![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(উৎসর্গঃ রাজন ও রাকিবকে)
আমার রক্তের গ্রুপ বি-পজিটিভ
তবে ভাবনাগুলো কেনো এমন নেগেটিভ?
নির্ঘুম সারাটা রাত কাটে এ পাশে ও পাশে
এলোমেলো অনেক ভাবনা থেকে থেকে মনে আসে
শত-সহস্র উপায় খুঁজি ইতিবাচক-চিন্তা করার
কিন্তু দঙ্গল পাকিয়ে আসে ভেতরে মাথার
নেতিবাচক চিন্তাগুলো-
যখন দেখি অসভ্য-অন্যায়-অভ্যাসগুলো
অবাধে বিচরণ করে সমাজে।
যখন দেখি ‘ফ্রাস্ট্রেশন-অ্যাগ্রেসন-হাইপোথিসিস’
কিংবা ‘ম্যালিগন্যান্ট অ্যাগ্রেসন’
অথবা হোক অন্য যেকোনো কারণেই
বিশ্বজিৎ, রাজন, রাকিব, পৃথিবীর আলো দেখার আগেই
মায়ের পেটে বুলেটবিদ্ধ বুলেট-কন্যা আর
মায়ের করুণ -আর্তনাদ কারো মনে করেনাকো
করুণা সঞ্চার
তখন রক্তের রেসাস ফেক্টরে
পজিটিভ পার্টিকেলগুলো
নেগেটিভ পার্টিকেলে রূপান্তরিত হয়।
আমার চিন্তাধারা
বল্গাহীন, বাঁধনহারা
ছুটে ফেরে দিগ্বিদিক...
©somewhere in net ltd.