নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Avro Ahsan

Avro Ahsan

আজাইরা কিছু গল্প লিখি। যেগুলার সঠিক কোনো ব্যাখ্যা নাই। মনে যা আসে তাই লিখি।

Avro Ahsan › বিস্তারিত পোস্টঃ

বদলে যাওয়া মানুষগুলো

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৩

যেই ছেলেটা কিছুদিন আগেও ক্লাশে ফাস্ট বয় ছিলো, কেনো সে আজ পরীক্ষায় অকৃতকার্য?
যেই ছেলেটা কিছুদিন আগেও সবাইকে দুষ্টুমিতে মাতিয়ে রাখতো, কেনো আজ তার মুখের হাসি বিলীন হয়ে গেলো?
যেই ছেলেটা বন্ধুদের ছেড়ে একদিনও একা থাকতে পারতো না, কেনো আজ সে দিব্যি একাই থাকছে?
যেই ছেলেটা কোনোদিন সিগারেটের ধোয়া সহ্য করতে পারতো না, কেনো আজ তার ঠোটের মধ্যে বিষাক্ত নিকোটিনের ধোয়া?
যেই ছেলেটা কিছুদিন আগেও সন্ধ্যার সময় ঘুমিয়ে থাকতো, কেনো আজ সে রাত জেগে নিকোটিনের ধোয়া উরায়?


তার পিছনেও একটা কারন আছে। কিন্তু সেই কারন কেও জানতে চায় না। সবাই স্বার্থপর, সবাই। কেও কারো খোজ করে না কিংবা কেও কারো না বলা গল্প জানে না বা শুনতে চায় না। সবাই তার খারাপ দিকটাই দেখে। একটিবারের জন্যও কেও জানতে চায় না তার খারাপ হওয়ার পিছনের ইতিহাস। ভালোকে সবাই ভালবাসতে পারে। কিন্তু কয় জনে পারে খারাপ একজনকে ভালবেসে তার না বলা কথাগুলো শুনতে? কেও না, কেও চায় না খুব কাছের মানুষ হয়ে তার না বলা গল্প আর অনুভূতিগুলোর অংশীদার হতে? হয়তো এই কারনেই তাদের আর ভালো হয়ে উঠা হয় না। চেষ্টা করেও হয়ে উঠতে পারে না। বলা হয় না তাদের না বলা গল্পগুলো।


তারা হয়তো মুখে তুলে নেয় গাজার ধোয়া। শুধুমাত্র বুকের বাম পাশের ব্যাথাগুলোকে ঢাকতে। হয়তো কেও কষ্ট সহ্য না করতে পেরে হারিয়ে যায়। হারিয়ে যায় অন্য জগতে। নয়তো কষ্টগুলো বুকে নিয়েই জীবন যুদ্ধে নামে। তবুও বেচে থাকার করুন আকুতি। বাচতে চায় তারা, বাচার মতো বাচতে চায়। হুম তারাই বেচে থাকে কষ্টগুলোকে বুকের বাম পাশে আগলে রেখে। আর বলা হয় না তাদের না বলা গল্প কিংবা কেও জানতে চায়ও না। তাদের রাতের একমাত্র সংগী হয় বিষাক্ত নিকোটিনের ধোয়া। বেচেও মৃত তারা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.