নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন ব্লগার তন্ময় আহমেদ মুন।
শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তন্ময় গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। ব্লগার তন্ময় বুয়েটের শিক্ষর্থী এবং বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত ১০টার দিকে পলাশ বাড়ি সরকারি কলেজ মোড়ে তিনটি মোটরসাইকেলে মোট ৯ জন মুখোশধারী দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
ব্লগে লেখালিখি করার কারণে স্থানীয় শিবির ক্যাডাররাই তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে তন্ময়ের পরিবার।
এ ব্যাপারে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে বলেন, এ হামলার ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত তন্ময় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
সূত্রঃবাংলানিউজটোয়েন্টিফোর.কম
Click This Link
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯
মনুআউয়াল বলেছেন: কি জানি ভাই। কখন যে কার উপর আঘাত আসে। বড় কঠিন সময় পার করছি
২| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০০
রয়াজ বলেছেন: ব্লগারদের উপর নগ্ন হামলা বন্ধ হোক
৩| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬
শিক্ষানবিস বলেছেন: তার ব্লগের লিংক দেন। দেখি সত্যি তিনি ব্লগার কি না।
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮
৪| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৭
খেয়া ঘাট বলেছেন: এখন ব্লগ লিখা, ব্লগার পরিচয় দেওয়া যেন একটা রীতিমত ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আবার আরেকপক্ষের জন্য ব্লগার মানেই নাস্তিক। বেচারা দূর্বত্তদের দ্বারা আহত হয়েছে-সেটাই হলো আসল কথা।
এখনও জানিনা, উনি কীসের জন্য আহত হয়েছেন। কিছু না জেনেই আগে থেকেই ট্যাগিং করা যৌক্তিক মনে করিনা। এমনকি একটি কুকুরকেও কেন পিঠাতে হবে।এগুলো দৃবৃত্তপরায়নতা। অস্থির সমাজের লক্ষণ।
শিবিরের এক ছেলেকে যে রাজপথে জীবন্ত পিটিয়ে মেরে ফেলা হলো-এর যদি দৃষ্টান্তমূলক বিচার হতো , তবে বিশ্বজিত এভাবে মারা যেতোনা।
নিজের মতের সাথে না মিললেই মেরে ফেলতে হবে, খুন করতে হবে একেমন আমাদের চিন্তাভাবনা।
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬
মনুআউয়াল বলেছেন: ভংয়কর চিন্তা ভাবনা
৫| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬
পথহারা সৈকত বলেছেন: নিজের মতের সাথে না মিললেই মেরে ফেলতে হবে, খুন করতে হবে একেমন আমাদের চিন্তাভাবনা।
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬
মনুআউয়াল বলেছেন: ভংয়কর চিন্তা ভাবনা
৬| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
নতুন বলেছেন: ব্লগার তন্ময় বুয়েটের শিক্ষর্থী এবং বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
ছাত্রলীগের নেতাদের চরিত্র ফুলের মতন..... নিজের দলের বন্ধুরাই একটু দুস্টুমি করেছে আরকি...
রাজনিতিক নেতাদের এই ভাব পাল্টতে হবে... নিজের মতের সাথে না মিললেই মেরে ফেলতে হবে, খুন করতে হবে একেমন আমাদের চিন্তাভাবনা।??
৭| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
এনিগমা বলেছেন: ছাত্রলীগের সাবেক সভাপতি!!!
দেখেন গিয়া ভাগ
ভাটোয়ারা কিংবা দলীয়
কোন্দলে মাইর খাইছে।আর ওরে ব্লগার
বানায়া দিছে। শিরোনাম দুর্বৃত্তদের হামলায়
গুরুতর আহত ব্লগার তন্ময় না হয়ে দুর্বৃত্তদের
হামলায় গুরুতর আহত ছাত্রলীগের কুকুর
এটা হলে উপযুক্ত হত. Nice comment.
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮
উড়নচন্ডী ডটকম বলেছেন: ছাত্রলীগের সাবেক সভাপতি!!!
দেখেন গিয়া ভাগ ভাটোয়ারা কিংবা দলীয় কোন্দলে মাইর খাইছে।আর ওরে ব্লগার বানায়া দিছে। শিরোনাম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ব্লগার তন্ময় না হয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ছাত্রলীগের কুকুর এটা হলে উপযুক্ত হত