নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালজয়ী

আমার আমি

কালজয়ী একাত্তর

কালজয়ী একাত্তর › বিস্তারিত পোস্টঃ

টাকার মধ্যে এই ছবিটা কার?

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫২

খোকাঃ আচ্ছা মাগো টাকার মধ্যে এই ছবিটা কার?

কোন্ সিনেমার নায়ক তিনি? দেখতে চমৎকার!



মাঃ ওরে বোকা চিনিস না তুই ছবির মানুষটাকে?

লেখক কবি শিল্পীরা তাঁর কত্তো ছবি আঁকে!

অভিনেতা নন তিনি নন, ছিলেন তিনি নেতা

তাঁর কারণেই একাত্তরের যুদ্ধে হলো জেতা।

নায়ক তিনি ‘রাষ্ট্রনায়ক’ শোষিতদের মিতা

তিনি হচ্ছেন বংগবন্ধু তিনি জাতির পিতা।



খোকাঃ তাই নাকি মা? যোদ্ধা তিনি? করেছিলেন লড়াই?

তাঁকে নিয়ে তাই তোমাদের গৌরব আর বড়াই?

মাগো তোমার বংগবন্ধু কোথায় থাকেন বলো,

সামনা সামনা দেখবো তাঁকে আমায় নিয়ে চলো।



মাঃ বংগবন্ধু বাংলাদেশের সকলখানেই থাকেন,

আদর করে বাংলাদেশকে বুকের মধ্যে রাখেন।

জন্মেছিলেন গোপালগঞ্জে, টুঙ্গিপাড়া গ্রামে

নিত্য চিঠি লেখেন তিনি লাল সবুজের খামে।



খোকাঃ আমিও চিঠি লিখবো তাঁকে কোথায় পাবো খাম?

ঠিকানাটা দাও লিখে দাও, দাও লিখে তাঁর নাম।



মাঃ নাম হলো তাঁর শেখ মুজিবুর শুনতে লাগে বেশ

শেখ মুজিবের নামের পাশে লিখবি ‘বাংলাদেশ’।



খোকাঃ তাতেই চিঠি পৌঁছে যাবে জাতির পিতার কাছে?



মাঃ পৃথিবীতে এমন ‘নায়ক’ আর কি কেউ আছে?



খোকাঃ বাংলাদেশের নামের পাশে শেখ মুজিবের নাম

লিখে রাখলাম মাগো আমি এই লিখে রাখলাম...।

Collected

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

কুমার মিজান বলেছেন: জয় বাংলা। সুন্দর কবিতা।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০০

কালজয়ী একাত্তর বলেছেন: জয় বাংলা

২| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

সুমন কর বলেছেন: মজার ছড়া।

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

রাফা বলেছেন: শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশ...একে অপরের প্রতিচ্ছবি।

ভালো কালেকশন, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.