![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সত্যি আমি বিক্ষুব্ধ, কোটা প্রথা বাতিল হোক বা না হোক সে বিষয়ে আমার কোন অভিমত নেই, কিন্তু আমার কথা হচ্ছে কিছু ......... বাচ্চা আমাদের মুক্তিযোদ্ধাদের গালি দিচ্ছে,যার বাবা মুক্তিযুদ্ধে মারা গেছে,দেশের জন্য যুদ্ধ করেছে. তাদের ছেলেদের আমরা কিছু কোটা দিচ্ছি, এটা ঋণ শোধের চেষ্টা নয়,এটা মানবতা। এটা মনে করিয়ে দেয় একজন ছেলের বাবা যুদ্ধে মারা গেলেও তার পাশে আছে বাংলার মানুষ। আর শিক্ষিত কিছু পশু নাকি বিসিএস পাস করবে যারা মুক্তিযোদ্ধাদের গালি দেয়, সেই পশুদের ইন্ডিয়া থেকে গরু যেভাবে পিটিয়ে নামানো হয় সেভাবে পিটিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিত । মনে রাগবি শয়তানের দল ওদের গায়ে মুক্তিযোদ্ধার রক্ত কিন্তু তোদের গায়ে জানোয়ারের রক্ত, না হলে তোরা মুক্তিযোদ্ধাদের গালি দিতে পারতিনা। হয়তো কোটা কমিয়ে আনার সুপারিশ করা যায় বা কমিয়ে আনা যায় বা বাতিল করা যায় কিন্তু তা ৩০ লক্ষ শহীদের রক্তকে অসম্মান করে নয়। কিছু জানোয়ার বিসিএস এর অর্থ জানেনা কিন্তু ছাগুরকেল্লার কথা শুনে বিসিএস পাস করে ফেলছে মনে হয়, আর এরই ফাঁকে সেই একাত্তরের জানোয়াররা আবার সুযোগ নিচ্ছে, বিরাট আকারের পোস্ট দিচ্ছে তাদের পেইজে, জানোয়াররা আবার মুক্তিযোদ্ধাদের অপমান করছে, আর এরই মাঝ দিয়ে প্রতিশোধ নিচ্ছে একাত্তরের হারের, আমরা বাঙালি কবে মানুষ হবো জানিনা............
©somewhere in net ltd.