![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে বন্ধু আজ তোমার হৃদয়ে
কিছু অনাবাদি জমি চাই
সঠিক ইতিহাস চাষের,
যেখানে জন্মাবে ভালবাসা
স্বদেশ মাটি আকাশের।
তুমি কি জানো হে বন্ধু, কে দিয়েছেন
আমাদের দেশের নাম বাংলাদেশ।
কার নেতৃত্বে পেয়েছি স্বাধীনতা,
পেয়েছি স্বদেশ।
হে বন্ধু তুমি কি জানো
বাংলার আকাশে প্রথম
কে উড়িয়েছিলেন
লাল সবুজ পতাকা,
কে প্রথম ঘোষনা করেছিলেন
বাংলার স্বাধীনতা।
কার জ্বালাময়ী ভাষনে জেগেছিল
সাড়ে সাত কোটি প্রান,
কার নাম দিয়ে স্লোগান হয়েছিল,
হয়েছিল মুক্তিযোদ্ধের নাম।
হে বন্ধু তোমার হৃদয়ে আজ দেও তার স্থান,
তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
কার্টেসি :Afrin
©somewhere in net ltd.