নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালজয়ী

আমার আমি

কালজয়ী একাত্তর

কালজয়ী একাত্তর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প(হয়তো একটু হলেও উপকৃত হবেন )

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

জীবনের গল্প

Feni Computer Institute থেকে

তখন যতদূর মনে পড়ে তখন আমরা এফসিআই তে সেকেন্ড ইয়ারে উঠছি... হঠাৎ করে টাকা উপার্জনের নেশা পেয়ে বসলো, ছোটবেলায় ঢাকায় টাকা উড়তে শুনলেও এইখানে এসে শুনলাম অনলাইনে টাকা উড়ে।কিছু টাকা ইনকাম ও করলাম #Mysteryptc থেকে। কিন্তু এই টাকা নাকি বাংলাদেশে তোলা যায় না, হায় হায় এইডা কি হল!! রাত-দিন কষ্ট কইরা টাকা ইনকাম করলাম!!! তারপর আমাদের এক কাছের বন্ধু(R*****) এর কাছে সহজ উপায় পেয়ে গেলাম ঢাকা থেকে এক লোক এসে সপ্তাহে ৬০০০টাকা ইনকাম করা শিখাবে,শিখানোর জন্য উনাকে ১০০০টাকা দিতে হবে(উনি এমনিতে ৫০০০ টাকায় শিখায়, আমাদের জন্য ১০০০ টাকা কারন R***** এর পরিচিত আর ফেনীতে উনি প্রথম বলে) আর উনি সকাল ৬টায় ঢাকা থেকে সপ্তাহে তিনদিন এসে কাজ শিখাবে, আমরাতো মহা খুশি আমি,H****,R****,R*****, আরেকজন ফেনী কলেজের ফ্রেন্ড। যেদিন তিনি আসবেন সেদিন ৭টায় হোস্টেল থেকে বের হচ্ছি, দোতালায় আমার একফ্রেন্ড R**** এর সাথে দেখা যদিও সে তখন হোস্টেলে থাকতো না, বললাম বন্ধু কই যাস ? ও বললও এইতো একটু বাইরে যাই, আমিও অরে খুলে কিছুই বললাম না, টাকা পয়সার ব্যাপারতো যদি হাত ছাড়া হয়ে যায়!!! শেষ পর্যন্ত গেলাম সেখানে গিয়ে দেখি ঐ ফ্রেন্ডটাও সেখানে... যাক সেই কথা- কাজ শিখানো শুরু হল তিনি তার ওয়েবসাইটের লিংক দিলেন ঐখানে নাকি উনি এড দেন আর ঐগুলো ভিজিট করলেই খালি টেকা আর টেকা। ওয়েবসাইট টার লিংকটা যতদূর মনে পড়ে #Bangla_Ad এই ধরনের কিছু ছিল, প্রোপ্রাইটর- মৃদুল(উনার নাম)। এরপর প্রথম দিন উনার কিছু লেকচার দিল, #মামুন_স্যার,#আতিক_স্যার,#মাহবুব_স্যার এর লেকচার ফাঁকি দিয়া উনার লেকচার অতিসয় গুরুত্বপূর্ণ হয়ে উঠলো... শতহোক টাকা পয়সার ব্যাপারতো!!!!

প্রথম দিন লেকচার শেষ করেই টাকার জন্য চাপ দিল - না হলে কাজ শিখাবে না, মনের মধ্যে ভয় চাপলো যদি কাজ না শিখায়!!! হাতে টাকাও নেই তবুও নেক্সট ক্লাসে সবাই টাকা নিয়ে গেল কম-বেশি, আমি নিলাম ৫০০ টাকা, অন্যরা একটু বেশি দিল যতদূর মনে পড়ে। দ্বিতীয় দিন ও কাজ শিখলাম, বস্তুত পক্ষে কিছুই শিখি নাই, তারপরও যদি দয়া করে শিখায় সেই আশায় বসে রইলাম, উনার আর দয়া হয়না, এইডা হেইডা কইয়া টাইম পাস করে। যাক এইভাবে তৃতীয় ক্লাস ও করলাম কিন্তু তিনি টাকা দেয়ার জোর চাপ দিলেন, আমার কাছে টাকা নেই, যাদের কাছে ছিল তারা দিল, উনার চেয়ে ও বেশি চাপ দিলেন আমাদের বন্ধু R*****। ৪ নাম্বার দিন টাকা দিতেই হবে কিন্তু আমার কাছেতো টাকা নাই তাহলে কি আমার আর কাজ শিখা হবেনা!!! তারপর ও গেলাম- উনার অনেক বকাবকি শুনলাম আর হাসলাম, শুধু হাসতে হাসতেই ক্লাস শেষ করলাম, আমার বন্ধুরাতো আমার উপর মহা খ্যাপা আমি হাসলাম কেন? উনি টাকার কথা বলে,ভালো কথা বলে, বকাবকি করে যাই করুক আমি শুধু হাসি, কেন যে হাসছিলাম ঠিক মনে পড়ছে না! তারপর আমরা মে বি বুঝে গেছিলাম উনার ধান্দাবাজি ৫ম দিন আর যাওয়া হয়নি।টাকা ও আর ইনকাম করা হয়নি, লসের তালিকায় আমার ৫০০ টাকা।

শেষ পর্যন্ত কাছের কিছু ফ্রেন্ড যেমনঃ T**** এর কাজ থেকে ৬০০০ টাকার মত মেরে দিয়ে তিনি পলায়ন করেন। এতো কথা বলার মুল কারন নতুনদের সকলকে সতর্ক করা, বাস্তবসম্মত কাজ শিখেন টাকা অটো আসবে, এইধরনের ক্লিকের মাধ্যমে কখনো টাকা রোজগার করা সম্ভব নয়...

মাঝে মাঝে স্ট্যাটাসে অনেকে কমেন্ট করে "ফেইসবুকের অলস সময়কে কাজে লাগান মাত্র ২ মিনিটে। আয় করুন ৫০০ টাকা। নাম মাত্র কিছু কাজ করেই আপনি পেতে পারেন ৫০০ টাকা মোবাইল রিচার্জ যেকোন সিমে"। দ্রুত স্ট্যাটাস ফেলে ক্যালকুলেটর নিয়ে বসলাম। দুই মিনিটে যদি ৫০০টাকা আয় হয় তাহলে ঘন্টায় পনের হাজার টাকা। খাওয়া ঘুম হাগা প্রেম ভালোবাসা শেষ করে কোন ব্যাক্তি যদি প্রতিদিন ষোল ঘন্টা কাজ করে তাহলে তার মাসিক ইনকাম হবে দুই লাখ চল্লিশ হাজার টাকা। বছরে ৩৬৫ দিনের মধ্যে যদি ৬৫টা ছুটির দিন ধরা হয় তবে বছরে ওই ব্যাক্তির ইনকাম হবে সাত কোটি বিশ লাখ টাকা!



বছরে সাত কোটি বিশ লাখ টাকা ফালাইয়া মাইনষের স্ট্যাটাসে স্ট্যাটাসে মার্কেটিং করতেছে যে হালা হেতে হুরাই ভুদাই! কি কন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.