![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের রাতটা কেমন যেন !
বৃদ্ধা রমণীর রুপ ধরে এলো এই রাত।
আকাশের দিকে তাকিয়ে-
উদাস হয়ে গেছে কনো এক অজপাড়া গাঁয়ের অখ্যাত তরুণ কবির মন।
তরুণ কবির চোখে জীবনান্দ যেন মৃত নক্ষত্র!
কুয়াশা ঝরতে শুরু করেছে।
হাজারে হাজার শ্বেত পেত্নি এসেছে-
কনো এক অচিনপুর হতে।
অন্ধকারাছছন্ন হয়ে গেছে গর্ভ ধারণীর গর্ভ।
ধান সিঁড়ি নদী ভেসে ওঠে তরুণ কবির দুই চোখের আয়নায়।
নদীটির-ও পরম বন্ধু ছিলো কবি।
কবি মরে গেছে,
কবির শোকে মরে গেছে নদীটি-ও।
কবির শোকে আমরা-ও ভুলে গেছি নবান্নের উৎসব।
মাঝে মাঝে একটা নক্ষত্র নেমে আসে পৃথিবীর বুকে।
তবে কি জীবনান্দ আসেন পৃথিবী ভ্রমণে?
কিন্তু কথা-তো ছিলো না এমন।
কথা ছিলো-
পাখির ছদ্মবেশে আসবার।
আজ রাতে অবশেষে জীবনান্দ স্মরণে লেখা হল একটা কবিতা।
কবিতার নাম করণ করা হল -
মৃত নক্ষত্রের রাত।
©somewhere in net ltd.