহলে নিজেকে মানুষ মনে হতো

৪৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

নতুন বলেছেন: সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে সম্রাজ্যবাদের চাল... X((

আর মুসলমানেরা তাদের দাবার গুটি হয়ে এই হত্যা সমথ`ন করে যাচ্ছে....

@ লেখক<< ছবির ঘটনাটাতে মনে হয় বড় শিশুটা মরা যায়নাই। নিজের খবরের সেই বিষয়ে কিছু নাই। তারা একটা হাসপাতালে ছিলো... নিজের ছবিতে তার বাবা আরেক বোনকে অক্সিজেন দিচ্ছে।

https://www.efe.com/efe/english/world/at-least-21-people-hospitalized-after-suspected-chemical-attack-near-damascus/50000262-3499659

http://www.dailymail.co.uk/wires/afp/article-5301745/France-sanctions-businesses-linked-Syria-chemical-weapons.html

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৯

অতনু কুমার সেন বলেছেন: হয়তো এই শিশুটি বেঁচে গিয়েছে অন্য শিশুর কথা একটু চিন্তা করুন

৪৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিন্দা জানানোর ভাষা খুজে পাচ্ছি না।
ধ্বংশ হোক জালিমের দুই হাত।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৮

অতনু কুমার সেন বলেছেন: :(

৪৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২

নতুন নকিব বলেছেন:



৩৩ নং মন্তব্যটি স্কিপ করে গেলেন যে!

সময়ের শক্তিমান ব্লগার টারজান০০০০৭ -এর মন্তব্যগুলো সাধারনত: যৌক্তিকতাপূর্ন, ক্ষুরধার এবং উপভোগ্য হয়ে থাকে।

তার এই মন্তব্যটিতে আপনার প্রতিক্রিয়া জানতে ইচ্ছে করছে।

শুভকামনা আবারও। ভাল থাকুন।

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:১৫

অতনু কুমার সেন বলেছেন: ভাই ঝগড়া করতে ইচ্ছা করতেছেনা পোস্ট করলে সেখানে ছ..!! আসবে। real id হলে উত্তর দিতাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.