![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসে আছি ধানমন্ডি লেকের পশ্চিম পাশের একটা জায়গায়। সিগারেটে ফোক দিচ্ছি আর কিছু দূরে বসে থাকা একজোড়া প্রেমিক প্রেমিকার কান্ড দেখছি। দুই জনেই হাতে হাত রেখে বসে আছে। এরকম মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ এই দুই জন। মেয়েটা হাসছে। অহনাও হাসতো এভাবে। কি অদ্ভুধ সুন্দর সেই হাসি। গালে টোল পড়ছে। আচ্ছা সব মেয়েরই কি হাসি এত সুন্দর? জানিনা। হয়তো হ্যা হয়তো না। চেহেরায়ও একটা মায়াবী ভাব আছে। দেখতে খুব সুন্দর লাগছে। ছেলেটাকেও খুব মানিয়েছে মেয়েটার সাথে। হাতে ঘড়ি, জিন্স, প্যান্ট সবই ম্যাচ করে পড়া। মনে হয় স্টাইলিশ এর ব্যাপারে খুবই সচেতন।
হঠাৎ করেই দেখি ছেলেটার নজর আমার দিকে। মনে হয় আমার এভাবে তাকিয়ে থাকাতে তারা বিরক্ত হচ্ছে। বিরক্ত হবারই কথা। তাদের রোমান্সে আমি ব্যাঘাত ঘটাচ্ছি। তারপরও আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। দেখি এখন তারা কি করে? তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম আরো বিভ্রান্ত করার জন্য।
জায়গাটা ছেড়ে উঠে দাঁড়ায় দুই জন। মনে হয় আমাকে তারা কোনো সন্ত্রাস কিংবা গোয়েন্দা মনে করছে। আরো বিভ্রান্ত করার জন্য হাটা দিলাম তাদের পিছু। এখন বেশ বিরক্ত হচ্ছে মনে হয়। বার বার পিছন ফিরে আমাকে লক্ষ্য করছে। আর দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। মনে হয় বিরক্ত না ভয় পাচ্ছে।
বৃষ্টি ঝরছে অঝোরে। সবাই দ্রুত হেটে এগিয়ে গেছে নিরাপদ স্থানে। লেক এখন জন-মানব শুন্য। আমি একাই বসে আছি এখানো। বৃষ্টিতে ভিজছি আর তাকিয়ে তাকিয়ে বৃষ্টিবিলাস দেখছি। সময়ের ব্যাবধানে শুন্য হয়ে আছে লেকটা। মানুষের মতো কত সহজেই সব কিছু বদলে যায়। শুধু পিছনে পরে থাকে কিছু স্মৃতি। যেগুলো ভূলার না। বা শত চেষ্টা করেও ভূলতে পারা যায় না।
©somewhere in net ltd.