নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর কবি/ ছদ্মবেশী সম্রাট/ জলজ প্রজাপতি/ উইকিপিডিয়ার বুড়ো/ বাংলার নব প্রভাকর/ পরিব্রাজক/ তিমির হন্তারক/আগুন পাখি / বিষাদ পাখি .../ ভালোবাসিতে এসেছি ভালোবাসা পাবার প্রত্যাশি নই ...

আমি সেই অভিলাষ মাহমুদ

আমি সেই অভিলাষ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মৃত নক্ষত্রের রাত / অভিলাষ মাহমুদ

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৫



আজকের রাতটা কেমন যেন !
বৃদ্ধা রমণীর রুপ ধরে এলো এই রাত।
আকাশের দিকে তাকিয়ে-
উদাস হয়ে গেছে কনো এক অজপাড়া গাঁয়ের অখ্যাত তরুণ কবির মন।

তরুণ কবির চোখে জীবনান্দ যেন মৃত নক্ষত্র!
কুয়াশা ঝরতে শুরু করেছে।

হাজারে হাজার শ্বেত পেত্নি এসেছে-
কনো এক অচিনপুর হতে।

অন্ধকারাছছন্ন হয়ে গেছে গর্ভ ধারণীর গর্ভ।

ধান সিঁড়ি নদী ভেসে ওঠে তরুণ কবির দুই চোখের আয়নায়।
নদীটির-ও পরম বন্ধু ছিলো কবি।

কবি মরে গেছে,
কবির শোকে মরে গেছে নদীটি-ও।
কবির শোকে আমরা-ও ভুলে গেছি নবান্নের উৎসব।

মাঝে মাঝে একটা নক্ষত্র নেমে আসে পৃথিবীর বুকে।
তবে কি জীবনান্দ আসেন পৃথিবী ভ্রমণে?
কিন্তু কথা-তো ছিলো না এমন।
কথা ছিলো-
পাখির ছদ্মবেশে আসবার।

আজ রাতে অবশেষে জীবনান্দ স্মরণে লেখা হল একটা কবিতা।
কবিতার নাম করণ করা হল -

মৃত নক্ষত্রের রাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.