নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় স্কুলে যাওয়ার টাকা বাঁচিয়ে অনেকেই কিনেছেন চাচা চৌধুরির কমিক্স গুলো।চাচা চৌধুরি সম্পর্কে আপনাদের মনেহয় কিছু বলার লাগবে না । কমিকস্ দুনিয়ার বিখ্যাত এক চরিত্র চাচা চৌধুরি এবং তার লম্বা এবং শক্তিশালি সাগরেদ সাবু।সাবু ও চাচা চৌধুরি’র জনক হলেন প্রখ্যাত কার্টুনিস্ট প্রাণ কুমার শর্মা।আর প্রাণ পাবে না চাচা চৌধুরি, সাবু, ডাবু, বিল্লুরা।মঙ্গলবার গভীর রাতে মারা গেছেন ৭৬ বয়সী এই বিখ্যাত কার্টুনিস্ট। তার পুত্রবধূ জ্যোতি প্রাণ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।পাকিস্তানের লাহোরে জন্ম নেয়া প্রাণ শর্মা ১৯৬০ সালে কার্টুনিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এর নয় বছর পর তিনি চাচা চৌধুরী লেখা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ-ভারতসহ পৃথিবীজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এ সুপার হিরো।২০০১ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কার্টুনিস্ট সংস্হা তাঁকে জীবনকৃতী সম্মানে ভূষিত করে৷ ১৯৯৫ সালে জনপ্রিয়তম ব্যঙ্গচিত্রী হিসাবে তিনি লিমকা বুক অফ রেকর্ডে স্হান করে নেন৷ প্রাণ শর্মার সৃষ্ট অন্যান্য চরিত্রের মধ্যে চাচা চৌধুরীর সঙ্গী পালোয়ান সাবু, শ্রীমতি জি, বিল্লু, রমন ও চান্নি চাচী উল্লেখযোগ্য।
তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।তাঁর মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, একজন বহুমুখী প্রতিভাকে আমরা হারালাম l যাঁর অনন্য কীর্তি আমাদের সকলের মুখে হাসি ফুটিয়েছিল l
০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
মনুআউয়াল বলেছেন: একটি বেদনাদায়ক ঘটনার মধ্যদিয়ে পুরোনো স্মৃতি মনে পড়ে গেল
২| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২
শুঁটকি মাছ বলেছেন: একটা বয়স কাটতোই চাচা চৌধুরী পড়ে।
০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
মনুআউয়াল বলেছেন: আমি একটা সময় প্রচুর চাচা চৌধূরী পড়তাম
৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২
মুদ্দাকির বলেছেন: আহারে কত পড়সি এই কমিক
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২০
পুরান লোক নতুন ভাবে বলেছেন: আহ পুরোনো সৃতি মনে করিয়ে দিলেন!!