নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালজয়ী

আমার আমি

কালজয়ী একাত্তর

কালজয়ী একাত্তর › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ তারেক রহমান

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০১

জিয়ার ছেলে, জিয়ার ছেলে, তাকাও তুমি বারেক;

কী নামে আজ ডাকব তোমায় -- গ্রেনেড নাকি তারেক?

কে মেরেছে? কে ধরেছে? কে বলেছে চোর?

তাই কি তুমি বিলেত গেছ? প্রশ্ন জাগে মোর!

তুমি তো নও চোর বা ডাকাত -- রায় দিয়েছে কোর্ট;

এবার সাবাড় করতে পারো শহর-নগর-পোর্ট!

ধান ভানলে কুড়ো দেব, মাছ কুটলে মুড়ো;

কুড়ো-মুড়োর টেন পার-সেন্ট আধেকটা না, পুরো!

ডাকছে তোমায় রানু-মণি, ডাকছে তোমায় পবন;

তুমি বিনে শূন্য ভীষণ তোমার হাওয়া ভবন!

তোমায় ডেকে সকাল-বিকেল মতির গলায় তিয়াস,

তোমার হয়ে প্রক্সিটা দেয় লাল দালানে গিয়াস!

তুমিও নেই, গিয়াসও নেই, বন্ধ এখন খাওয়া;

হারিছ-বাবর উধাও সবে, হাওয়া ভবন হাওয়া!

নামটি তোমার লেখা আছে দেশের সকল খাম্বাতে;

শোনো -- সবাই ডাকছে তোমায় ম্যাৎকারে আর হাম্বাতে!

তোমার নামে হেসে ওঠে শফিক-এমাজ দাদু,

তোমার হাতে লুকিয়ে আছে গেঞ্জিছেঁড়া জাদু!

তোমার নামে কেঁপে ওঠে বাকশালি আর শোষক;

তারেক, তুমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক!

শুভ শুভ শুভ দিন, তারেক জিয়ার জন্মদিন; ওম শান্তি ওম!

একুশ আগস্ট আসছে আবার, ফুটাও আবার বোম!

Rasel Hazari

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.