![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাত সকালে ঘুম না ভাঙতেই
মোবাইল ফোনটা কর্কশ ক্রেঙ্কারে
বেজে ওঠলো।
আধ-বোজা চোখে
অন্ধের মতো হাতড়ে হাতড়ে
মোবাইলটা পিক করতেই ওর গলা
‘একি! এখোনো ওঠোনি তুমি!’
‘আরেকটু ঘুমুতে দাও
অফিস তো নেই আজ’
আড়ষ্ট গলায় আমি
‘ঘুমাও, যতদূর খুশি ঘুমাও’
চাপা অভিমানে উত্তর আসে
ও প্রান্ত থেকে।
তারপর খানিক নীরবতা
যেনো মহাপ্রলয়ের পর নেমে আসে
ধরাতলে।
‘সূর্যের মায়ামাখা পেলব আলো
সেতো তোমার জন্য নয়;
রূপালি ভোরের মায়ামাখা বাতাসের
কথা আদুরে-স্পর্শের কথা বাদই দিলাম
পাখির কুজন আর নদীর কলতান
রুদ্ধ করার জন্য যার জানলা বন্ধ থাকে,
প্রভাতের কাব্য তার কাছে নেহায়েতই খামখেয়াল।
ওঠো, খন খুশি...
যন্ত্র-সঙ্গী মোবাইল কিংবা ঘড়িতো
আমার বিকল্প হিসেবে তোমাকে ডেকেই দেবে!’
উত্তরের প্রতীক্ষা না করেই
ফোন ডিসকানেক্টেড।
আসলেই কি যন্ত্রিক জীবন
খানিক পরে ভাবনা আসে
তবু কর্মে পড়েনা প্রতিফলন।
২| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮
টুটুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। তবে ভালোর পাশাপাশি খারাপটুকু বললেও খুশি হব।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০২
রাগিব নিযাম বলেছেন: ভালো লিখেছেন।