নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

বাবাদের গল্প - এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা :( ধ্বংস হোক এই অপসংস্কৃতি!!

১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫৫

এক চাকুরিজীবী বাবার গল্প ......!!

ছোট খাট একটা চাকরি করি।গত মাসে বড় মেয়ে কে বিয়ে দিয়েছি,প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে,প্রায় ১৫০০০ টাকা খরচ করে।একটু আগে মেয়ের ফোন।
বাবা কেমন আছেন?

-হ্যা মা ভাল।তুই ভাল আছিস ত?

আছি বাবা ভাল।

-এইভাবে বলছিস কেন??তোর শ্বাশুর রা খুশি হয়েছে ত?

উরা কিছু বলেনি।ফুফু(জামাইয়ের ফুফু) বলেছে ইফতারি একটু কম হয়েছে।

-(তখন আমার চোখের পানি টলটল করছিল)আচ্ছা মা বলিছ,পরের বার থেকে আরো বাড়িয়ে দিব।

বাবা শুন।তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না?

-হ্যা মা দিব।কেন?

তুমি কাপড় দিওনা।খালা(জামাইয়ের খালা)বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না।কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে।৩০,০০০ টাকা দিলে,সবার নাকি হয়ে যাবে।

-আচ্ছা মা।তুই চিন্তা করিছ না।আমি এখন ও বেঁচে আছি।
(আমার বোঝতে দেরি হলনা,এতক্ষনে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে)

আচ্ছা বাবা,এখন রাখি।

-আচ্ছা মা ভাল থাকিস।

রাতে ছোট ছেলে নামাজ থেকে আসল।
বাবা তুমি আছ?

-হা আছি।কিছু বলবি?

হ্যা,ঈদের পর ২য় সপ্তাহে সেমিস্টার ফাইলান।বেতন, ফর্ম ফিলাপ ও অন্যান্নসহ ২৫হাজার টাকা লাগবে। আমার টিউশনির কিছু টাকা আছে। আপনি ২০ হাজার দিলে হবে।

-আচ্ছা দেখি। খেয়ে ঘুমিয়ে পর।

না বাবা,লেট হলে এক্সাম দিতে পারব না।
নতুন জামাই বাড়িতে মৌসুমী ফলমুল দিতে হবে। তাতে ১০-১৫ হাজার টাকা দরকার। ঈদের পরে আবার কোরবান,মেয়ের বাড়িতে গরু দিতে হবে।গরুর যে দাম,কমপক্ষে ৫০০০০ টাকা ত লাগবে।আবার নিজের জন্য ও একটা লাগবে।
এইখানে শেষ নয়,,আরো রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসমে বিভিন্ন আয়োজন।

এই সব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি।সাদিয়ার মা অনেক কিছু জিজ্ঞেস করেছিল,কিছু না বলে শুয়ে পড়েছি।
মাথায় একটা বিষয় কাজ করছে।টাকা!!টাকা!! আর মেয়ের সুখ।

এইভাবে রাত ১২ টা।হটাত করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার হাত-পা গুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে। সেই চিন্তা গুলো এখনো আমার পিছু ছাড়ছেনা।

পরদিন সকাল বেলা। সবাই কান্না কাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সব চেয়ে বেশি কাঁদছে।শুনলাম বড় মেয়ে ইতি এরই মধ্যে এসে গেছে।সবার দিকে চেয়ে থাকলাম। অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু কিছুই বলতে পারতেছিনা। ঠিক ২ মিনিট পর আর কিছু জানিনা।

এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা।আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে।হয়ত অনেকে এখন ও জানে না,তাদের বাবার মৃত্যুর রহস্য।

[লিখতে গিয়ে নিজে ও কান্না করে দিয়েছি।এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের।।

আমাদের এই কু প্রচলন কি পরিবর্তন হবেনা??
হচ্ছেনা কেন??
হচ্ছেনা কেন??

চলুন আমরা জেগে উঠি।
ধ্বংস করি এই অপসংস্কৃতি।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫৭

কাইকর বলেছেন: একমত।

২| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
দু:খজনক সত্যি!

কিছু কিছু অর্থগৃধ্নু শ্বশুরবাড়ী থাকে- না আছৈ জ্ঞান সা আছে ধর্ম না আছে মানবতা!

এদের সাথে সম্পর্ক না করাই শ্রেয়। বিয়ের আগে এজন্যেই অনেক কিছু দেখুশুনে বুঝৈ নিতে হয়!
নয়তো এরকম বাবাদের কোরবানীতে দায় চুকাতে হয়।
বিদেহী পিতার জন্য অনেক দোয়া! তাঁর আত্মার শান্তি হোক ওপারে।

৩| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: এরকম হাজার হাজার বাবা রয়েছে।
তাদের কান্না, দুঃখ, আহাজারি শুধু বাতাসে মিলিয়ে যায়।
কেউ তা শোনেনা।

পচঁনশীল সমাজে লোভী ও জঘণ্য মানুষ অনেক বেশী।

৪| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: আপনিও কি মেয়ের বাবা?

৫| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:০৭

বিজন রয় বলেছেন: ১ নম্বর এ কাইকর মন্তব্য করেছেন।

তাকে একটু জিজ্ঞেস করবেন এই পোস্ট পড়ে মন্তব্য করেছেন কিনা?

৬| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:১০

কাইকর বলেছেন: বিজন ভাই আমি শেষের দুই লাইনের সাথে একমত পোষণ করেছি।ভুল বুঝবেন না

৭| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:১৪

কবীর হুমায়ূন বলেছেন: দুঃখজনক হলেও, আমাদের সমাজে এ সত্যটি প্রায়ই দেখা যায়। নিজে সামর্থের বাহিরে, মেয়ের শশুর বাড়ির মানুষজনের চাহিদা পুরণে সচেষ্ট্ থাকতে হয়। এ থেকে মুক্তির উপায় পাওয়া দুষ্কর।

৮| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ ছেলের বউয়ের পরিবারকে রেডক্রস মনে করে।

৯| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:৩২

কানিজ রিনা বলেছেন: চাটিগ্রাম নোয়াখালির এমন নিয়ম দেখি।
যদিও আমাদের উত্তর বঙ্গে এত নিয়ম
নাই। তবে কিছু লোক লোভি আছে বিয়ের
সময় যৌতুক চায়। অসহায় বাবাদের নিয়ে
লেখা ভাল লাগল। ধন্যবাদ।

১০| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:১৬

ওমেরা বলেছেন: লিখাটা পড়ে খুব কষ্টই লাগল ।

১১| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:২১

শহীদ আম্মার বলেছেন: আমাদের সমাজের এই ঘৃন্য প্রথাটি পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার ক্ষেত্রে কতটা ভয়ানক ভূমিকা রাখছে সেটা হয়তো আমরা ঐভাবে ভাবিনা। বাবার চরিত্রের প্রতিকী রূপে এই জঘন্য প্রথাটির কথা উঠে আসলেও এই বাবারাই আবার ছেলের শুশুরের এমন বারোটা বাজিয়ে ছাড়েন। আসলে এটা অক্টোপাসের মত আমাদের এমনভাবে জড়িয়ে ধরেছে যে তা থেকে মুক্তির কোন উপায় বেশ কঠিন।

১২| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:৪৭

অচেনা হৃদি বলেছেন: ছেলেদের শ্বশুররা তো শ্বশুর নয়, এটিএম মেশিন । চাপ দাও, আর টাকা বের করে নাও । :(

১৩| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:০৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: চট্টগ্রামবাসী নিজেদের অনেক ধার্মিক বলে দাবি করে। কিন্তু এই জঘন্য কালচার তারাই চালু রেখেছে। আরেক ধার্মিকদের এলাকা কুমিল্লায় উল্টো চিত্র। দশ ভরি স্বর্ণ আর দশলাখ টাকার কাবিন ছাড়া মেয়ের বাপ মেয়ে বিয়ে দিবেনই না।
এইসব কুপ্রথা দূর হোক।

১৪| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: লেখা ভালো হয়েছে। মন ছুঁয়ে গেল। কিন্তু এভাবে বাবা একা কেন? কত মেয়েই যে প্রতিদিন জ্বালা সহ্য করতে না পেরে নিজেদের শেষ করে দিচ্ছে। তবে অতনুদা বাবার সঙ্গে ছেলেমেয়ের কথোপকথোনে আপনি / তুমি চলে এসেছে। অবশ্য আসতেই পারে বৈকি।

অনেক শুভেচ্ছা আপনাকে।

১২ ই জুন, ২০১৮ রাত ৯:২৪

অতনু কুমার সেন বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা

১৫| ১২ ই জুন, ২০১৮ ভোর ৪:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সিস্টেমে সমস্যা তো আছেই! এই বাবাদেরও সমস্যা আছে!

হাতির খোরাক জোগাড় করতে না পারলে হাতিদের পরিবারে মেয়ের বিয়ে দেবার দরকার কি? এটা মাথায় রাখতে হবে টাকাওয়ালা পরিবারে মেয়ের বিয়ে দেয়া মানে, সে রাজরাণীর হালে থাকবে বিষয়টা এমন নয়! তাই বল মেয়েকে যে পথের ফকিরের সাথে বিয়ে দিবেন এটাও নয়! আপনাদের বুদ্ধি আছে, বেশী বলার প্রয়োজন নেই!;)

১৬| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: শীরষেন্দু মুখোপাধ্যায়ের 'দূরবীন' বইটা পড়েছেন?

সেখানে লেখক বুঝিয়েছেন বাবা কি জিনিস।

১২ ই জুন, ২০১৮ রাত ৯:২২

অতনু কুমার সেন বলেছেন: নুরু ভাই পড়া হয়নি এখনো !! ধন্যবাদ আপনাকে

১৭| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৮

হাঙ্গামা বলেছেন: :( :((

১৮| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২৫

সোহানী বলেছেন: হাঁ টিখ, এ ধরনের অপ-কালচারের বন্ধ করা দরকার। একটি মেয়ে মানে পুরো সংসার এর জীবনময় অন্ধকার।

১৯| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২১

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: আহ! বাবা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.