![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জন রাত। আকাশে দুই একটা তারা মিটমিট করে জ্বলছে। তারাগুলো বৃথা চেষ্টা করে যাচ্ছে আলো দেয়ার জন্য। চারদিকেই ঘুটঘুটে অন্ধকার। নিস্তব্দ সব। সবাই ঘুমিয়ে পড়েছে। প্রকৃতি- মানুষ সবাই। আবির দাঁড়িয়ে আছে চিরচেনা সেই ল্যাম্পপোস্টের নিচে। ল্যাম্পপোস্টের আলোয় প্রকৃতি দিকে তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় সবই কেমন অপরিচিত লাগছে। রাস্তাটাও কেমন নির্জন। ব্যাস্ত রাস্তাটাও শান্ত হয়ে গেছে। শুধু সময়ের ব্যাবধানে।
পকেট থেকে সিগারেটের প্যাকেট নিয়ে সিগারেট বের করে ঠোটে দেয় আবির। বারুদের প্রবল ঘর্ষনে জ্বলে উঠে ধূম্র শলাকা। সিগারেট ধরায় সে। নিকোটিনের ধোয়াগুলো উড়ে যাচ্ছে। আর সে দিকে তাকিয়ে আছে। ধোয়াগুলোও সময়ের সাথে সাথে শুন্যে মিলিয়ে যাচ্ছে।
হাটতে হাটতে হঠাৎ থমকে দাঁড়ায়। আবির লক্ষ্য করছে প্রকৃতি তাকে ডাকছে। তাহলে কি আবিরের মতই প্রকৃতিও জেগে আছে? আচ্ছা প্রকৃতির সাথে কথা বলা যাক........
আবিরঃ কেমন আছো?
প্রকৃতিঃ ভালো, তুমি এত রাতে এখানে কি করো?
আবিরঃ তোমাকে দেখতে আসছি।
প্রকৃতিঃ আমাকে? আমরা তোমাদের মতো এত নিচু প্রকৃতির না। তোমরা মানুষেরা কত সহজে বদলে যাও। কিন্তু আমরা বদলাই না।
আবিরঃ তোমরা কিন্তু আমাদের কারনেই বেচে আছো।
প্রকৃতিঃ না। তোমরা বেচে আছো আমাদের কারনে। আমরা না থাকলে তোমাদের কোনো অস্তিত্বই থাকতো না।
প্রকৃতির সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না। মাঝ পথ দিয়ে হেটে যাচ্ছে আবির। আচ্ছা খুব জানতে ইচ্ছে করছে মানুষ কি খুব সহজেই বদলে যায়? না তার পিছনেও কোনো কারন আছে? হয়তো আছে হয়তো নেই। তাতে কি আসে যায়। মানুষ মরে গেলে পচে যায় আর বেচে থাকলে বদলায়। এটাই স্বাভাবিক।
©somewhere in net ltd.